Gujrat Bridge collapses: ভয়াবহ দুর্ঘটনা! মাঝখান থেকে দু'ভাগ সেতু! নদীতে পড়ল একের পর এক যানবাহন,মৃত্যুতে হাহাকার

Gujrat Bridge collapses:র্ঘটনায় প্রাথমিক ভাবে দুজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় পুলিশসহ একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

Gujrat Bridge collapses:র্ঘটনায় প্রাথমিক ভাবে দুজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় পুলিশসহ একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Gujrat Bridge collapses, গুজরাট সেতু ভেঙে পড়া, গম্ভীরা ব্রিজ দুর্ঘটনা, আনন্দ ভডোদরা সেতু বিপর্যয়, গুজরাট মহিসাগর নদীর ব্রিজ ধস, গুজরাট ব্রিজ অ্যাক্সিডেন্ট আজ সেতু ভেঙে মৃত্যু গুজরাট, নদীতে পড়ল গাড়ি গুজরাট, গুজরাট সেতু দুর্ঘটনায় মৃত, SDRF উদ্ধার অভিযান গুজরাট, ভয়াবহ ব্রিজ দুর্ঘটনা, বিরোধীদের তোপ গুজরাট দুর্ঘটনা, গুজরাটে কংগ্রেসের প্রতিক্রিয়া, গুজরাট সরকারের গাফিলতি অভিযোগ

ভয়াবহ দুর্ঘটনা! মাঝখান থেকে দু'ভাগ সেতু!

Gujrat Bridge collapses: ভয়াবহ দুর্ঘটনা! মাঝখান থেকে দুভাগ সেতু! নদীতে পড়ল একের পর এক যানবাহন। এই দুর্ঘটনায় প্রাথমিক ভাবে দুজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় পুলিশসহ একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

Advertisment

সরকারি তথ্য অনুযায়ী, গম্ভীরা সেতুর দুটি পিলারের মধ্যবর্তী অংশ ধসে পড়ে যায়, যার ফলে দুটি ট্রাক, দুটি ইকো ভ্যান এবং একটি পিকআপ ভ্যান নদীতে পড়ে যায়। স্থানীয় প্রশাসন সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। উদ্ধার অভিযানের সময় পাঁচজনকে উদ্ধার করা হয়।

Advertisment

উত্তাল রাজপথ, সৃজনের সঙ্গে তুমুল ধস্তাধস্তি পুলিশের, কলকাতায় ধুন্ধুমার

উল্লেখ্য, এই সেতুটি আনন্দ এবং ভাদোদরা সংযোগকারী মূল সেতু । সেতু বিপর্যয়ের ফলে দুই জেলার মধ্যে চলাচলকারী লক্ষ লক্ষ যানবাহন ক্ষতিগ্রস্ত হবে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭.৩০টা নাগাদ রাজ্য সড়কের উপর থাকা গম্ভীরা সেতুর একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। ভেঙে পড়া অংশ দিয়ে তখনই পারাপার করছিল  দুটি ট্রাক এবং দুটি পিক ভ্যান সোজা নদীর জলে পড়ে যায়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে,“এখনও পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ জারি রয়েছে। কয়েকজনের নদীতে আটকে থাকার সম্ভাবনা রয়েছে।”

গুজরাটে সেতু দুর্ঘটনা নিয়ে বিজেপি সরকারকে নিশানা করেছে তৃণমূল। TMC নেতা অরূপ চক্রবর্তী সোশ্যাল মিডিয়া এক পোস্টে লিখেছেন, "এত বিকাশের চাপ নিতে পারেনি গুজরাত । ইতিমধ্যেই মৃত ৩ জন, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

আচ্ছা একেই কি "না খাউঙ্গা, না খানে দুঙ্গা" মডেল বলা হয়? এটি 'অ্যাক্ট অফ গড' নাকি এটি 'অ্যাক্ট অফ ফ্রড'? মাননীয় শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, অমিত মালব্য এবং শুভেন্দু অধিকারী মহাশয়। এই নিয়ে একটা পোস্ট হবে নাকি"?
Bridge Collapse gujrat