/indian-express-bangla/media/media_files/2025/08/08/himachal-car-accident-chamba-2025-08-08-11-36-46.jpg)
মর্মান্তিক দুর্ঘটনা!
Road Accident: মর্মান্তিক দুর্ঘটনা। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর,যাত্রীবোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ছয়জনের।
সালুনির ডিএসপি রঞ্জন শর্মা জানিয়েছেন, পুলিশ, দমকল বাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্যে রাতেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।নিহতদের মধ্যে রয়েছেন—রাজেশ কুমার (৪০), তাঁর স্ত্রী, মেয়ে আরতি (১৭) ও ছেলে দীপক (১৫)এছাড়াও রয়েছেন রাকেশ কুমার (৪৪) এবং গাড়িচালক হেমপাল (৩৭)।
পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, সরকারি স্কুলের শিক্ষক রাজেশ পরিবারকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পাহাড়ি পথে চলন্ত অবস্থায় হঠাৎ করেই পাথর এসে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ও বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর। প্রশাসন ও পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও তদন্ত শুরু করেছে।