West Bengal News Updates:SIR ইস্যুতে ফের তুলোধনা নির্বাচন কমিশনকে, সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূলের

West Bengal News Updates 8 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 8 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
tmc protest,sir,election commission,west bengal news today,bengali news today,তৃণমূলের বিক্ষোভ

news in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপটেড জানুন।

Kolkata News Updates:ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR-এর বিরুদ্ধে দিল্লিতে বিরোধী দলগুলির বিক্ষোভ-প্রতিবাদ জারি। শুক্রবার সকালে সংসদ চত্বরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার ভোট চুরির অভিযোগ তুলে সরব হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের সাংসদরা এদিন সংসদের বাইরে 'নির্বাচন কমিশন ছিঃ ছিঃ' বলে স্লোগান দিতে শুরু করেন। সংসদ চত্বরে এদিন প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা।  

Advertisment

ফের দেনার দায়ে আত্মহত্যা। আত্মঘাতী একই পরিবারের দুই সদস্য। রাজারহাটের নারায়ণপুর দেবী পার্ক এলাকায় শাশুড়ি এবং স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন সঞ্জয় দে। বাজারে প্রচুর টাকা দেনা হয়ে গিয়েছিল তাঁর। দেনার দায়ে নিজের বাড়ি-গাড়ি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে ভাড়াবাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন সঞ্জয়। বাজারে তাঁর বিপুল টাকা দেনা।

প্রায়ই বাড়িতে ধাওয়া করত পাওনাদারেরা। শেষমেশ স্ত্রী, শাশুড়িকে নিয়ে সঞ্জয়ও ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সঞ্জয়ের শাশুড়ি এবং স্ত্রীর মৃত্যু হয়। এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সঞ্জয়।

Advertisment

'ঘুম নেই যে রাতে, জেগে থাকি প্রতিবাদে', এই স্লোগানকে সামনে রেখে আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে আজ রাজ্যজুড়ে ফের একবার রাত দখলের ডাক। আগামিকাল হবে নবান্ন এবং কালীঘাট অভিযান। কলকাতা-সহ রাজ্যের জেলায় জেলায় নেচে, গেয়ে, ছবি এঁকে, নাটকে 'অভয়া'র ন্যায়বিচারের দাবিতে সরব হবেন মানুষজন। আলাদা আলাদা করে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবে রাজনৈতিক দলগুলিও।

আরও পড়ুন- রবীন্দ্রনাথই ধ্যান-জ্ঞান, শতাধিক ভাস্কর্যে শ্রদ্ধার্ঘ্য! জীবদ্দশায় একটুকরো 'শান্তিনিকেতন' গড়ে তোলাই স্বপ্ন শিল্পীর

আরও পড়ুন- Kolkata weather today :ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বর্ষার তুফান মেজাজ দেখবে বাংলা!

  • Aug 08, 2025 16:25 IST

    Kolkata News Live Updates:আগামীকাল নবান্ন অভিযানে না পুলিশের

    আগামীকাল আরজি কর কান্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে অভয়ার পরিবার ও একাধিক নাগরিক সংগঠন। তৃণমূল বাদে সকল রাজনৈতিক দল আগামীকালের আন্দোলনে অভয়ার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে। এর মধ্যে গতকাল কলকাতা হাইকোর্ট এক পর্যবেক্ষণে জানায় যে শান্তিপূর্ণ নাগরিক আন্দোলন মানুষের মৌলিক অধিকার। এরপর আজ এক প্রেস কনফারেন্সে এডিজি আইনশৃঙ্খলা সুপ্রতিম সরকার বলেন, নবান্ন হাইসিকিউরিটি জোন, আগামীকালের আন্দোলনের পরিপ্রেক্ষিপ্তে নবান্ন ও সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করেছে প্রশাসন। এর ফলে ওই এলাকায় কোনও ধরনের প্রতিবাদ কর্মসূচী সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, উপযুক্ত বিকল্প স্থান হিসেবে সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে প্রতিবাদ কর্মসূচী আয়োজনের অনুমতি দেওয়া হবে এবং সেখানে প্রয়োজনীয় সহযোগিতা করবে পুলিশ। পাশাপাশি কলকাতায় রাণি রাসমণি অ্যাভিনিউতে প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করতে পারবেন আন্দোলনকারীরা।



  • Aug 08, 2025 16:09 IST

    Kolkata News Live Updates:হুগলি নদীতে দুঃসাহসিক উদ্ধার অভিযান

    গভীর রাত, ঘড়ির কাঁটা তখন প্রায় ১২টা ৪৫। হুগলি নদীতে টহল দিচ্ছিল নৌবাহিনীর সাগর প্রহরী বল (Sagar Prahari Bal), কলকাতা ইউনিটের একটি ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট (FIC)। সেই সময় আচমকা ক্রাফটের তৎপর নাবিকদের চোখে পড়ে নদীর মাঝখানে জলের তোড়ে হেলে দুলে চলেছেন এক মহিলা। দেখা যায়, নদীর প্রবল স্রোতে ভেসে যাচ্ছেন তিনি এবং জলে হাবুডুবু খাচ্ছেন। তখন সেই মহিলার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেয় নৌসেনার দল, অন্ধকারে, কঠিন পরিস্থিতিতে নির্ভয়ে তাঁরা ছুটে যান মহিলার দিকে। 

    বিস্তারিত পড়ুন- Indian Navy rescue:যেন 'ঈশ্বরের দূত' হয়ে এল নৌসেনা, কলকাতায় হুগলি নদীতে দুঃসাহসিক উদ্ধার অভিযান চর্চায়!



  • Aug 08, 2025 15:41 IST

    Kolkata News Live Updates:হুঙ্কার ট্রাম্পের

    ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, পরে আরও ২৫ শতাংশ বাড়িয়ে মোট শুল্কের হার দাঁড় করান ৫০ শতাংশে। রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, ভারতের সঙ্গে আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প স্পষ্ট জানান—সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোনও ধরনের আলোচনা হবে না। ট্রাম্প ভারত ও ব্রাজিল—দুই দেশের ওপরই সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট  বলেন, “যতক্ষণ না আমরা এই সমস্যা সমাধান করি, ততক্ষণ কোনও আলোচনা হবে না।”

    বিস্তারিত পড়ুন- INDIA-US TRADE TENSION: ভারত-মার্কিন বানিজ্য সংঘাত তুঙ্গে, এরই মাঝে বিরাট হুঙ্কার ট্রাম্পের



  • Aug 08, 2025 15:39 IST

    Kolkata News Live Updates:ফের পথে আরজি করের নির্যাতিতার বাবা-মা

    আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে ৮ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত গোটা সপ্তাহ জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অপরদিকে একটা বছর কেটে গেলেও মেয়ের মৃত্যুর ন্যায় বিচার না পেয়ে হতাশ নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা।

    বিস্তারিত পড়ুন- RG Kar Protest: আরজি কর কাণ্ডের ১ বছর: শুভেন্দুরা পাশে থাকলেও ন্যায়বিচারের 'লড়াই'টা নিজেরাই বুঝে নিতে চান বাবা-মা



  • Aug 08, 2025 15:38 IST

    Kolkata News Live Updates:মারাত্মক অভিযোগ শুভেন্দু অধিকারীর

    আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তুলোধনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর অভিযোগ, রাজ্যের প্রশাসনের অন্দরেও ঢুকে পড়ছে I-PAC। এর আগেও শাসকদল তৃণমূলের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত এই সংস্থার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী।

    বিস্তারিত পড়ুন- Suvendu Adhikari: 'প্রশাসনেও ঢুকে পড়ছে I-PAC', মারাত্মক অভিযোগ শুভেন্দু অধিকারীর



  • Aug 08, 2025 15:37 IST

    Kolkata News Live Updates:দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের

    সামনের মাসেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ২০২৫ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করে দিল বেলুড় মঠ। গত বছরের তুলনায় এবার দুর্গাপুজো বেশ খানিকটা আগেই পড়েছে। ইতিমধ্যেই গোটা বাংলা জুড়ে পুজো প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে। বেলুড় মঠের দুর্গাপুজো বরাবরই উৎসবপ্রেমী বাঙালির কাছে বাড়তি আকর্ষণ। দুর্গাপুজোর কয়েকটা দিন বেলুড় মঠে রীতিমতো ঢল নেমে যায় ভক্তদের। এবার বেলুড় মঠের তরফে দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Durga Puja 2025: ২০২৫-এর দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, কুমারী পুজো থেকে সন্ধি পুজো, জানুন সময়সূচি



  • Aug 08, 2025 15:35 IST

    Kolkata News Live Updates:অভিষেক-কল্যাণ কথা

    সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সদ্য লোকসভায় দলের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দেওয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার রাতে দুই সাংসদের বৈঠক হয়েছে। যদিও সেই বৈঠকে দু'জনের মধ্যে ঠিক কী কী কথা হয়েছে সেব্যাপারে দু'তরফেই বিশদে কিছু জানানো হয়নি। তবে বৈঠক নিয়ে মুখ খুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে।

    বিস্তারিত পড়ুন- Abhishek-Kalyan:অভিষেকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক কল্যাণের, শেষমেশ গল বরফ?



  • Aug 08, 2025 13:43 IST

    Kolkata News Live Updates: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের

    সামনের মাসেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ২০২৫ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করে দিল বেলুড় মঠ। গত বছরের তুলনায় এবার দুর্গাপুজো বেশ খানিকটা আগেই পড়েছে। ইতিমধ্যেই গোটা বাংলা জুড়ে পুজো প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে।

    বিস্তারিত পড়ুন- Durga Puja 2025: ২০২৫-এর দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, কুমারী পুজো থেকে সন্ধি পুজো, জানুন সময়সূচি



  • Aug 08, 2025 12:08 IST

    Kolkata News Live Updates: মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুমিছিল

    মর্মান্তিক দুর্ঘটনা। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর,যাত্রীবোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ছয়জনের।

    বিস্তারিত পড়ুন- Himachal Road Accident: মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যুমিছিলে হাহাকার, হাসপাতালে স্তূপাকৃতি দেহ, আর্তনাদ, বুক ফাটা কান্না



  • Aug 08, 2025 12:05 IST

    Kolkata News Live Updates: মারাত্মক অভিযোগ শুভেন্দুর

    আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে তুলোধনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর অভিযোগ, রাজ্যের প্রশাসনের অন্দরেও ঢুকে পড়ছে I-PAC। এর আগেও শাসকদল তৃণমূলের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত এই সংস্থার বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী।

    বিস্তারিত পড়ুন- Suvendu Adhikari: 'প্রশাসনেও ঢুকে পড়ছে I-PAC', মারাত্মক অভিযোগ শুভেন্দু অধিকারীর



  • Aug 08, 2025 10:41 IST

    Kolkata News Live Updates: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

    আপাতত দফায় দফায় দুর্যোগ চলবে রাজ্যজুড়ে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে জেলা, সর্বত্র কোথাও ভারী কোথাও মাঝারি কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরের। আগামী এক সপ্তাহ লাগাতার এই বৃষ্টির হাত থেকে নিস্তার নেই রাজ্যবাসীর।

    বিস্তারিত পড়ুন- Kolkata weather today :ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বর্ষার তুফান মেজাজ দেখবে বাংলা!



nrc Bengali News Today West Bengal News