Advertisment

ব্যাঙ্কক-মালয়েশিয়া বেড়াবেন সরকারি কর্মীরা! DA-র সঙ্গে উপরি পাওনা?

অর্থমন্ত্রীর বাজেট পেশ শেষেই সরকারি কর্মীদের সুযোগ-সুবিধা নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
govt employees can travel bangkok malasia once in 10 years says mamata

সরকারি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা মনে করালেন মুখ্যমন্ত্রী।

অর্থমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেটকে কর্মসংস্থানমুখী বলে অভিহিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট ভাষণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীদের দেওয়া সুযোগ-সুবিধার কথা এদিন ফের একবার বিধানসভার অলিন্দে দাঁড়িয়েই মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

এদিন রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও ৩ শতাংশ ডিএ-র ঘোষণা করেছেন অর্থমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য। পেনশনভোগী সরকারি কর্মীরাও অতিরিক্ত এই ৩ শতাংশ ডিএ পাবেন। আগামী মাস থেকে বর্ধিত হারে এই ডিএ কার্যকর করা হবে। এদিন চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট বক্তৃতা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- West Bengal Budget 2023 Live Updates: রাজ্য সরকারি কর্মীরা আরও ৩ শতাংশ DA পাবেন

ছোট্ট বক্তৃতায় চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেটকে কর্মসংস্থানমুখী বলে বর্ণনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'অর্থমন্ত্রীকে ধন্যবাদ। সবস্তরের মানুষকে যতটা পারা গিয়েছে সুবিধা দেওয়ার একটা চেষ্টা হয়েছে। সীমিত আর্থিক ক্ষমতায় কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও সব উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টার ছবি ধরা পড়েছে বাজেটে। এটা কর্মসংস্থানমুখী বাজেট। কোটি কোটি ছেলেমেয়েদের বিভিন্ন কাজের মাধ্যমে কর্মসংস্থান হবে।'

এরপরেই রাজ্য সরাকারি কর্মীদের চাকরিগত নানা সুযোগ সুবিধা সম্পর্কে বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'এখানকার সরকারি কর্মচারীরা ১০ বছরে ১ বার ব্যাঙ্ককে যেতে পারেন। মালয়েশিয়ায় যেতে পারেন। শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান যেতে পারেন। তাঁদের এই সব সুযোগ আছে। ৫ বছরে একবার বাইরেও যেতে পারেন।'

Mamata Banerjee West Bengal Government Employee
Advertisment