/indian-express-bangla/media/media_files/2025/07/09/gujrat-accident-bridge-2025-07-09-12-46-41.jpg)
News in Bengal updates: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Kolkata updates July 9 2025: ভয়াবহ দুর্ঘটনা! মাঝখান থেকে দুভাগ সেতু! নদীতে পড়ল একের পর এক যানবাহন । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। আহত হয়েছেন আরও ৫ জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় পুলিশসহ একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, গম্ভীরা সেতুর দুটি পিলারের মধ্যবর্তী অংশ ধসে পড়ে যায়, যার ফলে দুটি ট্রাক, দুটি ইকো ভ্যান এবং একটি পিকআপ ভ্যান নদীতে পড়ে যায়। স্থানীয় প্রশাসন সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। উদ্ধার অভিযানের সময় পাঁচজনকে উদ্ধার করা হয়। এবিষয়ে জেলাশাসক অনিল ধামেলিয়া ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, "আমরা সামান্য আহত পাঁচজনকে উদ্ধার করেছি এবং দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে সেতুর একটি অংশ হঠাৎ ভেঙে পড়ার পর দুটি ট্রাক, একটি ইকো ভ্যান, একটি পিকআপ ভ্যান এবং একটি অটোরিকশা নদীতে পড়ে গেছে।"
বঙ্গ বিজেপিতে দিলীপের 'গ্রেট কামব্যাক' সময়ের অপেক্ষা? আচমকা দিল্লি যাত্রায় সীমাহীন জল্পনা
রাজস্থানে ভয়াবহ বিমান দুর্ঘটনা। চুরু জেলার রতনগড় শহরের কাছে সেনা বাহিনীর একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। 'ভানুদা' গ্রামের কাছে একটি যুদ্ধবিমানের ভেঙে পড়ার খবরে ছড়িয়ে পড়ে তুমুল চাঞ্চল্য। পুলিশ ও প্রশাসনে তরফে বিশেষজ্ঞ দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। যুদ্ধবিমানটি সেনাবাহিনীর বলে জানা গেছে।গ্রামবাসীদের তথ্য অনুসারে, আকাশে বিকট শব্দের পর মাঠে আগুন এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। দুর্ঘটনাস্থলে ফাইটার জেটের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পাওয়া গেছে। জেলাশাসক অভিষেক সুরানা এবং স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রওনা হয়েছেন। সেনাবাহিনীর উদ্ধারকারী দলও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে যাতে ঘটনাস্থলটি সিল করে তদন্ত শুরু করা যায়। গ্রামবাসীরা জানিয়েছেন যে বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই মাঠে আগুন লেগে যায়, গ্রামবাসীরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে।
আজ ৯ জুলাই! আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ১১ মাস। এবার এই ঘটনার প্রায় এক বছর পর, নিহত চিকিৎসকের পরিবার শিয়ালদহ আদালতের শরণাপন্ন হয়েছে। তাঁদের আবেদন, অপরাধস্থল পরিদর্শনের অনুমতি দেওয়া হোক। এই আবেদনের শুনানিতে সিবিআই জানায়, তাদের কোনও আপত্তি নেই, তবে রাজ্য সরকার এবং মামলার অন্যতম অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী এর বিরোধিতা করেন। শিয়ালদহ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজ এই মামলার শুনানি করবেন বলে জানা গেছে। সোমবার (৭ জুলাই, ২০২৫) 'অভয়ার' বাবা-মা আরও বলেন যে তারা ৯ আগস্ট, ২০২৫ তারিখে রাজ্য সরকারের বিরুদ্ধে 'নবান্ন অভিযান' সমাবেশে "অবশ্যই উপস্থিত থাকবেন"। গত সপ্তাহে তাদের সাথে দেখা করার পর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তিনি "কোন দলীয় পতাকা ছাড়াই তিনি প্রতিবাদে অংশগ্রহণ করবেন" এবং "আন্দোলন সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন"। আগামী ৯ আগস্ট আরজি কর ঘটনার এক বছর পূর্ণ হবে। ১৪ আগস্ট 'রিক্লেইম দ্য নাইট' বিক্ষোভ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। নির্যাতিতা তরুণীর পরিবারের তরফে তাঁর বাবা বলেন, "আমরা গত বছরের মতো ১৪ আগস্ট আয়োজিত রিক্লেইম দ্য নাইট প্রতিবাদেও যোগ দেব। আমরা যতটা সম্ভব বেশি সংখ্যক স্থানে পৌঁছানোর চেষ্টা করব,"।
TMC দাপুটে নেত্রীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর অভিযোগে গ্রেফতার কে? জানলে চমকে যাবেন!
৯ জুলাই, মঙ্গলবার দেশজুড়ে 'ভারত বনধ'-এর ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ফোরাম। এই দেশব্যাপী সাধারণ ধর্মঘটে অংশ নিতে পারেন প্রায় ২৫ কোটি শ্রমিক, কৃষক ও কর্মচারী। ধর্মঘটের জেরে ব্যাংক, বীমা, ডাক, নির্মাণ সহ একাধিক সরকারি পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা। আজ 'ভারত বনধ'! ধর্মঘটকে সফল করতে সকাল থেকে পথে বাম-কংগ্রেস শ্রমিক সংগঠন। বাস-লরি আটকানোকে কেন্দ্র করে ধুন্ধুমার হাওড়ার ডোমজুড়। পুলিশ-বনধ সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা। আহত ২। হলদিয়া থেকে আলিপুর-জলপাইগুড়ি সবর্ত্র একই চিত্র। গাঙ্গুলি বাগানে পুলিশ-বাম সমর্থকের মধ্যে তুমুল ধস্তাধস্তি। সৃজন ভট্টাচার্য্যে সঙ্গে তুমুল বচসা, আটকের চেষ্টা। কেন্দ্রের কর্পোরেটপন্থী ও শ্রমিক-বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই ধর্মঘট। বাম-কংগ্রেস শ্রমিক সংগঠনের দাবি, সরকারের অর্থনৈতিক নীতির ফলে বেকারত্ব বেড়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং শ্রমিকদের মজুরি হ্রাস পেয়েছে। ইউনিয়নগুলির বক্তব্য, বিগত ১০ বছরে ভারতীয় শ্রম সম্মেলন (ILC) ডাকা হয়নি, চুক্তিভিত্তিক নিয়োগ ও বেসরকারিকরণের প্রবণতা বেড়েছে, ফলে শ্রমিক স্বার্থ উপেক্ষিত হয়েছে। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA)-এর অন্তর্গত বিভিন্ন রাজ্যের সংগঠন এই ধর্মঘটে যোগ দিচ্ছে। ব্যাংকগুলিতে সরকারি ছুটি না থাকলেও পরিষেবা ব্যাহত হতে পারে।বীমা কর্মীরাও অংশ নিচ্ছেন ধর্মঘটে, ফলে এই খাতেও প্রভাব পড়তে পারে।সরকারি ভাবে স্কুল-কলেজ বন্ধের কোনও নির্দেশিকা নেই।বেসরকারি অফিসগুলি খোলা থাকলেও পরিবহন সমস্যার কারণে কর্মীরা কাজে আসতে সমস্যায় পড়তে পারেন।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/09/bharat-bandh-on-9-july-2025-2025-07-09-08-49-25.jpg)
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/09/9-july-india-strike-2025-07-09-08-31-42.jpg)
-
Jul 09, 2025 11:13 IST
West Bengal News Live updates: গ্রেফতার ভারতের ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য
যাদবপুরের গাঙ্গুলীবাগানে ধর্মঘটের মিছিল থেকে গ্রেফতার ভারতের ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী বেলা ১২টায় কলেজস্ট্রীট মোড়।
-
Jul 09, 2025 11:04 IST
West Bengal News Live updates: ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে গর্জে উঠলেন রাহুল, বিহার বনধ! বড় বিবৃতি দিলেন তেজস্বী
বিহারে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলছে। বিরোধী দলগুলি এর বিরোধিতা করছে। বিহার বন্ধের মধ্যে, আরজেডি নেতা তেজস্বী যাদব রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নীতিশ কুমারকে নিশানা করেন। এদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী পাটনা পৌঁছেছেন। বিহার কংগ্রেস তাদের x হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করে লিখেছে, " জননেতা রাহুল গান্ধী পাটনা পৌঁছেছেন। তিনি ভোট নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিহার বন্ধ এবং চাক্কা জমে অংশগ্রহণ করবেন।"
पटना पहुंच चुके हैं जननायक राहुल गांधी जी ✊
— Bihar Congress (@INCBihar) July 9, 2025
वोटबंदी के खिलाफ बिहार बंद एवं चक्का जाम में होंगे शामिल। pic.twitter.com/i0CXQvhthI -
Jul 09, 2025 10:37 IST
West Bengal News Live updates: অবরুদ্ধ জয়নগর
জয়নগরের পদ্মেরহাট মোড়ে কুলপি রোড অবরোধ করলেন সিপিআইএম কর্মী সমর্থকরা,
অবরোধের জেরে প্রায় আধাঘন্টা রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। -
Jul 09, 2025 09:38 IST
West Bengal News Live updates: শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল
শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল, রেল পুলিশের সঙ্গে তুমুল বচসা। বেলঘরিয়া , কোন্নগর, দুর্গাপুর, ব্যারাকপুর স্টেশনে ট্রেন অবরোধের চেষ্টা। রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস-ট্রেন আটকানোর চেষ্টা
-
Jul 09, 2025 09:06 IST
West Bengal News Live updates: ধর্মঘট ঘিরে চূড়ান্ত উত্তেজনা
দুর্গাপুরে রেল অবরোধের চেষ্টা, দিকে দিকে উত্তেজনা, যাবদপুরে রেললাইনে নেমে বেনজির প্রতিবাদ, ধর্মঘট ঘিরে চূড়ান্ত উত্তেজনা। শ্যামনগরে রেল অবরোধ। বারাসাত চাঁপাডালি মোড়ে তুমুল উত্তেজনা
-
Jul 09, 2025 08:52 IST
West Bengal News Live updates: সকাল থেকেই বনধের সমর্থনে মিছিল
আজ দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ১০টির বেশি শ্রমিক সংগঠন। কলকাতা থেকে জেলা, সকাল থেকেই বনধের সমর্থনে মিছিল। যাদবপুর স্টেশনে রেলের ট্র্যাকে নেমে ট্রেন অবরোধের চেষ্টা। একই ছবি দুর্গাপুরেও। ধর্মঘটকে কেন্দ্র করে সকাল থেকেই দিকে দিকে পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন বনধের সমর্থকরা