West Bengal Shocker: লক্ষ্মীপুজোর দিন জোড়া হত্যাকাণ্ডের সাক্ষী বাংলা। এনিয়ে এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করে তাঁর পদত্যাগের দাবিতে সোচ্চার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এক দিকে আরজি কর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদ অব্যাহত। আজ দ্বাদশতম দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের অনশন। এর মাঝেই বাংলায় ফের জোড়া নারী হত্যাকাণ্ডের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ সুপারের অফিসের অনতিদূরেই এক তরুণীর অর্ধনগ্ন এবং অর্ধদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কৃষ্ণনগরে। বুধবার সকালে দেহটি উদ্ধার হয় রামকৃষ্ণ মিশন আশ্রম পাড়া এলাকায়। অজ্ঞাতপরিচয় ওই তরুণীর দেহ উদ্ধার ঘিরে আরজি কর কাণ্ডের আবহেই চাঞ্চল্য ছড়িয়েছে।
হৃদয়ে রাজত্ব করছেন রতন টাটা, বুকে শিল্পপতির ট্যাটু, মন্ত্রমুগ্ধ নেটপাড়া
এদিন সকালে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের অফিসের অদূরেই তরুণীর দেহ পড়ে থাকতে দেখা যায়। তরুণীর মুখ অগ্নিদগ্ধ ছিল, অর্ধনগ্ন অবস্থায় পড়ে ছিল দেহ। মুখ পুড়ে যাওয়ায় তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল ৭টা নাগাদ প্রাতভ্রমণকারীরা জেলা পুলিশ সুপারের অফিসের ঠিক পিছনে আশ্রমপাড়া বারোয়ারির উল্টো দিকে রাস্তায় তরুণীর দেহ পড়ে থাকতে দেখেন। এরপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের ধারণা, ধর্ষণ করে খুন করা হয়েছে তরুণীকে। প্রমাণ লোপাট করতেই দেহটি পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ।
আরও পড়ুন অবাক কারণে এবছর লক্ষ্মী পুজো বন্ধ এই গ্রামে, বিশদে জানলে চমকে উঠবেন!
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তরুণীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ সুপার সঞ্জয় মিত কুমাক মাকোয়ান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে অনুমান, তরুণীর বয়স ২০-২২ বছর। দেহ শনাক্তকরণের চেষ্টা চলছে। পরিচয় জানা গেলেই তদন্তে সুবিধা হবে।
পাশাপাশি এদিনই পুরুলিয়ার বরাবাজারে নদীর চর থেকে উদ্ধার হয় এক যুবতীর দেহ। যদিও মৃতার পরিচয় এখনো জানা যায় নি। এনিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, "লক্ষ্মীপুজোর দিন জোড়া হত্যাকাণ্ডের সাক্ষী বাংলা। রেড রোডের কার্নিভালে নাচতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী মহিলাদের রক্ষা করতে পারেন না। তাঁর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত"।
/indian-express-bangla/media/media_files/2024/10/16/lL4C8Nl9wT3AVmmCHytC.jpg)