/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/kol-weather-feature-3.jpg)
West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমে হাঁসফাঁস দশা।
Kolkata Weather Forecast: উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি এখনও অধরা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভ্যাপসা অস্বস্তিকর গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী দিন কয়েকের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলার তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। এক কথায় দক্ষিণবঙ্গে গরমের ব্যাপকতা আরও বাড়ার সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে কবে? জানুন লেটেস্ট আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকে পড়লেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষার বৃষ্টি অধরাই রয়ে গিয়েছে। মাঝে কোনও কোনও সময়ে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও ফের বাড়ছে অসহনীয় গরমের পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। বরং আগামী কয়েকদিন গরমের অসহনীয় পরিবেশ থাকবে কলকাতা-সহ হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমের মতো জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও অসহ্যকর গরম দুর্ভোগ বাড়াবে।
তবে আজ সোমবার বিক্ষিপ্তভাবে রাজ্যের উপকূলের কয়েকটি জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বুধবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হাওয়া বদল হতে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বুধবার বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনার রয়েছে।
দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে কবে?
এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও পর্যন্ত দিতে পারেননি আবহাওয়াবিদরা। বরং দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার পরিস্থিতি নির্ভর করছে বঙ্গোপসাগরের নিম্নচাপের ওপর। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তারই হাত ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রবেশ ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।। আগে ভাবা হয়েছিল জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বর্ষার প্রবেশ ঘটতে পারে দক্ষিণবঙ্গে। তবে এখন দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের সময় আরও দীর্ঘায়িত হতে পারে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে জুন মাসের তৃতীয় সপ্তাহের মাঝামাঝি কিংবা শেষের দিকে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে।
কলকাতার ওয়েদার আপডেট
অস্বস্তিকর ভ্যাপসা গরম রয়েছে শহর কলকাতাতেও। আগামী কয়েকদিনে তিলোত্তমা মহানগরীতে গরমের দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার বিকেলের দিকে কলকাতা শহরেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতাতেও আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে। আজও উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।