Hindu monk attacked: এবার এরাজ্যে এক সন্ন্যাসীর উপর হামলার অভিযোগ উঠেছে। সন্ন্যাসী ও তাঁর এক শিষ্যের উপর হামলার অভিযোগ। যদিও এখনও পর্যন্ত এই হামলার কারণ স্পষ্ট হয়নি।
Hindu monk attacked: এবার এরাজ্যে এক সন্ন্যাসীর উপর হামলার অভিযোগ উঠেছে। সন্ন্যাসী ও তাঁর এক শিষ্যের উপর হামলার অভিযোগ। যদিও এখনও পর্যন্ত এই হামলার কারণ স্পষ্ট হয়নি।
hindu monk attacked: এবার এ রাজ্যে আক্রান্ত হলেন এক হিন্দু সন্ন্যাসী। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সন্ন্যাসী হিরন্ময় গোস্বামী মহারাজের (Hiranmay Maharaj) উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সোশ্যাল মিডিয়ায় ওই সন্ন্যাসীর ওপর হামলার বিষয়টি সামনে এনেছেন। এই ঘটনা প্রকাশ্যে আনার পর ফের একবার মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। "বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গেও সনাতন ধর্মের মানুষের ধর্মাচরণের স্বাধীনতার অধিকার দিনকে দিন সংকুচিত হচ্ছে।" এক্স হ্যান্ডলে পোস্ট করে সোচ্চার হয়েছেন শুভেন্দু অধিকারী।
Advertisment
জানা গিয়েছে, দিন কয়েক আগে তমলুকের আশ্রমের সন্ন্যাসী হীরন্ময় গোস্বামী মহারাজ ঘাটালে এক ব্যক্তির বাড়িতে নাম-সংকীর্তণের আসরে উপস্থিত হওয়ার আমন্ত্রণ পেয়ে তা রক্ষা করতে গিয়েছিলেন। সেখানে নাম সংকীর্তন পালার পর ভাগবত গীতা পাঠের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল হিরন্ময় মহারাজকে। সোমবার বিকেলে সেই গীতা পাঠের অনুষ্ঠান শেষ করার পর মহারাজ তাঁর একজন শিষ্যকে নিয়ে এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন।
অভিযোগ, সেই সময়ে মহারাজ ও তাঁর শিষ্যর উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। মহারাজকে মারধরের পর তাঁর জটা, চুল, দাড়ি কেটে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর লোকজন জানাজানি হতে কোনও মতে সন্ন্যাসীকে সেখান থেকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘাটালের BJP বিধায়ক হাসপাতালে পৌঁছে গিয়ে দেখা করেন ওই সন্ন্যাসীর সঙ্গে। পরে বিষয়টি তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও জানান। এরপর বিরোধী দলনেতার উদ্যোগেই আক্রান্ত সন্ন্যাসীকে কলকাতায় নিয়ে গিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে হঠাৎ কে বা কারা কী উদ্দেশ্যে ওই সন্ন্যাসীর ওপর হামলা চালাল তা এখনও স্পষ্ট হয়নি।