Advertisment

Lakshmi Puja 2024: অবাক কারণে এবছর লক্ষ্মী পুজো বন্ধ এই গ্রামে, বিশদে জানলে চমকে উঠবেন!

Lakshmi Puja 2024: প্রতিবার কোজাগরী লক্ষ্নীপুজো এলেই গোটা গ্রাম উৎসবের পরিবেশে মেতে ওঠে। এতল্লাটে মা লক্ষ্মীর আরাধনাতেই সবচেয়ে বড় উৎসবে মেতে ওঠেন আট থেকে আশি।

author-image
Ashis Kumar Mondal
আপডেট করা হয়েছে
New Update
Lakshmi Puja 2024,Lakshmi Puja,Mallarpur,Birbhum,লক্ষ্মীপুজো ২০২৪,লক্ষ্মীপুজো,মল্লারপুর,বীরভূম

মল্লারপুরের লক্ষ্মী মন্দির।

Lakshmi Puja 2024: এবার কোজাগরী লক্ষ্মী পুজো হচ্ছে না মল্লারপুরের ঘোষ গ্রামে। কারণ, এবার মায়ের ‘ডাক সংক্রান্তি’। ফলে এবার গ্রাম থাকবে কার্যত অন্ধকারে। কথিত আছে প্রায় দেড় হাজার বছর আগে হর্ষবর্ধনের আমলে পরিব্রাজক সাধক কামদেব ব্রহ্মচারী স্বপ্নাদেশ পেয়ে দারু মূর্তির প্রতিমার প্রতিষ্ঠা করেছিলেন। সেই কারণে গ্রামের কোনও বাড়িতে রাখা হয় না লক্ষ্মীর ঝাঁপি। পাতা হয় না লক্ষ্মীর ঘট। কোজাগরী লক্ষ্মী পুজোতেও গোটা গ্রামের মানুষ লক্ষ্মী মন্দিরেই মায়ের আরাধনায় মাতেন। আশেপাশের দূরদূরান্তের মানুষও কোজাগরী লক্ষ্মী পুজোয় ভিড় জমান। কিন্তু এবার সেই গ্রামে হচ্ছে না পুজো। ফলে মুখ ভার সকলের।

Advertisment

মন্দিরের সেবাইত গুরুসরন বন্দ্যোপাধ্যায় জানান, মন্দিরের প্রাচীন প্রথা মেনে পুজোর দিন এবার ডাক সংক্রান্তি পরে যাওয়ায় পুজো বন্ধ। বন্ধ থাকবে মায়ের গর্ভগৃহ। কি সেই ডাক সংক্রান্তি? কথিত আছে প্রথা মেনে প্রতিবছর ২৮ আশ্বিন সন্ধ্যা আরতির পর মায়ের মন্দির বন্ধ হয়ে যায়। খোলা হয় ২ কার্তিক সকালে। এই সময় মা জগত পরিক্রমায় বের হন। ২৯ আশ্বিন সকাল বেলা মন্দিরের সেবাইতেরা আগের দিন সন্ধ্যা আরতির প্রদীপ থেকে ৫১ টি খরের বরে (ধানের গোলার বাঁধা দড়ি) আগুন জ্বালিয়ে পৌঁছে যান স্বপ্নাদেশ প্রাপ্ত ৫১ টি গ্রামে। কৃষি প্রধান সেই গ্রাম গুলিতে ঘরে ঘরে জ্বলে ওঠে বরের আগুন থেকে দীপশিখা। তাঁদের হাতে তুলে দেওয়া হয় বরের ভস্ম, পুষ্প ও সিন্দুর।

৩০ আশ্বিন ওই সব কৃষক পরিবার গুলি ভস্ম, সিন্দুর এবং পুস্প নিয়ে ভোর বেলা জমির ঈশান কোনে ধান গাছে ফুল আসার জন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করেন। একেই বলে ডাক সংক্রান্তি। ২ কার্ত্তিক মায়ের দরজা পুনরায় খোলা হয়। সঙ্গে চলে হরিনাম সংকীর্তন, যাজ্ঞ যজ্ঞ এবং বিশেষ পুজো। মন্দির বন্ধ থাকাকালীন এই চারদিনে যতটা সম্ভব মন্দির নিস্তব্ধ ও আলোক শূন্য রাখা হয়। গ্রামবাসীদের বিশ্বাস মায়ের জগত ভ্রমণের পথে যাতে কোনও বাধার সৃষ্টি না হয়। ঘটনাক্রমে এই চারদিনের মধ্যে এবারের কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পড়েছে। তাই মন্দিরের প্রথা মেনে পুজো বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন- Durga Puja Carnival 2024: জমজমাট পুজো কার্নিভাল, আপ্লুত মুখ্যমন্ত্রী, বর্ণাঢ্য অনুষ্ঠানে ভেঙে পড়ল টলিপাড়া!

আরও পড়ুন- SC On RG Kar Case: স্কুল-হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিভিক ভলান্টিয়ার নয়, সাফ নির্দেশ প্রধান বিচারপতির

আরও পড়ুন- Kolkata Metro: কামাল দেখাল মেট্রো! পাতালরেলের যাত্রীরা এখবর জানলে চমকে উঠবেন!

মন্দিরের সেবাইত কুণাল বন্দ্যোপাধ্যায় বলেন, “মন্দিরে মা যদি না থাকেন তাহলে পুজো কীভাবে হবে? তাই আমরা রীতি মেনে পুজো বন্ধ রেখেছি। আবার এক বছরের অপেক্ষা। কারণ, আমাদের গ্রামে লক্ষ্মী পুজোয় বড় উৎসব হয়।”

Birbhum Laxmi Puja Kojagari Lakshmi Puja
Advertisment