তীব্র দাবদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। ভয়ঙ্কর পরিস্থিতি শহর কলকাতাতেও। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও ৪২-৪৩ ডিগ্রির কাছে পৌঁছেছে তাপমাত্রার পারদ।
দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় তাপপ্রবাহের চরম সতর্কতা জারি হয়েছে। এই পরিস্থিতিতে সতর্ক নবান্নও। আগামিকাল অর্থাৎ বুধবার জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। তীব্র গরমে নাজেহাল বাসিন্দারা। ইতিমধ্যেই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। বড় থেকে ছোট, হাঁসফাঁস দশা প্রত্যেকের। আবহাওয়ার এই পরিস্থিতি থেকে মুক্তির সম্ভাবনা এখনই নেই, সাফ জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিন সকালে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে মন আরও খারাপ হয়েছে। চলতি এপ্রিলে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমাসে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আরও পড়ুন- SSC ‘দুর্নীতি’তে ধুন্ধুমার, পুলিশ-BJP দফায়-দফায় খণ্ডযুদ্ধ, মিছিল আটকাতে জলকামান
উত্তরবঙ্গে বৃষ্টি হলেও কেন ছিটেফোঁটা বৃষ্টি নেই দক্ষিণে? আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারত থেকে এরাজ্যে গরম ও শুকনো হাওয়া ঢুকছে। তারই জেরে তীব্র দাবদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। নাজেহাল পরিস্থিতি তৈরি হচ্ছে জেলায়-জেলায়।
আবহাওয়ার এই পরিস্থিতি নিয়ে সতর্ক নবান্ন। বুধবারই সব দফতরের সচিবদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে থাকবেন জেলাশাসক ও পুলিশ সুপাররাও। তাপপ্রাবহের পরিস্থিতিতে কী কী করণীয়? সেব্যাপারেই আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।