scorecardresearch

৩ শতাংশ DA-তে খুশি নন, আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াবেন সরকারি কর্মীরা

আজই রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়।

govt employees are not happy in increasing 3 % DA
৩ শতাংশ ডিএ বৃদ্ধিতে খুশি নন সরকারি কর্মীরা।

রাজ্য সরকার ৩ শতাংশ ডিএ বাড়ালেও এতে খুশি নন ধর্মতলার শহিদ মিনার চত্বরে আন্দোলনরত সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চ। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বরং ক্ষোভে ফুঁসছেন তাঁরা। ৩ শতাংশ ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্তকে তাঁরা কোনওভাবেই মেনে নিচ্ছেন না বলে এদিন জানিয়েছেন আন্দোলনরত সরকারি কর্মীরা। ডিএ-র দাবিতে তাঁদের আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, আজই রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন চন্দ্রিমাদেবী। আগামী মাস থেকে বর্ধিত হারে এই ডিএ কার্যকর করা হবে বলেও ঘোষণা করেছেন চন্দ্রিমাদেবী। পেনশনভোগীরাও বর্ধিত হারে মহার্ঘ্যভাতা পাবেন বলে ঘোষণা করেছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন- West Bengal Budget 2023 Live Updates: রাজ্য সরকারি কর্মীরা আরও ৩ শতাংশ DA পাবেন

এদিকে, ডিএ-র দাবিতে একটানা কলকাতার ধর্মতলার শহিদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চ। আজ নিয়ে টানা ২০ দিনে পড়ল তাঁদের অবস্থান-আন্দোলন। তাঁদের অনেকে অনশনও করছেন। এদিন রাজ্য সরকারের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে কোনওভাবেই মেনে নিতে পারছেন না তাঁরা। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্র-রাজ্য ডিএ-র ফারাক ৩১ শতাংশ। মাত্র ৩ শতাংশ ডিএ বৃদ্ধিতে যারপরনাই ক্ষুব্ধ আন্দোলনরত সরকারি কর্মীরা।

এদিন ধর্মতয়া অনশনরত এক সরকারি কর্মী সংবাদমাধ্যমে বলেন, ‘মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি। আমরা অনশন চালিয়ে যাব। যতদিন বকেয়া ডিএ না পাই এভাবেই চলবে।’ আর এক অনশনকারী বলেন, ‘আমাদের অনশন আন্দোলন চলবে। যত দিন যাবে আন্দোলন বাড়বে। ৩৯ শতাংশের বদলে ৩ শতাংশ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমরা মানছি না।’

আরও পড়ুন- ব্যাঙ্কক-মালয়েশিয়া বেড়াবেন সরকারি কর্মীরা! DA-র সঙ্গে উপরি পাওনা?

এদিকে, ধর্মতলার অবস্থান আন্দেলানে সামিল হয়েছেন পেনশনভোগীদের একাংশও। তাঁদেরই একজন এদিন সংবাদমাধ্যমে বলেন, ‘এতদিন উনি বলছিলেন ওটা নাকি মামলা চলছে। এখন উনি ঘোষণা করলেন কী করে। হাস্যকর কাজ করে রাজ্যবাসীকে ছোট করবেন না।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Govt employees are not happy in increasing 3 da544965