/indian-express-bangla/media/media_files/2025/10/04/cats-2025-10-04-19-50-01.jpg)
News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates: ক্রেতা সেজে দোকানে ঢুকে স্বর্ণ ব্যাবসায়ীকে খুন। দোকানের মধ্যে থেকে উদ্ধার হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার মৃতদেহ। বরানগরের শম্ভুনাথ দাস লেনে তোলপাড় ফেলা ঘটনা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন ব্যারাকপুর কমিশনরেটের শীর্ষ আধিকারিকরা। আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় দোকানে একাই ছিলেন ওই ব্যাবসায়ী। সিসিটিভি ক্যামেরায় মিলেছে ধ্বস্তাধস্তির চিহ্ন। দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সন্তোষ মিত্র স্কোয়ারের পরিবর্তন যাত্রায় হাজির শুভেন্দু অধিকারী, শমিক ভট্টাচার্য, তাপস রায়, সুকান্ত মজুমদার সহ শীর্ষ বিজেপি নেতৃত্ব। শুভেন্দু এদিন অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুলিশ এটা ভণ্ডুল করতে চেয়েছিল, হিন্দুরা জয়ী হয়েছে। গতকালই নিরঞ্জন যাত্রার বদলে পরিবর্তন যাত্রার ডাক দেন বিজেপি নেতা ও পুজোর অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ। উল্লেখ্য, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন আয়োজকরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় পুজো বন্ধের পরিস্থিতি তৈরি হয়। তবে শেষ পর্যন্ত তা না হলেও টানাপোড়েন অব্যাহত থাকে। অবশেষে পরিবর্তন যাত্রায় মধ্যে দিয়ে প্রতিবাদে বিজেপি নেতা সজল ঘোষ।
পুজোর মরশুমে রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে আদতে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। DVC মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছেড়েছে বলে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। জল ছাড়ার পরিমাণ নিয়ে মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ খারিজ করেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিল। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জল ছাড়ার পরিমাণ নিয়ে যে দাবি করছেন প্রকৃত জল ছাড়ার পরিমাণ তার অর্ধেকেরও কম।
আরও পড়ুন- liquor sales:পুজোর চার দিনে ৩৩ কোটি টাকার মদ বিক্রি, রাজ্যে নজির গড়ল এই জেলা
তাঁর দাবি, মাইথন জলাধার থেকে ৪২,৫০০ কিউসেক এবং পাঞ্চেত থেকে ২৭,৫০০ কিউসেক-সহ মোট ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। যদিও রাজ্যের সঙ্গে আলোচনা না করে জল ছাড়ার যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি কেন্দ্রীয় মন্ত্রী।
- Oct 04, 2025 20:00 IST
Kolkata News Live Updates: প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী পাঠানোর দাবি জানিয়ে নরেন্দ্র মোদীকে চিঠি লিখল এসএফআই
প্যালেস্তাইনে যা হচ্ছে, তা মানবতার সঙ্কট। শুধু নির্বিচার বোমাবর্ষণ করে একটা সভ্যতাকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টাই নয়, এখন খাবার ও অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে প্যালেস্তাইনে পৌঁছতে চাওয়া ফ্লোটিলাগুলোকেও বাজেয়াপ্ত করছে ইজরায়েল। প্যালেস্তাইনের শিশুরা যাতে অভুক্ত থেকে মারা যায়, তার ব্যবস্থা করছে জায়নবাদী নেতানিয়াহুর সরকার। ইতিমধ্যেই যার প্রতিবাদে পৃথিবী জুড়ে পথে নেমেছে কোটি কোটি মানুষ।
ভারতের দীর্ঘ ঐতিহ্য আছে প্যালেস্তাইনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের। এই সঙ্কটে ভারত সরকার এগিয়ে আসুক, খাদ্যসামগ্রী সহ অন্যান্য ত্রাণ পাঠাক প্যালেস্তাইনে, এই দাবি জানিয়ে আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে এসএফআই। তারা জানিয়েছে, এই উদ্যোগে ভারত সরকারকে সাহায্য করতে মানুষের কাছে যাবে তাদের কয়েক লক্ষ কর্মী। যাবতীয় বিরোধ ভুলে মানবতার পক্ষে অবস্থান নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছে এসএফআই।
- Oct 04, 2025 15:07 IST
Kolkata News Live Updates:বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ!
মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে বোমা বাঁধার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বোমা বিস্ফোরণের পর থেকে ওসমান শেখ নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। যদিও ওসমানের পরিবার দাবি করছে, তিনি ইতিমধ্যেই মৃত। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে তিন বালতি ভর্তি তাজা বোমা, বোমা তৈরির সরঞ্জাম এবং রক্তের চিহ্ন দেখতে পাওয়া গিয়েছে।
বিস্তারিত পড়ুন- Bomb Explosion:বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ! নিখোঁজ ওসমান শেখকে ঘিরে সীমাহীন রহস্য রেজিনগরে
- Oct 04, 2025 13:11 IST
Kolkata News Live Updates:দেবীমূর্তি ভাঙচুরের অভিযোগ শুভেন্দু অধিকারীর
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, "গত কাল রাত্রে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে নিমতৌড়ি হাই রোড সংলগ্ন গণপতি নগরে, উত্তর নারকেলদা হাটের কাছে অনিল চাকড়ার প্রতিমা তৈরীর কারখানায় লক্ষ্মী প্রতিমা ও কালী প্রতিমা মিলিয়ে প্রায় পঞ্চাশটি প্রতিমা ভাঙচুর করেছে জেহাদিরা। প্রতিমাগুলি আসন্ন লক্ষ্মী পুজো ও কালী পুজোর জন্য তৈরী করা হচ্ছিল।
এর আগেও রাজ্যের বেশ কিছু জায়গায় জেহাদিদের দ্বারা এইরকম মুর্তি ভাংচুরের ঘটনা রাজ্যবাসী দেখেছে। আসলে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। রাজ্য সরকার ৩০ শতাংশ ভোট নিশ্চিত করার জন্য এই সব দেখেও চোখ বুজে রয়েছে, কারণ ভোট বড়ো বালাই।
আমি পুলিশ প্রশাসন কে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলব। নাহলে এই ধরনের জেহাদিদের উৎপাৎ আরোও বাড়তেই থাকবে।"গত কাল রাত্রে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি হাই রোড সংলগ্ন গণপতি নগরে, উত্তর নারকেলদা হাটের কাছে অনিল চাকড়ার প্রতিমা তৈরীর কারখানায় লক্ষ্মী প্রতিমা ও কালী প্রতিমা মিলিয়ে প্রায় পঞ্চাশটি প্রতিমা ভাঙচুর করেছে জেহাদিরা। প্রতিমাগুলি আসন্ন লক্ষ্মী পুজো ও কালী পুজোর জন্য… pic.twitter.com/4igw1serBe
— Suvendu Adhikari (@SuvenduWB) October 4, 2025 - Oct 04, 2025 12:55 IST
Kolkata News Live Updates:টয় ট্রেনে চেপে কৈলাসে ফিরলেন উমা!
দুর্গাপুজো মিটতেই বিসর্জনের পালা শুরু। চারদিন বাপের বাড়িতে কাটিয়ে ফের কৈলাসে ফিরেছেন উমা। উমার ঘরে ফেরার পালার শুরুটা হয়েছিল দশমী থেকেই। ছেলে-মেয়ে এবং বাহনদের নিয়ে ঘরে ফিরেছেন দেবী। শহর থেকে জেলা দুর্গাপ্রতিমার বিসর্জন ঘিরে ধুম পড়ে গিয়েছে। পাহাড়নগরী দার্জিলিংয়ে এবার এক অভূতপূর্ব দুর্গা নিরঞ্জনের সাক্ষী থাকল।
বিস্তারিত পড়ুন- Durga Puja 2025:টয় ট্রেনে চেপে কৈলাসে ফিরলেন উমা! অভূতপূর্ব বিসর্জনের সাক্ষী দার্জিলিং
- Oct 04, 2025 11:53 IST
Kolkata News Live Updates:রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল, যান চলাচলে নিয়ন্ত্রণ, বন্ধ এই রাস্তাগুলি
পুজো শেষেও পুজোর আনন্দ! আগামিকাল ৫ অক্টোবর কলকাতার রেড রোডে, এবারের দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। শহর কলকাতা ও শহরতলির সেরার সেরা পুজোগুলি এই কার্নিভালে অংশ নেবে। যাদের কলকাতা ও কলকাতার আশেপাশের সেরা প্রতিমাগুলি দেখার সৌভাগ্য হয়নি, তারা এবার রেড রোডের এই পুজো কার্নিভালে এসে সেই সব প্রতিমা একেবারে সামনে থেকে দেখার সুযোগ পাবেন।
বিস্তারিত পড়ুন- Durga Puja Carnival:রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল, যান চলাচলে নিয়ন্ত্রণ, বন্ধ থাকবে এই রাস্তাগুলি
- Oct 04, 2025 11:30 IST
Kolkata News Live Updates:পুজোর চার দিনে কোটি কোটি টাকার মদ বিক্রি
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই উৎসবে রাজ্যের অন্যান্য জেলার থেকে মদ বিক্রিতে প্রথম সারিতে পূর্ব মেদিনীপুর জেলা। এবছর ষষ্ঠী থেকে নবমী চার দিনে জেলায় রেকর্ড পরিমানের মদ বিক্রি হয়েছে। এই এম এল বিক্রি হয়েছে ৩২০৫০৯.৭২ লিটার, এফ এল ২০২৬৫৫.৮৫ লিটার এবং বিয়ার ২৮৪২০৫.৩৯ লিটার। বিদেশিকে টেক্কা দিলো আই এম এল দেশিয় মদ। চারদিনে মোট মদ বিক্রি থেকে উপার্জন ৩৩৮৬৯৭১৯৭.০২ টাকা।
বিস্তারিত পড়ুন- liquor sales:পুজোর চার দিনে ৩৩ কোটি টাকার মদ বিক্রি, রাজ্যে নজির গড়ল এই জেলা
- Oct 04, 2025 09:28 IST
Kolkata News Live Updates:রবিবার পুজো কার্নিভালে রাতেও চলবে মেট্রো
আগামিকাল ৫ অক্টোবর এবারের দুর্গাপুজোর কার্নিভাল। এই কার্নিভালের জন্য রবিবার কলকাতা মেট্রোরেলের ব্লু লাইন ও গ্রিন লাইনে বিশেষ পরিষেবা মিলবে। উভয় লাইনে ৬টি অতিরিক্ত ট্রেন (৩টি আপ এবং ৩টি ডাউন) ২০ মিনিট অন্তরে চলবে। যাত্রীদের সুবিধার্থে এই তৎপরতা নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro: রবিবার পুজো কার্নিভালে রাতেও চলবে মেট্রো, যাত্রীদের সুবিধার্থে বাম্পার পরিষেবা!
- Oct 04, 2025 09:27 IST
Kolkata News Live Updates: দুর্যোগ চলবে কতদিন?
দুর্গাপুজো মিটলেও নিম্নচাপের চোখ রাঙানি কমেনি। এবার এই নিম্নচাপের জেরে শনিবারও জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কতদিন পর্যন্ত চলবে এই দুর্যোগ? কেমন থাকবে লক্ষ্মীপুজোর আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
বিস্তারিত পড়ুন- weather forecast kolkata: নিম্নচাপের চোখরাঙানি জারি! আজ ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? দুর্যোগ চলবে কতদিন?