/indian-express-bangla/media/media_files/2025/10/04/cats-2025-10-04-12-58-20.jpg)
ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় 'শক্তি'
Cyclone Shakti: ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় 'শক্তি'। কবে কখন কোথায় ল্যান্ডফল? হাওয়ার গতিবেগই বা কেমন থাকবে? কোথায় প্রভাব ফেলবে?
ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। শুক্রবার (৩ অক্টোবর, ২০২৫) আইএমডি নিশ্চিত করেছে যে উত্তর-পূর্ব আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে মরসুমের প্রথম ঘূর্ণিঝড় ‘শক্তি’-তে পরিণত হয়েছে। বর্তমানে এটি গুজরাটের দ্বারকা থেকে প্রায় ২৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস।
আরও পড়ুন- কাশির সিরাপেই শিশুমৃত্যু দেশে? তোলপাড় ফেলা অভিযোগের মধ্যে পরামর্শ জারি কেন্দ্রের
আইএমডি জানিয়েছে,এর প্রভাবে গুজরাট ও উত্তর মহারাষ্ট্র উপকূলে ৪৫-৫৫ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গতিবেগ পৌঁছাতে পাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিমি পর্যন্ত। সমুদ্রে এই গতি আরও বাড়তে বাড়তে ঘণ্টায় ১০০-১১০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত আরব সাগরের পরিস্থিতি অতি 'বিপজ্জনক' হতে পারে বলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার কড়া সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে মুম্বই, থানে,পালঘর, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গে।
Deep Depression intensified into a cyclonic storm #Shakhti over NE Arabian Sea and lay near latitude 21.7N and longitude 66.8E,about 250 km west-southwest of Dwarka. To move west-southwestwards and intensify further into a severe cyclonic storm in next 24 hrs. pic.twitter.com/iaHbaQF8hP
— India Meteorological Department (@Indiametdept) October 3, 2025
পাশাপাশি ঘূর্ণিঝড় শক্তি নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে পাকিস্তান। সেদেশের আবহাওয়া দফতর (পিএমডি) জানিয়েছে, করাচি থেকে প্রায় ৪০০ কিমি দক্ষিণে অবস্থান করছে এই শক্তিশালী নিন্মচাপটি। আগামী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আগামী কয়েকদিনে আরও শক্তি বাড়িয়ে করাচি, থারপারকার, উমেরকোট, সুজাওয়াল, সহ পাকিস্তানের একাধিক জেলায় তান্ডব সৃষ্টি করতে পারে। পিএমডি মৎস্যজীবীদের ৫ অক্টোবর পর্যন্ত গভীর সমুদ্রে যাত্রা না করার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন- টয় ট্রেনে চেপে কৈলাসে ফিরলেন উমা! অভূতপূর্ব বিসর্জনের সাক্ষী দার্জিলিং
আইএমডি ইতিমধ্যেই মহারাষ্ট্রের উপকূলীয় জেলাগুলিতে সতর্কতা জারি করেছে। মুম্বই, থানে, পালঘর, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গে ৪ থেকে ৭ অক্টোবর পর্যন্ত প্রবল হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ঘূর্ণিঝড় শক্তি গুজরাটের নালিয়া থেকে প্রায় ২৭০ কিমি দক্ষিণ-পশ্চিমে, পোরবন্দর থেকে ৩০০ কিমি পশ্চিমে এবং করাচি থেকে ৩৬০ কিমি দক্ষিণে কেন্দ্রীভূত ছিল। ঝড়টি ঘণ্টায় প্রায় ৮ কিমি বেগে উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে।
আরও পড়ুন- লক্ষ্মীপুজোর আগেই বিরাট সুখবর, টানা তৃতীয় দিনের মতো হুহু করে কমল সোনা-রূপার দাম
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি সরাসরি ভারতে আঘাত না হানলেও এর প্রভাব পড়বে গুজরাট ও মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে। উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।