Flash Floods Himachal Pradesh : আকাশে চক্কর খাচ্ছে বায়ুসেনার বিমান, নীচে কান্নার রোল, ৪৩ জনের মৃত্যুতে আর্তনাদ! ৪০০ কোটি টাকারও বেশি ক্ষতি। হিমাচল প্রদেশে বছরের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ।
অবিরাম বৃষ্টির কবলে হিমাচল প্রদেশ। রাজ্যজুড়ে এখনও পর্যন্ত কমপক্ষে প্রবল বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৩ জনের। নিখোঁজ রয়েছেন ৩৭ জন এবং ৪০০ কোটি টাকারও বেশি মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাজ্য প্রশাসন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) হিমাচল প্রদেশে ৭ জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। অধিকাংশ রাস্তাঘাট এখনও বিচ্ছিন্ন। অন্যদিকে বিদ্যুৎ এবং পানীয় জলের মত পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
বুধবার এক প্রেস ব্রিফিংয়ে, রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতরের তরফে বলা হয়েছে, "এ পর্যন্ত ৪০০ কোটি টাকারও বেশি ক্ষতি রেকর্ড করা হয়েছে। তবে ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে। এই মুহূর্তে আমাদের প্রাথমিক লক্ষ্য অনুসন্ধান, উদ্ধার এবং পুনরুদ্ধারের উপর।"
শুধুমাত্র মান্ডিতেই ৪০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ভারতীয় বিমান বাহিনী আকাশপথে খাবার বিলি করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের তরফে ত্রাণ শিবির খোলা হয়েছে। হিমাচল জুড়ে, ২৫০ টিরও বেশি রাস্তা অবরুদ্ধ, ৫০০ টিরও বেশি বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল এবং প্রায় ৭০০টি জল সরবরাহ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য জুড়ে উদ্ধারকাজ চলছে জোরকদমে এবং এখনও পর্যন্ত মোট ৪০২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে ৩৮২ জনই মাণ্ডি জেলার।