West Bengal News updates: আরজি করে চিকিৎসক খুন-ধর্ষণ মামলায় নয়া মোড়, হাইকোর্টের দ্বারস্থ সঞ্জয় রায়

West Bengal News updates July 9 2025: রাজ্য তথা দেশের সব বড় খবরের টাটকা আপডেট পড়ুন। রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বড় খবরের আপডেট জানুন।

West Bengal News updates July 9 2025: রাজ্য তথা দেশের সব বড় খবরের টাটকা আপডেট পড়ুন। রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বড় খবরের আপডেট জানুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Sealdah Court rg kar case Verdict, rg kar incident, rg kar case, rg kar case latest news, rg kar case verdict, kolkata rg kar case,sanjay roy,আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা,সঞ্জয় রায়

News in Bengal Updates: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata updates July 9 2025: আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় বেকসুর খালাসের আবেদন সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের। নিম্ন আদালতের রায়ে আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এবার ওই মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সঞ্জয় রায়। খুন ও ধর্ষণের মামলায় বেকসুর খালাসের আবেদন দোষী সঞ্জয়ের। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে সঞ্জয়ের আবেদনের শুনানি হবে।

Advertisment

ভয়াবহ দুর্ঘটনা! মাঝখান থেকে দুভাগ সেতু! নদীতে পড়ল একের পর এক যানবাহন । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। আহত হয়েছেন আরও ৫ জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় পুলিশসহ একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে।  সরকারি তথ্য অনুযায়ী, গম্ভীরা সেতুর দুটি পিলারের মধ্যবর্তী অংশ ধসে পড়ে যায়, যার ফলে দুটি ট্রাক, দুটি ইকো ভ্যান এবং একটি পিকআপ ভ্যান নদীতে পড়ে যায়। স্থানীয় প্রশাসন সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। উদ্ধার অভিযানের সময় পাঁচজনকে উদ্ধার করা হয়। এবিষয়ে জেলাশাসক  অনিল ধামেলিয়া ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, "আমরা সামান্য আহত পাঁচজনকে উদ্ধার করেছি এবং দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে সেতুর একটি অংশ হঠাৎ ভেঙে পড়ার পর দুটি ট্রাক, একটি ইকো ভ্যান, একটি পিকআপ ভ্যান এবং একটি অটোরিকশা নদীতে পড়ে গেছে।"

বঙ্গ বিজেপিতে দিলীপের 'গ্রেট কামব্যাক' সময়ের অপেক্ষা? আচমকা দিল্লি যাত্রায় সীমাহীন জল্পনা

Advertisment

রাজস্থানে ভয়াবহ বিমান দুর্ঘটনা।  চুরু জেলার রতনগড় শহরের কাছে সেনা বাহিনীর একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। 'ভানুদা' গ্রামের কাছে একটি যুদ্ধবিমানের ভেঙে পড়ার খবরে ছড়িয়ে পড়ে তুমুল চাঞ্চল্য। পুলিশ ও প্রশাসনে তরফে বিশেষজ্ঞ দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। যুদ্ধবিমানটি সেনাবাহিনীর বলে জানা গেছে।গ্রামবাসীদের তথ্য অনুসারে, আকাশে বিকট শব্দের পর মাঠে আগুন এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। দুর্ঘটনাস্থলে ফাইটার জেটের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পাওয়া গেছে। জেলাশাসক অভিষেক সুরানা এবং স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রওনা হয়েছেন। সেনাবাহিনীর উদ্ধারকারী দলও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে যাতে ঘটনাস্থলটি সিল করে তদন্ত শুরু করা যায়। গ্রামবাসীরা জানিয়েছেন যে বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই মাঠে আগুন লেগে যায়,  গ্রামবাসীরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে।

আরও পড়ুন- Adhir Chowdhury: 'ওটা পিকনিক দিবস', তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচিকে কটাক্ষ করে মারাত্মক অভিযোগ অধীরের

আরও পড়ুন-TMC দাপুটে নেত্রীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর অভিযোগে গ্রেফতার কে? জানলে চমকে যাবেন!

  • Jul 09, 2025 21:34 IST

    West Bengal News Live updates: টাটা গোষ্ঠীর কর্ণধারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

    বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন টাটা গোষ্ঠীর কর্ণধার এন চন্দ্রশেখরণ। স্বাভাবিকভাবেই হঠাৎ করে টাটা গোষ্ঠীর শীর্ষকর্তার এই বঙ্গ সফর ঘিরে চূড়ান্ত জল্পনা তৈরি হয়েছে। তবে কি ফের বাংলায় বড়সড় কোনও বিনিয়োগ পরিকল্পনা নিয়েছে প্রয়াত রতন টাটার গোষ্ঠী? জল্পনা বাড়ছে।

    বিস্তারিত পড়ুন- নবান্নে টাটা গোষ্ঠীর কর্ণধার চন্দ্রশেখরণের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, আশার পারদ চড়ছে!



  • Jul 09, 2025 19:29 IST

    West Bengal News Live updates: TMCP ছাত্রনেতার 'কুকীর্তি' প্রকাশ্যে

    কসবার ল' কলেজের ভিতরে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা এখনও রীতিমতো চর্চায় রয়েছে। গণধর্ষণে প্রধান অভিযুক্ত TMCP ছাত্রনেতা মনোজিৎ মিশ্র ওই কলেজেরই প্রাক্তনী ও ঘটনার পরের বেশ কয়েকদিন পর্যন্ত ওই কলেজেরই অস্থায়ী কর্মী ছিলেন। এবার খাস কলকাতা শহরের আরও এক আইন কলেজের একটি ভিডিও প্রকাশ্যে এনেছে BJP। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই ভিডিও-য় দেখা যাচ্ছে কলেজের একটি ক্লাসরুমে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তন্ময় দে দুই ছাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণ করছেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

    বিস্তারিত পড়ুন- TMCP:কলকাতার নামজাদা কলেজের ক্লাসরুমে দুই ছাত্রীর সঙ্গে ওটা কী করছেন TMCP নেতা? ভিডিও ভাইরাল



  • Jul 09, 2025 18:54 IST

    West Bengal News Live updates: তৃণমূলকে কটাক্ষ অধীরের

    আবারও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নিশানায় তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকার। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির ডাকা ধর্মঘটের বিরোধিতায় মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকারের অতি সক্রিয়তার তুমুল সমালোচনা প্রাক্তন কংগ্রেস সাংসদের। আরও একবার তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের কর্মসূচি নিয়েও তুমুল কটাক্ষ ছুঁড়ে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।

    বিস্তারিত পড়ুন- Adhir Chowdhury: 'ওটা পিকনিক দিবস', তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচিকে কটাক্ষ করে মারাত্মক অভিযোগ অধীরের



  • Jul 09, 2025 11:13 IST

    West Bengal News Live updates: গ্রেফতার ভারতের ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য

    যাদবপুরের গাঙ্গুলীবাগানে ধর্মঘটের মিছিল থেকে গ্রেফতার ভারতের ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী বেলা ১২টায় কলেজস্ট্রীট মোড়।



  • Jul 09, 2025 11:04 IST

    West Bengal News Live updates: ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে গর্জে উঠলেন রাহুল, বিহার বনধ! বড় বিবৃতি দিলেন তেজস্বী

    বিহারে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলছে। বিরোধী দলগুলি এর বিরোধিতা করছে। বিহার বন্ধের মধ্যে, আরজেডি নেতা তেজস্বী যাদব রাজ্যের  আইনশৃঙ্খলা নিয়ে নীতিশ কুমারকে নিশানা করেন। এদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী পাটনা পৌঁছেছেন। বিহার কংগ্রেস তাদের x হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করে লিখেছে, " জননেতা রাহুল গান্ধী পাটনা পৌঁছেছেন। তিনি ভোট নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিহার বন্ধ এবং চাক্কা জমে অংশগ্রহণ করবেন।"



  • Jul 09, 2025 10:37 IST

    West Bengal News Live updates: অবরুদ্ধ জয়নগর

    জয়নগরের পদ্মেরহাট মোড়ে কুলপি রোড অবরোধ করলেন সিপিআইএম কর্মী সমর্থকরা,
     অবরোধের জেরে প্রায় আধাঘন্টা রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।



  • Jul 09, 2025 09:38 IST

    West Bengal News Live updates: শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

    শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল, রেল পুলিশের সঙ্গে তুমুল বচসা। বেলঘরিয়া , কোন্নগর, দুর্গাপুর, ব্যারাকপুর স্টেশনে ট্রেন অবরোধের চেষ্টা। রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস-ট্রেন আটকানোর চেষ্টা



  • Jul 09, 2025 09:06 IST

    West Bengal News Live updates: ধর্মঘট ঘিরে চূড়ান্ত উত্তেজনা

    দুর্গাপুরে রেল অবরোধের চেষ্টা, দিকে দিকে উত্তেজনা, যাবদপুরে রেললাইনে নেমে বেনজির প্রতিবাদ, ধর্মঘট ঘিরে চূড়ান্ত উত্তেজনা। শ্যামনগরে রেল অবরোধ। বারাসাত চাঁপাডালি মোড়ে তুমুল উত্তেজনা



  • Jul 09, 2025 08:52 IST

    West Bengal News Live updates: সকাল থেকেই বনধের সমর্থনে মিছিল

    আজ দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ১০টির বেশি শ্রমিক সংগঠন। কলকাতা থেকে জেলা, সকাল থেকেই বনধের সমর্থনে মিছিল। যাদবপুর স্টেশনে রেলের ট্র্যাকে নেমে ট্রেন অবরোধের চেষ্টা। একই ছবি দুর্গাপুরেও। ধর্মঘটকে কেন্দ্র করে সকাল থেকেই দিকে দিকে পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন বনধের সমর্থকরা



bharat bandh news in west bengal news of west bengal