Happy Holi 2025 : রঙের উৎসবে মাতোয়ারা শহর, মায়াপুর থেকে বেলুড় মঠ উপচে পড়া ভিড় ভক্তদের

Happy Holi Wishes 2025: আজ দোল। সকাল থেকেই কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মায়াপুরের ইসকন মন্দির। দূর-দূরান্ত থেকে উপচে পড়ছে ভক্তদের ভিড়। দোলের দিন যাতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর কলকাতা পুলিশ। শহরজুড়ে মোতায়েন থাকছে প্রায় চার হাজার পুলিশকর্মী।

author-image
IE Bangla Web Desk
New Update
Happy holi

রঙের উৎসবে মাতোয়ারা শহর, মায়াপুর থেকে বেলুড় মঠ উপচে পড়া ভিড় ভক্তদের

Happy Holi Wishes 2025: আজ দোল। সকাল থেকেই কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মায়াপুরের ইসকন মন্দির। দূর-দূরান্ত থেকে উপচে পড়ছে ভক্তদের ভিড়। 

Advertisment

মহাপ্রভু শ্রীচৈতন্য'র  ৫৩৯ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে মায়াপুরের ইসকন মন্দিরে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্তের সমাগম। সকালে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, দিনভর বিশেষ পুজো-পাঠের সঙ্গে থাকছে হরিনাম সংকীর্তন। 

দোলের দিন চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠেও পালন করা হচ্ছে দোল উৎসব। শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের সূচনা হয়। শ্রীচৈতন্যদেবের  পায়ে আবির দিয়ে আবির খেলায় মেতে ওঠেন মঠের সন্ন্যাসী, মহারাজ এবং উপস্থিত ভক্তরা। খোল-করতাল বাজিয়ে চলে মঠ প্রদক্ষিণ। 

সোনাঝুরি শান্তিনিকেতনে দোলে কোন নিষেধাজ্ঞা নেই বলে সাফ জানিয়ে দিল পুলিশ প্রশাসন। শান্তিনিকেতনের পরিবেশ বাঁচিয়ে রঙ খেলা যাবে। পাশাপাশি বসন্ত উৎসব ও দোল খেলায় কোন সময় সীমা বেঁধে দেওয়া হয়নি বলেও জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। 

Advertisment

'দেশবাসীর মধ্যে ঐক্যের রঙ আরও গভীর হোক', হোলিতে বিশেষ শুভেচ্ছা মোদী-মুর্মু-মমতার

দোলের দিন সকাল থেকে দিকে দিকে রঙিন আমেজ। নৈহাটিতে বসন্ত উৎসব থেকে বিরাট বার্তা ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের। তিনি বলেন, বিরোধীদের কেবল টিভির পর্দাতেই দেখা যায়। আর বছরের প্রতিটা দিনে মানুষের সাথে মানুষের পাশে থাকেন এক মাত্র তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।

দোলের দিন যাতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর কলকাতা পুলিশ। শহরজুড়ে মোতায়েন থাকছে প্রায় চার হাজার পুলিশকর্মী। রাস্তায় থাকবেন যুগ্ম পুলিশ কমিশনার এবং ডিসি পদমর্যাদার পুলিশ অফিসাররাও। ৬০০টি  গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে পুলিশ পিকেট। পাশাপাশি চলবে মোটর বাইকে টহল। 

দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও হোলির পবিত্র দিনে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। হোলি উপলক্ষ্যে এক্স-এ এক পোস্টে মোদী তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন,এই পবিত্র উৎসব মানুষের জীবনে ঐক্যের রঙকে আরও গভীর করে তুলবে। রাষ্ট্রপতি মুর্মুও সকলকে হোলির শুভেচ্ছা জানিয়ে বলেন, হোলি কেবল ভ্রাতৃত্ববোধকে বাড়ায় তাই নয় বরং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মূল্যবোধও প্রতিষ্ঠা করে। একই সঙ্গে দোলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। 

holi