বিবাদ এড়িয়ে এবার রাজ্যের ডাকে সাড়া রাজ্যপালের। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ সংক্রান্ত জট কাটাতে রাজভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে পরপর দু'দিন গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতেই রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এদিন পদত্যাগপত্র তুলে দিলেন আচার্য সিভি আনন্দ বোসের কাছে। রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রত্যেকের তিন মাসের জন্য কাজের মেয়াদ বাড়িয়েছেন।
রাজ্য-রাজ্যপাল সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে চর্চার মধ্যেই রাজভবনে আচার্যের কাছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উল্লেখ্য, রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। জানা গিয়েছে, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়োগপত্রে আচার্যের সই ছিল না। যা নিয়ে সুপ্রিম কোর্টে সমস্যায় পড়তে হয়েছে রাজ্য সরকারকে। শেষমেশ গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আরও পড়ুন- দফায়-দফায় গোপালকে কাঁড়ি-কাঁড়ি টাকা পাঠিয়েছেন কুন্তল, বিস্ফোরক দাবি CBI-এর
মুখ্যমন্ত্রীর নির্দেশেই এরপর রাজভবনে যান শিক্ষামন্ত্রী। সোমবার এক দফার আলোচনা হয়েছিল। মঙ্গলবার ফের এক দফার বৈঠক হয়। বৈঠক শেষে রাজ্যপাল সিভি আনন্দ বোস যে যে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়োগ নিয়ে সমস্যা ছিল তাঁদের ইস্তফাপত্র জমা নিয়েছেন। এরপর তাঁদের কাজের মেয়াদ আরও ৩ মাসের জন্য বাড়িয়েছেন রাজ্যপাল তথা আচার্য।
আরও পড়ুন- স্ক্যানারে আগেই ছিলেন, কুন্তল তাঁর নাম করতেই বিভাসের ফ্ল্যাটে ED
মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, সমস্যার সমাধান হয়ে গিয়েছে। রাজ্যপালের সম্মতিতেই নিয়োগের ক্ষেত্রে জটিলতা থাকা উপাচার্যরা ইস্তফাপত্র জমা দেন। পরে তাঁদের কাজের মেয়াদ রাজ্যপাল বাড়িয়ে দেন। রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসও শিক্ষাক্ষেত্রে দ্বন্দ্ব এড়িয়ে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন।
আরও পড়ুন- এতদিনে মিলল হৈমন্তীর হদিশ? BJP সাংসদ ‘সব’ জানাচ্ছেন CBI-ED-কে