ভরা বর্ষা রাজ্যে। আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে অবশ্য আজ ভারী বৃষ্টি না হলেও দিনভর দফায়-দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শহর কলকাতায় আজ সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা শহরে আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও গুমোট ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে বরুণদেব ঝাঁপি খুললেও দক্ষিণে তেড়ে বৃষ্টি অধরা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর দক্ষিণবঙ্গে মৌসমুী বায়ু দুর্বল, তার জেরেই ভারী বৃষ্টির দেখা মিলছে না।
আরও পড়ুন- বঙ্গে সংক্রমণ কমলেও মৃত ২, কলকাতায় আক্রান্ত ২৯৯ জন
আগামী দিন সাতেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। তবে হলকা-মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ছবিটা সম্পূর্ণ আলাদা। এবছর সময়ের আগেই বর্ষা ঢুকে পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবছর উত্তরবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টিও ঢেলে হয়েছে। তেমনই বর্ষা ঢোকার পর বৃষ্টির পরিমাণ স্বভাবতই আরও বেড়ে গিয়েছে।
আরও পড়ুন- অম্বুবাচীতেও খোলা তারাপীঠ মন্দির, চলছে পুজোপাঠ, জানুন এর রহস্য
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে ধস নামারও আশঙ্কা রয়েছে।