Advertisment

Governor on West Bengal Economy: 'ভেঙে পড়েছে বাংলার অর্থনীতি', রাজ্যকে দুষে শ্বেতপত্র চাইলেন রাজ্যপাল

CV Ananda Bose: এর আগেও নানা বিষয়ে রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। অতি সম্প্রতি নতুন বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে ওঠে। নতুন বিধায়করা রাজভবনে গিয়ে শপথ নিতে রাজি হননি। রাজ্য বিধানসভায় তাঁরা শপথ নিয়েছেন। নতুন বিধায়কদের শপথ 'অনৈতিক' বলেও মন্তব্য করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

author-image
IE Bangla Web Desk
New Update
police filed case against 3 on cv ananda bose moletation controversy case

CV Ananda Bose: রাজ্যপাল সিভি আনন্দ বোস।

CV Ananda Bose on West Bengal Economy: রাজ্যের সঙ্গে সংঘাত আরও বাড়ালেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গের অর্থনীতি ভেঙে পড়েছে বলে মন্তব্য করে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। তবে রাজ্যপালের এহেন মন্তব্যেরও কড়া জবাব দিয়েছে শাসকদল তৃণমূল। ফের একবার রাজ্যপালকে BJP-র এজেন্ট বলে তোপ দেগেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।

Advertisment

সংবাদসংস্থা ANI-কে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আন্দ বোস বলেন, "সরকারের কার্যকারিতা ভারতের সংবিধানের মধ্যে রয়েছে তা তদারকি করা রাজ্যপালের দায়িত্ব… আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আর্থিক ব্যবস্থাপনায় অনেক ত্রুটি রয়েছে। এটি এমন একটি মতামত যা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের মতো সংস্থার বিশ্লেষণ থেকে এসেছে।"

তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গে আর্থিক মন্দা দেখা দিয়েছে…দারিদ্র্য দূরীকরণের তহবিল অন্যান্য উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। আমি একটি শ্বেতপত্র চেয়েছি। কারণ আমি রাজ্যে আর্থিক বিপর্যয় খুঁজে পেয়েছি…আমি প্রকৃত অবস্থা দেখতে চাই। যে কোনও বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে তথ্য চাওয়া রাজ্যপালের দায়িত্ব। আমি এটার জন্য অপেক্ষা করব। যদি আসে ভালো। যদি এটি না আসে, তবে এর জন্য আমার কাছে উপায় আছে…।"

এদিকে রাজ্যপালের এহেন মন্তব্যের কড়া জবাব দিয়েছে শাসকদল তৃণমূল। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, "রাজ্য সরকার চালানোর জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত। তাঁকে সহযোগিতা করতে বাধ্য রাজ্যপাল। রাজ্যপালের নিয়োগ হয় রাষ্ট্রপতির মাধ্যমে, প্রধানমন্ত্রীর মাধ্যমে নয়। রাজ্যপাল এটাই ভুলে গেছেন। উনি সবসময় এটাই মনে করেন যে তাঁকে BJP-র সুরে কথা বলতে হবে। উনি যে BJP-র এজেন্ট সেটা বারবার প্রমাণ করছেন।"

আরও পড়ুন- Kolkata News: ভ্রমণপিপাসুরা এই খবর এখনই পড়ুন! সতর্ক না হলে সর্বশান্ত হবেন

উল্লেখ্য, এর আগেও নানা বিষয়ে রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। অতি সম্প্রতি নতুন বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে ওঠে। নতুন বিধায়করা রাজভবনে গিয়ে শপথ নিতে রাজি হননি। রাজ্য বিধানসভায় তাঁরা শপথ নিয়েছেন। নতুন বিধায়কদের শপথ 'অনৈতিক' বলেও মন্তব্য করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপাতত সেই পর্ব ঠান্ডা হতেই ফের একবার রাজ্যকে তেড়েফুঁড়ে আক্রমণ রাজ্যপালের।

আরও পড়ুন- West Bengal Weather Update: আরও বাড়বে দুর্যোগ! ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

Mamata Banerjee economy West Bengal cv ananda bose
Advertisment