Investor cheating: ইদানিং অনলাইনে প্রতারণা রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। নিজেদের অজ্ঞানতার কারণেই সোশ্যাল মিডিয়া মারফত নানা প্রলোভনে সাড়া দিয়ে সর্বস্ব খোয়াচ্ছেন বহু মানুষ। চটকদারি বিজ্ঞাপনই হোক কিংবা মোটা টাকা রোজগারের টোপ দিয়ে ফোন, নিত্য-নতুন প্রতারণার পথ বেছে নিচ্ছে প্রতারকরা। আর তাদেরই ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এমনই এক ফোনকলে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন বিধান নগরের নারায়ণপুরের এক বাসিন্দা। ধাপে ধাপে আড়াই কোটি টাকা তাঁর কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রতারকরা। পুলিশের দারস্থ হয়েছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, চলতি বছর জানুয়ারি মাসে নারায়ণপুরের বাসিন্দা হেলেনা সেনগুপ্তের কাছে একটি ফোন আসে। সেই ফোনে তাকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে মোটা টাকা উপার্জন করার প্রলোভন দেখানো হয়। তার কাছ থেকে ধাপে ধাপে আনুমানিক আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় প্রতারকরা । এরপর তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন। অভিযোগ পেয়েই তদন্তে নামে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
বুধবার কলকাতা এবং হাওড়া থেকে মোট ৯ জনকে গ্রেফতার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের দফায় দফায় জেরা করে এই চক্রে যুক্ত বাকিদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন কিংবা মোটা টাকা আয়ের টোপ দিয়ে ফোন....বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদ পাতে প্রতারকরা। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে এক্ষেত্রে প্রতারকদের টার্গেট হয় প্রবীণ ব্যক্তিরাই। কারণ প্রবীণদের একটি বড় অংশ সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে খুব বেশি ওয়াকিবহাল নন। তবে অনেক ক্ষেত্রে প্রবীণদের পাশাপাশি অল্পবয়সীরাও এমন প্রতারণার কবলে পড়েন।
আরও পড়ুন- Kolkata News Live Updates: 'সিঁদুর বারুদে পরিণত হলে কী হয় বিশ্ব তা দেখেছে', ফের পাকিস্তানকে চরম বার্তা মোদীর
অনলাইনে প্রতারণা নিয়ে নানা সময়ে পুলিশের তরফেও সাধারণ মানুষকে সচেতন করবার প্রয়াস চোখে পড়ে। হঠাৎ করে একেবারে অপরিচিত ব্যক্তি কিংবা পরিচিত কাউকেও নিজেদের পার্সোনাল ডেটা শেয়ার করার ক্ষেত্রে বারবার সতর্ক করা হয়ে থাকে। বিশেষ করে ফোন কলে কিংবা সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিজ্ঞাপনে হঠাৎ করে প্রবলভাবে সাড়া না দেওয়ার কথাই বারবার পুলিশের তরফে প্রচার করা হয়। তবুও নিজেদের অজ্ঞানতাই হোক কিংবা অধিক আগ্রহে...অনেকেই প্রতারকদের কবলে পড়ে থাকেন।
আরও পড়ুন- TMC MPs: মাঝ আকাশেই ওঁত পেতেছিল বিপদ! মৃত্যু-মুখ থেকে ফিরলেন তৃণমূলের তাবড় মন্ত্রী, সাংসদরা