Advertisment

Kali Puja 2024: পুজোর আগে মায়ের স্বপ্নাদেশ! বধূ পুকুরে নামতেই পায়ে ঠেকল কালী মূর্তি, রোমহর্ষক কাণ্ড কাটোয়ার গ্রামে

Goddess Kali idol: উদ্ধার হওয়া কালী মূর্তিটি প্রায় ১৫ ইঞ্চি লম্বা। সেটি সোনার মূর্তি বলে গ্রামবাসীরা ভেবে বসেন। পরে এক স্বর্ণকারকে দিয়ে মূর্তিটি পরীক্ষা করানোর পর মূর্তিটি পিতলের বলে পুলিশ নিশ্চিত হয়।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Goddess Kali Idol: স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে উদ্ধার কালী মূর্তি

Goddess Kali Idol: স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে উদ্ধার কালী মূর্তি

Goddess Kali idol: কালীপুজোর আগেই স্বপ্নাদেশ স্বয়ং কালী মায়ের। আর সেই স্বপ্নাদেশ মেনে পুকুর নেমে ধাতুর কালী মূর্তিকে উদ্ধার করলেন গৃহবধূ ঋতু মাঝি। এই ঘটনাকে কেন্দ্রকরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া গোয়াই গ্রামের। উদ্ধার হওয়া কালী মূর্তিটি প্রায় ১৫ ইঞ্চি লম্বা। সেটি সোনার মূর্তি বলে গ্রামবাসীরা ভেবে বসেন। পরে এক স্বর্ণকারকে দিয়ে মূর্তিটি পরীক্ষা করানোর পর মূর্তিটি পিতলের বলে পুলিশ নিশ্চিত হয়। মূর্তিটি এখন গ্রামের একটি মন্দিরে রাখা রয়েছে। কালীপুজোর দিন ঘটা করে এই দেবী মূর্তির পুজো করার জন্য  প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন গোয়াই গ্রামের বাসিন্দারা। 

Advertisment

কাটোয়ার গোয়াই গ্রামের বসবাস করেন গৃহবধূ ঋতু মাঝি ও তাঁর পরিবার। ঋতু মাঝির দাবি, “সম্প্রতি মা কালী স্বপ্নে আমাকে দেখা দেয়। মা কালী আমাকে বলেন, আমি গোয়াই গ্রামের ’টিবি পুকুরে’পড়ে  রয়েছি। আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যা।“ ঋতু মাঝি বলেন, দেবী কালী মায়ের এমন স্বপ্নাদেশ পেয়ে তিনি ভয়ও পান,আবার বিচলিতও হয়ে পড়েন। 

ভয় পাওয়ার কারণ হিসাবে ঋতু মাঝি বলেন, 'আমার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। মেয়েকে নিয়ে আমি একাই বাড়িতে থাকি। তাই কি করব বুঝে উঠতে পারছিলাম না। আবার কালী মায়ের নির্দেশের কথাও অমান্য করার স্পর্ধা দেখাতে পারছিলাম না। এসব নিয়েই মনে একটা ভয় ভীতি তৈরি হওয়ায় কয়েকদিন পুকুরের ধারে কাছে যাইনি। শেষমেশ মন শক্ত করে কালী মায়ের নাম জপতে জপতে সোমবার সকালে টিবি পুকুরে স্নান করতে নামি। তখনই আমার পায়ে  বস্তুর মতো একটা কিছু ঠেকে। ডুব দিয়ে সেটিকে হাত করে তুলে দেখি একটি কালী মূর্তি। প্রথমদিকে মূর্তিটি দেখে মনে হয়েছিল সেটি সোনার কালী মূর্তি। পরে পুলিশ বাবুরা জানান, মূর্তিটি সোনার নয়, পিতলের।' 

আরও পড়ুন তাঁর আশীর্বাদে এলাকায় নাকি বেকার নেই, রক্ষাকালী মাতার আরও মহিমা জানলে অবাক হবেন!

এদিকে কালী পুজোর তিন দিন আগে কালী মূর্তি উদ্ধার হওয়ার খবর চাউর হতেই গ্রামজুড়ে শোরগোল পড়ে যায়। মূর্তিটি দেখতে গোয়াই গ্রাম-সহ আশপাশের গ্রামেরও প্রচুর মানুষজন ভিড় জমান। সবার দর্শনের জন্য মূর্তিটিকে গোয়াই গ্রামের একটি মনসা মন্দিরে নিয়ে গিয়ে রাখা হয়। কালীপুজোর আগে কালী মায়ের মূর্তি  মেলায় খুশি গ্রামবাসীরা। গ্রামবাসী তথা ঋতু মাঝির আত্মীয় কাজল মাঝি বলেন, “কালী পুজোর দিন গ্রামের মন্দিরে আমরা কালী মায়ের এই মূর্তিটি প্রতিষ্ঠা  করব। ধুমধাম করে পুজো হবে কালী মায়ের“। 

আরও পড়ুন মায়ের চক্ষুদানের সাক্ষী থাকলেই মানত হয় পূর্ণ! দেবীর স্বপ্নাদেশে শুরু এই কালীপুজো

Kali Puja West Bengal Katwa Maha Kali Puja 2024 Kali Puja 2024
Advertisment