/indian-express-bangla/media/media_files/2025/10/04/cats-2025-10-04-11-40-01.jpg)
মর্নিং ওয়াকে বেরিয়েই সব শেষ! দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যুমিছিল
শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মর্নিং ওয়াকে বেরিয়ে বেপোরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল তিন মহিলার। এই ঘটনার জেরে রীতিমত চাঞ্চল্য পড়ে গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে ঘটল এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার ভোরে গাজিয়াবাদের জিটি রোড সংলগ্ন রাকেশ মার্গ ক্রসিংয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। এদিন সকাল ৬টা নাগাদ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মর্নিং ওয়াকে বেরোনো চারজনকে পরপর ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুই মহিলার মৃত্যু হয়। আহত অবস্থায় আরও এক মহিলার হাসপাতালে মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর জখম এক ব্যাক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন- মর্মান্তিক দুর্ঘটনা, বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যুমিছিল
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন গাজিয়াবাদের নিউ কোট গ্রামের বাসিন্দা বছর ৬০-এর সাবিত্রী দেবী, মীনু প্রজাপতি (৫৬) এবং কমলেশ (৫০)। দুর্ঘটনায় আহত বিপিন শর্মা এখন কিছুটা স্থিতিশীল।
কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা? পুলিশের প্রাথমিক অনুমান—গাড়ির চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। দ্রুতগতির গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। তারপর সেটি পথচারীদের গিয়ে আঘাত করে। নেহেরু নগরের বাসিন্দা ওই চালকও দুর্ঘটনায় আহত হন। জানা গিয়েছে, তিনি বুলন্দশহর থেকে বাড়ি ফিরছিলেন। বর্তমানে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন-SIR নিয়ে রাজ্যের প্রস্তুতি কোন পর্যায়ে? দেখতে আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us