Advertisment

তীব্র দাবদাহে নাকাল দশা! তাপপ্রবাহে জেরবার শহর থেকে জেলা, মুক্তি কবে?

ইতিমধ্যেই রাজ্যের ১৭ জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West bengal weather forecast 4 may 2023

দুর্ভোগ আরও বাড়ার প্রবল ইঙ্গিত।

তীব্র দাবদাহে নাজেহাল দশা শহর থেকে জেলা, সর্বত্র। ইতিমধ্যেই রাজ্যের ১৭ জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে। এই পর্বে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অসহ্যকর গরম থেক পরিত্রাণ নেই তারপরেও। চলতি সপ্তাহের শুক্র ও শনিবারেও সূর্যের আগুনে মেজাজে অস্বস্তি তুঙ্গে ওঠার আশঙ্কা প্রবল।

Advertisment

এর আগে এমন উষ্ণ এপ্রিল শেষ কবে দেখেছে বাঙালি, তা একবারে মনে করতে পারছেন না অনেকেই। মাত্রাছাড়া গরমে তুঙ্গে উঠেছে অস্বস্তি। রবিবারই রাজ্যের দুই জেলার পারদ ৪২ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত প্রবল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, অস্বস্তিকর এই পরিস্থিতি আগামী চার থেকে পাঁচদিন চলবে। আপাত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা- সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। বেলা বাড়লেই লু বইবে।

আরও পড়ুন- ফের ট্রেন বন্ধ শিয়ালদহ ডিভিশনে! আজ ও কাল এই রুটে চলবে না ট্রেন

অসহনীয় এই গরম শুধু দক্ষিণবঙ্গকেই নাকাল করছে না, উত্তরের জেলাগুলিও ভালোমতো টের পাচ্ছে অসহ্যকর এই পরিস্থিতি। পার্বত্য এলাকার দুই জেলা বাদে উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই তাপমাত্রা চড় চড়িয়ে বাড়ছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে। আগামী কয়েকদিনে তা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মালদহ, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বেলা বাড়লে এই জেলাগুলির বেশ কয়েকটি জায়গায় লু বইতে পারে।

আরও পড়ুন- নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতারি, CBI জালে আরও এক তৃণমূল বিধায়ক

অন্যদিকে, শহর কলকাতার পরিস্থিতিও মারাত্মক। গতকালই কলকাতার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির কাছে ছিল। আজও পরিস্থিতির তেমন বদলের সম্ভাবনা বেশ কম। আজও বেলা বাড়লেই কলকাতা শহরেও লু বইতে পারে। তাপমাত্রাও ৪০-এর আশেপাশেই থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা শহরের পরিস্থিতি এমনই থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

West Bengal weather update Heat Wave Bengal Weather Forecast
Advertisment