Advertisment

তুফান গতির বন্দে ভারত! কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে দিনের দিন ফিরুন বাড়ি

কামরূপ-কামাখ্যা দর্শন এবার আরও সহজ আরও মসৃণ।

author-image
IE Bangla Web Desk
New Update
inauguration of howrah puri bande bharat express has been delayed , প্রতীক্ষা আরও বাড়ল, পিছিয়ে গেল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা, চাকা গড়াবে কবে?

বন্দে ভারত ট্রেন এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

বাংলা থেকে অসম যাত্রা এবার আরও সহজ, আরও মসৃণ। নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের চাকা গড়ানো এখন সময়ের অপেক্ষা। চাইলে এরাজ্য থেকে দিনের দিনে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে ওই দিনই ফিরে আসতে পারেন। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ১৪ মে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেসের পথ চলা শুরু হতে পারে। সেমি হাইস্পিড এই ট্রেনটির উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটাই উত্তর-পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে।

Advertisment

নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটির মধ্যে দূরত্ব প্রায় ৪৬০ কিলোমিটার। নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস ৫ ঘণ্টার মধ্যেই নিউ জলপাইগুড়ি ছেড়ে গুয়াহাটিতে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। সেটা হলে চাইলে দিনের দিনে কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দিয়ে ফিরতে পারেন রাজ্যে। উল্লেখ্য, এর আগেই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। সেমি হাইস্পিড এই ট্রেনের যাত্রা যাত্রীদের কাছেও বেশ পছন্দের হয়েছে।

আরও পড়ুন- বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সরেছে মামলা, অভিষেককে পার্টি করতে নির্দেশ হাইকোর্টের

এছাড়াও হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসও শীঘ্রই চালু হতে পারে বলে রেল সূত্রে খবর। বর্তমানে এই রুটের দ্রুততম ট্রেন হল শতাব্দী এক্সপ্রেস। হাওড়া থেকে পুরী পর্যন্ত এই চ্রেনে পৌঁছতে সময় লাগে ৭ ঘণ্টা ৩৫ মিনিট। বন্দে ভারত এক্সপ্রেস ট্রায়াল রানের সময় মাত্র ৬ ঘণ্টা ২৫ মিনিটেই ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল।

Assam West Bengal Vande Bharat kamakhya temple assam Guwahati-NJP Vande Bharat Express
Advertisment