কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সোনালী চক্রবর্তীকে অপসারণের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সোনালীদেবীকে অপসারণের নির্দেশের পাশাপাশি সোনালী চক্রবর্তীকে ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্নিয়োগের সিদ্ধান্তও এদিন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
Advertisment
ইউজিসি-র নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সোনালী চক্রবর্তীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে কলকাতা হাইেকার্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়। সোনালী চক্রবর্তী রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী।
ওই মামলার শুনানির শেষে হয়ে গেলেও রায়দান স্থগিত রাখা হয়েছিল। আজ সেই মামালর রায়দান করেছে কলকাতা হাইেকার্ট। উচ্চ আদালত এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সোনালী চক্রবর্তীকে রাজ্য সরকার একার সিদ্ধান্তে নিয়োগ করতে পারে না। ২০২১-এর ২৭ অগাস্ট সোনালীদেবীকে উপাচার্য পদে পুনর্নিয়োগের সিদ্ধান্তও বাকচ করে দিয়েছে আদালত। এখনই তাঁকে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।