ISI agent: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা গ্রেফতার হয়েছে। দেশের তদন্ত সংস্থাগুলির কাছ থেকে বিস্ফোরক ইনপুট পেয়েই তড়িঘড়ি তাঁকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। ইউটিউবার জ্যোতি দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশেও ঘুরে বেরিয়েছেন। পশ্চিমবঙ্গেও এসেছিলেন জ্যোতি। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, নদিয়া-সহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছেন তিনি, তদন্তে এমনই জানতে পেরেছে পুলিশ। এসব নিয়েই তাঁকে দফায়-দফায় জেরা চলছে। বিশেষ এই প্রতিবেদনে ধৃত ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রাকে নিয়েই বিশদে আলোচনা করা হল।
একজন জনপ্রিয় ট্রাভেল ব্লগার ও ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তবে এরই পাশাপাশি পাকিস্তানের হয়ে চরবৃত্তির কাজও সামনতালে চালিয়ে যেতেন এই সুন্দরী তরুণী। জ্যোতির "Travel with Joe" নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে তাঁর ৩.২ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন এবং সেই সম্পর্কের মাধ্যমে সংবেদনশীল তথ্য আদান-প্রদান করেন। এই তথ্যগুলি তিনি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে পাঠাতেন।
জাতীয় তদন্ত সংস্থা (NIA), ইন্টেলিজেন্স ব্যুরো (IB) এবং মিলিটারি ইন্টেলিজেন্স ইতিমধ্যে মালহোত্রার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার যোগাযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে। তদন্তে জানা গেছে, জ্যোতি ২০২৩ সাল থেকে পাকিস্তানি নাগরিক দানিশের সঙ্গে যোগাযোগে ছিলেন, যিনি ISI-এর সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।
আরও পড়ুন- Kolkata News Live Updates: 'সব সীমা পার করছে ED', কোন মামলায় সুপ্রিম কোর্টের প্রবল ভর্ৎসনার মুখে কেন্দ্রীয় সংস্থা?
জ্যোতি মালহোত্রা পশ্চিমবঙ্গেও এসেছিলেন। বাংলা হয়েই ভুটানেও গিয়েছিলেন তিনি। ওই সময়ে কিছু সংবেদনশীল এলাকারও ছবি তোলেন জ্যোতি। এই ছবি গুলি দেশবিরোধী কার্যকলাপে ব্যবহৃত হতে পারে বলে নিরাপত্তা সংস্থাগুলি সন্দেহ করছে। এছাড়াও, তিনি পুরীর জগন্নাথ মন্দিরে ড্রোন ব্যবহার করে ভিডিও করেছিলেন। যা একটি নিষিদ্ধ এলাকা হিসেবে বিবেচিত। এই ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়া (SOP) প্রণয়নের দাবি জানিয়েছে।
আরও পড়ুন- Cyber fraud: প্রতারণার হাইটেক কৌশল! অজান্তেই সর্বসান্ত মহিলা, তদন্তে নেমে পুলিশেরও চোখ কপালে
দেশের তদন্ত সংস্থাগুলি জ্যোতি মালহোত্রার ডিজিটাল ডিভাইস ও যোগাযোগ মাধ্যমগুলি খতিয়ে দেখছে এবং তাঁর সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কেও অনুসন্ধান চালাচ্ছে। এই মামলার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কার্যকলাপের উপর নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা বেড়েছে।