Advertisment

Kali Puja 2024: মায়ের চক্ষুদানের সাক্ষী থাকলেই মানত হয় পূর্ণ! দেবীর স্বপ্নাদেশে শুরু এই কালীপুজো

Kali Puja 2024: আড়াইশো বছরের পুরনো এই কালীপুজোকে কেন্দ্র করে এলাকায় বহু মিথ প্রচিলত রয়েছে। এপুজোয় যিনি মৃৎশিল্পী তিনিই সেবাইত।

author-image
Madhumita Dey
New Update
kali puja 2024,Malda,Maldah,gazole,কালীপুজো ২০২৪,মালদা,গাজোল

Kali Puja 2024: গাজোলের চৌধুরী বাড়ির কালীমাতা।

Kali Puja 2024: কার্তিক মাসের অমাবস্যার তিথিতে দেবী কালী মায়ের চক্ষুদান পর্ব আচমকা যিনি দেখতে পান, তিনি নাকি হয়ে ওঠেন সৌভাগ্যের রাজা। যদিও দেবী কালীমাতার এই চক্ষুদান পর্ব দেখার নিয়ম নেই। তবুও আকস্মিকভাবে যদি কখনও পুজো চলাকালীন ভক্তদের নজরে আসে চক্ষুদানের বিষয়টি, সেই মুহূর্তেই কালী মায়ের কাছে যা মানত করা যায়, এক মাসের মধ্যেই ফল পান ভক্তেরা। প্রায় ২৫০ বছরের মালদার গাজোলের চৌধুরী জমিদার বাড়ির কালীপুজোর (Kali Puja 2024) এমনই গল্প প্রচলিত রয়েছে।  

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যিনি মৃৎশিল্পী তিনিই আবার সেবাইত। যদিও গাজোলের জমিদার বাড়ির কালীপুজো এখন সার্বজনীন হয়ে উঠেছে। গাজোল হাটের এক সময়ের জমিদার রামানন্দ চৌধুরীর পরিবারের পুজো এখন সার্বজনীন হয়ে উঠেছে। প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে জাঁকজমকভাবে গাজোল হাটে আদি শ্যামাকালী দেবীর ধুমধাম করে পুজো হয়।

র এই পুজোকে ঘিরে প্রতি বছরই ভক্তদের সমাগম ব্যাপক হারে বেড়েই চলেছে। কথিত আছে, আদি শ্যামা কালী মায়ের কাছে মন ভরে মনস্কামনা করলে, তা পূরণ হয়। আর ভক্তদের মনস্কামনা পূরণ হওয়ার কারণেই ভিড় বাড়ছে গাজোল হাটের শ্যামা কালী পুজোয়। 

আরও পড়ুন- West Bengal Weather Update: আবহাওয়ায় তুমুল বদল আগামিকালই? কালীপুজোয় প্রবল বৃষ্টি? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট

আরও পড়ুন- Fire in Kolkata: কলকাতায় ফের বিধ্বংসী আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সংশ্লিষ্ট মন্দিরের সেবাইত আমান কুমার ঝাঁ জানিয়েছেন, জমিদার রামনন্দ চৌধুরী পারিবারিক আদি কালীপুজোটি গাজোল হাট এলাকায় অনুষ্ঠিত হতো। বর্তমানে মালদার গাজোল হাট কমিটি উদ্যোগে আদি শ্যামাকালী পুজোটি হয়ে আসছে। তন্ত্র মতে এই পুজো হয়ে থাকে। অমাবস্যার মধ্যরাতে পুজোটি হয় এবং এই মায়ের মূর্তি অমাবস্যার দিনে বানিয়ে মাকে চক্ষুদান করা হয়।

আরও পড়ুন- great teacher:অদম্য জেদ আর অফুরান ইচ্ছাশক্তিতে বেনজির কীর্তি! অবসরপ্রাপ্ত তিন শিক্ষকের এগল্প প্রেরণা দেবে!

সেবাইত আমান ঝাঁ ও তার পরিবারের সদস্যরা নিজের বাড়িতেই দেবী মূর্তি বানান। তারপর সেখান থেকে মাকে ঘাড়ে করে নিয়ে এসে বেদীতে বসানো হয়। এরপর অমাবস্যা মধ্যরাতে মায়ের পুজো হয়। এই পুজোতে কয়েকশো পাঁঠাবলির প্রচলন রয়েছে।

আরও পড়ুন- Tanmay Bhattacharya Suspended: মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ, তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করল সিপিএম

বর্তমানে পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন, বহু বছর আগে দেবী মায়ের স্বপ্নাদেশে জমিদার রামানন্দ চৌধুরী এই কালী পুজোর শুরু করেছিলেন। বর্তমানে জমিদারের বংশধরেরা আর এখানে কেউ থাকেন না । ফলে এই পুজো এখন সার্বজনীন হয়ে উঠেছে। এলাকার একটি দীঘিতে প্রাচীন নিয়ম মেনে দেবী মূর্তির বিসর্জন দেওয়া হয়। 

Malda Maldah Kalipuja 2024
Advertisment