Advertisment

RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, হাসপাতালগুলিতে OPD বন্ধ, চূড়ান্ত হয়রানি রোগীদের

RG Kar Incident: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ রাতে ‘মেয়েরা রাতের দখল নাও’ শীর্ষক অভিযানের ডাক সোশ্যাল মিডিয়ায় এখন দারুণ ট্রেন্ডিং। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও ‘মেয়েরা রাত দখল করো’ শীর্ষক ক্যাম্পেন চলছে জোর গতিতে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এমন অভিনব ক্যাম্পেন নিয়ে সিপিএম-বিজেপিকে বিঁধেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তবে কুণাল ঘোষ বিষয়টির পিছনে সিপিএম-বিজেপির মদতের অভিযোগ তুললেও তৃণমূলেরই বর্ষীয়ান সাংসদ সুখেন্দুশেখর রায় খুল্লমখুল্লা সমর্থন করেছেন ‘মেয়েরা রাতের দখল নাও’ শীর্ষক অভিযানকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Harassment of patients due to suspension of OPD services in govt and private hospitals in protest of RG Kar incident, আরজি কর, চিকিৎসক খুন, আউটডোর বন্ধ

RG Kar Incident: ওপিডি পরিষেবা বন্ধের জেরে একাধিক হাসপাতালে রোগীদের হয়রানি।

RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল পরিস্থিতি গোটা রাজ্যে। আজ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে রাজ্যজুড়ে সরকারি-বেসরকারি হাসপাতালে OPD পরিষেবা বন্ধের ডাক দেওয়া হয়েছে। সেই প্রতিবাদের ভয়ঙ্কতর প্রভাব পড়েছে গোটা বাংলায়। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও হাসপাতালে-হাসপাতালে OPD বন্ধের জেরে চূড়ান্ত দুর্ভোগের শিকার রোগীরা।

Advertisment

বুধবার সকাল থেকে শহর কলকাতার পাশাপাশি জেলাগুলির বিভিন্ন হাসপাতালে বন্ধ রয়েছে OPD পরিষেবা। দূর-দূরান্ত থেকে চিকিৎসা করাতে গিয়ে দুর্ভোগে রোগীরা। স্বাস্থ্য দফতরের নির্দেশে কোনও মতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন সিনিয়র চিকিৎসকরা। তবে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে অনড় রয়েছেন। জরুরি পরিষেবা বাদ দিয়ে সরকারি হাসপাতালগুলির OPD পরিষেবা অধিকাংশ ক্ষেত্রেই বন্ধ রয়েছে।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বুধবার সকাল থেকে বারুইপুর মহকুমা হাসপাতালেও OPD পরিষেবা বন্ধ রয়েছে। চিকিৎসা করাতে গিয়ে বাধ্য হয়েই ফিরে যাচ্ছেন রোগীরা।

একই ছবি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও। ওই হাসপাতালেও জরুরি পরিষেবা ঠিকঠাক চললেও বন্ধ রয়েছে OPD। আরজি কর কাণ্ডের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ছবিটা একই তমলুক মেডিকেল কলেজ হাসপাতালেও। সেখানেও বিক্ষোভে সামিল জুনিয়র চিকিৎসকরা। তালা বন্ধ OPD।

আরও পড়ুন- Mamata Banerjee: আরজি করে তরুণী চিকিৎসক খুনে উত্তাল রাজ্য! কন্যাশ্রী দিবসের শুভেচ্ছায় কী বললেন মমতা?

এদিকে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ রাতে ‘মেয়েরা রাতের দখল নাও’ শীর্ষক অভিযানের ডাক সোশ্যাল মিডিয়ায় এখন দারুণ ট্রেন্ডিং। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও ‘মেয়েরা রাত দখল করো’ শীর্ষক ক্যাম্পেন চলছে জোর গতিতে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এমন অভিনব ক্যাম্পেন নিয়ে সিপিএম-বিজেপিকে বিঁধেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তবে কুণাল ঘোষ বিষয়টির পিছনে সিপিএম-বিজেপির মদতের অভিযোগ তুললেও তৃণমূলেরই বর্ষীয়ান সাংসদ সুখেন্দুশেখর রায় খুল্লমখুল্লা সমর্থন করেছেন ‘মেয়েরা রাতের দখল নাও’ শীর্ষক অভিযানকে। শুধু তাই নয়, তিনি নিজে আজ রাতের বিশেষ এই অভিযানে সামিল থাকবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন- RG Kar Case: ‘আমিও মেয়ের বাবা, নাতনির দাদু’, আজ রাতের প্রতিবাদে থাকছেন তৃণমূলের এই দাপুটে সাংসদ

আরও পড়ুন- RG Kar Case: দিল্লি থেকে দুঁদে অফিসাররা কলকাতায়, আরজি কর কাণ্ডের তদন্ত কোন পথে?

RGKar medical college & hospital RG Kar Medical College Doctors Death
Advertisment