Go-Back Slogan To Dilip Ghosh: প্রাতর্ভ্রমণ সেরে দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে 'চায়ে পে চর্চা'য় যোগ দিতে গিয়েছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তখন সবে মাত্র পৌঁছেছেন পদ্ম শিবিরের 'ডাকাবুকো' এই নেতা। তারপরই হইহইকাণ্ড। দিলীপ ঘোষকে দেখেই 'গো ব্যাক' স্লোগান তুললেন একদল মহিলা সহ বেশ কয়েকজন। পাল্টা ওঠে ওঠে 'জয় বাংলা' স্লোগানও। সাময়িক উত্তেজনা ছড়ায়।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা দিলীপ ঘোষকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যান। কিন্তু তার মধ্যেই বিজেপি কর্মীদের সঙ্গে 'ভাইপো চোর, পিসি চোর, তৃণমূলের সবাই চোর' স্লোগান দিতে দিতে এলাকা ছাড়েন দিলীপ। এসবের মধ্যেই এলাকায় পৌঁছায় পুলিশবাহিনী। দুই দলের ধস্তাধস্তি থামাতে হিমশিম খেতে হয় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশকে। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। পরে বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান।
আরও পড়ুন- Mamata Banerjee: ‘সব ছবি আছে, শুধু সামনে আনব’, বিজেপির সৌমিত্রকে ল্যাজেগোবরে করতে হুঁশিয়ারি মমতার!
দিলীপ ঘোষের অভিযোগ বিক্ষোভকারীরা তৃণমূলের অনুগামী। আর যারা দিলীপকে লক্ষ্য করে স্লোগান দিয়েছিলেন তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে দিলীপ ঘোষকে নালিশ জানাতে এসেছিলেন। কিন্তু বিজেপি প্রার্থী তাঁদের সঙ্গে কথা বলতে অস্বাকার করেন।
আরও পড়ুন- Mamata-Modi: ‘আহত বাঘ সাংঘাতিক’, মোদীর ঝাঁঝালো হুঙ্কারের পাল্টা আগুনে জবাব মমতার!
পাল্টা দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য ওদের কিছু মহিলা এসেছিলেন ঝামেলা করতে। আর কিছু করতে পারবেন না।'
আরও পড়ুন- Bhupatinagar NIA Investigation: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার বড় পদক্ষেপ এনআইএ-র, আজই হেস্তনেস্ত?