New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/30/ucoT0zDADZMbolXsfJOo.jpg)
ভয়াবহ ভুমিধস! কুলুতে উপড়ে পড়ল গাছ, হাহাকার, মৃত্যুমিছিলে কান্নার রোল
Himachal Pradesh Landslide: হিমাচলের কুলুতে ভয়াবহ ভূমিধস। চলন্ত গাড়ির উপর উপড়ে পড়ল গাছ ও পাথর। চোখের নিমেষেই মৃত্যু ৬ জনের, আহত একাধিক। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
ভয়াবহ ভুমিধস! কুলুতে উপড়ে পড়ল গাছ, হাহাকার, মৃত্যুমিছিলে কান্নার রোল
Himachal Pradesh Landslide: হিমাচলের কুলুতে ভয়াবহ ভূমিধস। চলন্ত গাড়ির উপর উপড়ে পড়ল গাছ ও পাথর। চোখের নিমেষেই মৃত্যু ৬ জনের, আহত একাধিক।
ভয়াবহ ভুমিধসে হিমাচল প্রদেশের কুলুতে মৃত্যু হয়েছে ৬ জনের। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কুলুর গুরুদ্বার মণিকরণ সাহিবের কাছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকেই। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, হঠাৎ করেই পাহাড়ের ধ্বংসাবশেষ সহ একটি বিশাল গাছ রাস্তার উপর ভেঙে পড়ে। নিহতদের মধ্যে রয়েছেন এক দোকানি, তিন পর্যটক সহ মোট ৬ জনের। নিহতদের পরিচয় জানার কাজ চলছে।
কুলুর অতিরিক্ত জেলা শাসক (এডিএম) অশ্বিনী কুমার জানিয়েছেন যে দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন ও উদ্ধার কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। ভূমিধসের কারণে কুলু থেকে মানিকরণের সংযোগকারী রাস্তাটি আপাতত বন্ধ রয়েছে। ঘটনার জেরে স্থানীয় মানুষ এবং পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসনের তরফে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানোর পাশাপাশি দুর্ঘটনার পিছনে কী কারণ তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার বিষয়ে কুলুর বিধায়ক সুন্দর সিং ঠাকুর বলেছেন যে এই ঘটনাটি মণিকরণ গুরুদ্বারের কাছে ঘটেছে যেখানে একটি গাছ উপড়ে পড়েছে। পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।