Advertisment

৫০০-য় 'বিক্রি' স্কুল লিভিং সার্টিফিকেট? স্বনামধন্য সরকারি স্কুলের হেডমাস্টারের 'ফরমানে' তোলপাড়!

সরকারি স্কুলের প্রধান শিক্ষকের এমন নজিরবিহীন 'নির্দেশ' ঘিরে জোরদার চর্চা বিভিন্ন মহলে।

author-image
Nilotpal Sil
New Update
headmaster instructed students to deposit rs 500 to give the school leaving certificate

প্রতীকী ছবি।

বিদ্যালয় তহবিলে ৫০০ টাকা অনুদান জমা না দিলে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের স্কুল লিভিং সার্টিফিকেট দেওয়া হবে না। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এমন নির্দেশে যথেষ্টই বিপাকে পড়ে গিয়েছে সদ্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়া এই বিদ্যালয়ের পড়ুয়ারা। কলেজে ভর্তি হওয়ার ফি ও স্নাতক স্তরের বই কেনার টাকা জোগাড়ে হিমশিম খাওয়া ওই পড়ুয়ারা চাইছে অবিলম্বে প্রধান শিক্ষক তাঁর নির্দেশ প্রত্যাহার করুন। ছাত্রছাত্রীদের অভিভাবকরাও একই দাবিতে সরব হয়েছেন।

Advertisment

জেলার স্বনামধন্য বিদ্যালয়গুলির অন্যতম খণ্ডঘোষের তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়। ১৮৯৪ সালে এই বিদ্যালয়টি স্থাপিত হয়। তোড়কোনা গ্রামের ভূমিপুত্র তথা স্বাধীনতা সংগ্রামী স্যার রাসবিহারী ঘোষ এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এই বিদ্যালয়ের ১২২ জন ছাত্র ছাত্রী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল । তাঁদের মধ্যে ১১১ জন সফল ভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সেইসব পড়ুয়াদের কথায়, তাঁদের স্কুল কর্তৃপক্ষ অনেকদিন আগেই ২০২২-২৩ এর দ্বাদ্বশ শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ( TKJBHS (X11) 2022-2023 ) চালু করেছে। সেই গ্রুপের অ্যাডমিন রয়েছেন প্রধান শিক্ষক তপন কুমার চক্রবর্তী।

আরও পড়ুন- এককথায় ফাটাফাটি! সৌন্দর্য্যে উত্তরবঙ্গ ঘেঁষা এগ্রাম ১০ গোল দেবে সিমলা-মানালিকেও!

এছাড়াও বিদ্যালয়ের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে আরও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ( TKJBHS ১২৫ বর্ষপূর্তি ) রয়েছে। ৫০০ টাকা স্কুলে জমা না দিলে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের স্কুল লিভিং সার্টিফিকেট’ দেওয়া হবে না, এই নির্দেশের কথা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রধান শিক্ষক উল্লেখ করেছেন বলে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দাবি।

publive-image
এই সেই স্কুল। ছবি: প্রদীপ চট্টোপাধ্যায়।

এই বছরের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ ঘেঁটে দেখা যায়, দিন কয়েক আগে প্রধান শিক্ষকের নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখা হয়েছে, “বিদ্যালয় পরিচালন সমিতি ও পেরেন্টস গার্জেন মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী অক্টোবর মাসে সংঘটিত হবে বিদ্যালয়ের ১২৫তম বর্ষপূর্তি উৎসব। তার জন্য দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কাছ থেকে অনুদান হিসেবে ৫০০ টাকা করে সংগ্রহ করা হবে। স্কুল লিভিং সার্টিফিকেট নেওয়ার সময়েই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের ৫০০ টাকা অনুদান অর্থ স্কুলে মেটাতে হবে।'' ৫০০ টাকা অনুদান অর্থ না মেটালে স্কুল লিভিং সার্টিফিকেট দেওয়া হবে না বলেও লেখা হয়েছে।

আরও পড়ুন- ‘পঞ্চায়েতে ৯৮% আসনে না লড়েই জিতবে TMC’, ‘কাঁটা লাগানো’ ভাষণে ‘বাজার গরম’ মদনের

প্রধান শিক্ষকের এমন নির্দেশের বিষয়টি সদ্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের চিন্তা বাড়িয়ে দিয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রী জানিয়েছে, কলেজে ভর্তি হওয়ার জন্য একটা মোটা টাকা লাগবে। এছাড়াও
স্নাতকস্তরে পঠন পাঠনের বই পত্র কেনার জন্যেও বড় অঙ্কের টাকা জোগাড় করতে হবে।

এই দুই খাতের টাকা-পয়সা জোগাড় করতে এখন তাঁদের অভিভাবকদের হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থার মধ্যে স্কুল লিভিং সার্টিফিকেট পাওয়ার জন্য বিদ্যালয় তহবিলে ৫০০ টাকা জমা দেওয়ার বিষয়টি তাঁদের কাছে সমস্যার। তাই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা চাইছেন, অবিলম্বে এমন নির্দেশ প্রত্যাহার করা হোক। অভিভাবকেরাও একই দাবিতে সরব হয়েছেন।

আরও পড়ুন- চরম কিছুর আশঙ্কা? এখন কেন ED দফতরে যাবেন না বললেন অভিষেক?

এবিষয়ে প্রধান শিক্ষক তপন কুমার চক্রবর্তীর কাছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোনে জানতে চাওয়া হলে তিনি ওই নির্দেশ জারির কথা কার্যত স্বীকার করে নেন। পাশাপাশি তিনি বলেন, 'বিদ্যালয় কর্তৃপক্ষ, বিদ্যালয় পরিচালন সমিতি ও অভিভাবকদের নিয়ে হওয়া মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।' কিন্তু বিনা বেতনের সরকারি স্কুলে পড়ে উচ্চ মাধ্যমিক পাশ করা পড়ুয়ারা স্কুলে ৫০০ টাকা জমা না দিলে স্কুল লিভিং সার্টিফিকেট পাবে না, এই নির্দেশ কি অনৈতিক নয়?

আরও পড়ুন- ভ্যাপসা গরমে সেদ্ধ শরীর! কবে-কখন ঢুকছে বর্ষা? সাতসকালে রইল মারকাটারি আপডেট!

এই প্রশ্নে প্রধান শিক্ষকের ব্যাখ্যা, 'সবার সহযোগিতা ছাড়া ভাল কিছু করা সম্ভব নয়।' বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্যামল দত্ত বলেন, “প্রধান শিক্ষক হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁর নির্দেশের বিষয়টি যেভাবে লিখেছিলেন তাতে একটু ভুল ছিল। পরে বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের বলে দেওয়া হয়েছে, যাঁরা পারবে তাঁরাই বিদ্যালয়ের ১২৫তম বর্ষপূর্তি উৎসবের জন্য ৫০০ টাকা অনুদান অর্থ স্কুলের তহবিলে জমা দেবে।' এবিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক (ডি আই ) শ্রীধর প্রামাণিক জানিয়েছেন, ঘটনার বিষয়ে তিনি খোঁজ নেবেন।

students West Bengal school East Burdwan Purba Bardhaman
Advertisment