/indian-express-bangla/media/media_files/2025/06/09/wfD77VH2mwbssdRUhXyR.jpg)
Kumki elephant: প্রতীকী ছবি।
Gorumara National Park-Kumki elephant: এককথায় এ এক নজিরবিহীন দৃষ্টান্ত তৈরি হয়ে গেল। মাতৃত্বকালীন ছুটি পেল মা কুনকি হাতি। পশ্চিমবঙ্গ সরকারের বনদফতর এখন রীতিমতো সতর্ক ওই মা কুনকি হাতির চিকিৎসা নিয়ে। চিকিৎসকের পরামর্শ মেনেই আপাতত বনদফতরের কোনও কাজে নিযুক্ত করা হচ্ছে না ওই হাতিটিকে। তার পরিচর্যায় রীতিমতো রাজকীয় ব্যবস্থা করা হয়েছে। কুনকি হাতি রামি ও তার শিশুকে নিয়ে গরুমারা জাতীয় উদ্যানে এখন রীতিমতো আনন্দের সময়।
গত বৃহস্পতিবার গরুমারা জাতীয় উদ্যানে বনদফতরের কুনকি হাতি রামি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। বর্তমানে মা এবং শিশু হাতি দু'জনেই সম্পূর্ণ রূপে সুস্থ রয়েছে। কুনকি হাতি রামি বনদফতরের কর্মী। তাই সরকারি বিধি মেনেই তাকে দেওয়া হয়েছে মাতৃত্বকালীন ছুটি। আর এই ছুটির সময়টিতে চিকিৎসকদের যাবতীয় পরামর্শ মেনে বনদফতরের কর্মীরাই রামির দেখাশোনা করছেন। তাকে দেওয়া হচ্ছে তার পছন্দসই খাবার। বনদফতর সূত্রে জানা গিয়েছে, গরুমারা জাতীয় উদ্যানে কুনকি হাতি রামিকে তার পছন্দের গুড়-জল অন্যান্য ফলমূলের পাশাপাশি কচি কলাগাছ দেওয়া হচ্ছে।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুরের জঙ্গল থেকে জলদাপাড়ায় আনা হয় ওই হাতিটিকে। পরবর্তী সময়ে তার স্থায়ী ঠিকানা হয় গরুমারা জাতীয় উদ্যান। আগাগোড়া এই হাতিটিকে প্রশিক্ষণ দিয়ে ধীরে ধীরে অত্যন্ত দক্ষ করে তোলেন বনকর্মীরা। পরবর্তী সময়ে এই কুনকি হাতিকে দিয়ে জঙ্গল পাহারার কাজও শুরু হয়।
আরও পড়ুন- Kolkata News Live Live Updates: আজই কেষ্ট-ভূমে শুভেন্দু, বোলপুরে 'নারী সম্মান যাত্রা' BJP-র
এর আগে বনদফতরের একাধিক অপারেশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে রামিকে। বছরখানেক আগে তার সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি নজরে আসে বনকর্মীদের। রামি যে গর্ভবতী এটা জানার পর থেকেই তার প্রতি বিশেষ যত্ন নেওয়া শুরু করে দেওয়া হয়।
গত বৃহস্পতিবারই রামি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছে। তারপরেই রামিকে মাতৃত্বকালীন ছুটি দিয়েছে বনদফতর। বনকর্তারা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মেনেই রামির দেখাশোনা চলছে এবং যাবতীয় ওষুধ তাকে দেওয়া হচ্ছে। আপাতত নিজের সন্তানের সঙ্গেই সময় কাটাবে রামি। পরবর্তী সময়ে চিকিৎসকরা তার শারীরিক পরিস্থিতির বিচার করে সবুজ সংকেত দিলে আবারও রামিকে কাজে ফেরানো হবে।