মায়ের মৃত্যুর তিন দিনের মাথায় দুর্গাপুজোতেই সব শেষ, ছটফট করতে করতে মণ্ডপের কাছেই মৃত্যু ছেলেরও

দুর্গা প্রতিমা নিরঞ্জন চলার সময়ে মণ্ডপে মাইক খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

দুর্গা প্রতিমা নিরঞ্জন চলার সময়ে মণ্ডপে মাইক খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Burdwan Deadbody Found

West Bengal News Live: পড়ুন টাটকা খবরের গুরুত্বপূর্ণ আপডেট

দুর্গা প্রতিমা নিরঞ্জন চলার সময়ে মণ্ডপে মাইক খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

Advertisment

শুক্রবার বৈকাল পৌনে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার চকদিঘী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপিকান্তপুর গ্রামের পুজো মণ্ডপে। জানা গিয়েছে মৃতের নাম অচিন্ত্য পাল (৫০)। তাঁর বাড়ি ওই গ্রাম পঞ্চায়েত এলাকার শেরগড় গ্রামে। মায়ের মৃত্যুর তিন দিনের  মাথায় ছেলে অচিন্ত্যর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,অচিন্ত্য পাল পেশায় ছিলেন ইলেকট্রিক ব্যবসায়ী। অন্যান বছরের মতো এ বছরও তিনি চকদিঘীর গোপিকান্তপুর গ্রামের দুর্গা পুজায় মাইক ভাড়া দিয়েছিলেন। গ্রামের মানুষজন শুক্রবার দুপুরে মণ্ডপ থেকে দুর্গা প্রতিমা নামিয়ে তা বিসর্জনের জন্য এলাকার জলাশয়ে পৌছান।

Advertisment

গ্রামের বাসিন্দা তথা প্রাক্তন পঞ্চায়েত  প্রধান গৌরসুন্দর মণ্ডল বলেন, এদিন দুপুরে গ্রামের সবাই প্রতিমা নিরঞ্জনে ব্যস্ত ছিলেন। ওই সময়ে অচিন্ত্য মণ্ডপ ও আশেপাশের লাগানো মাইক খুলতে আসেন। মাইক খোলার সময় কোনভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ঠ হন। মণ্ডপের কাছে পিঠে থাকা কয়েকজন জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করেন। তারা দ্রত অচিন্ত্যকে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয় নি। 

মৃতর ছেলে সুমন পাল জানিয়েছেন, চলতি বছর দুর্গা পুজোর সময় পরিবারে যে একের পর এক এমন অঘটন ঘটবে তা কল্পনাও করতে পারিনি। মাত্র তিন দিন আগে আমার ঠাকুমা মারা যান। বাবাই ঠাকুমার মুখাগ্নি করে। আর এদিন মণ্ডপের মাইক খুলতে গিয়ে বাবা বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা গেলেন। আমরা অনাথ হয়ে পড়লাম। 

আরও পড়ুন- কবে হবে বাংলায় বিজেপির বিসর্জন? একাদশীতেই দিণক্ষণ জানিয়ে দিলেন অভিষেক

burdwan NEWS