/indian-express-bangla/media/media_files/2025/04/01/LnIIoJViNapWmaFmc17e.jpg)
News in West bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Highlights:হাওড়ার বেলুড়ের ভোটবাগান এলাকায় ইদের দিনের একটি ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। বেলুড় এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা বলে পরিচিত রিয়াজ আহমেদ। তাঁর বাড়িতেই গতকাল চুরির ঘটনাটি ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি সিভিক ভলান্টিয়ারের পোশাক পরে ওই তৃণমূল নেতার বাড়িতে ঢুকেছিলেন। সেই সময় তৃণমূল নেতা রিয়াজ বাড়িতে ছিলেন না। তাঁর মা ও ভাইকে অভিযুক্ত ওই ব্যক্তি জানিয়েছেলেন, তাঁকে 'দাদা' পাঠিয়েছে। এরপরেই ওই বাড়ি থেকে একটি স্ট্যান্ড ফ্যান ও পাঁচটি চেয়ার নিয়ে তিনি চম্পট দেন। ওই ব্যক্তির কথা শুনে তৃণমূল নেতার পরিবারের সদস্যদের মনে হয়েছিল তিনি রিয়াজের পরিচিত। তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি আদৌ সিভিক ভলান্টিয়ার নয়, সে এমন চুরিতে আগেও অভিযুক্ত। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।
এবার কলকাতা শহরে ফের এক তরুণীর রহস্যমৃত্যু ঘিরে তুমুল চঞ্চল্য ছড়িয়েছে। বাগুইআটি এলাকার একটি আবাসনের তিন তলার ফ্ল্যাট থেকে এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে। ওই তরুণী আত্মহত্যা করেছেন? নাকি তাঁকে খুন করা হয়েছে? তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত ওই তরুণী পেশায় একজন পানশালার গায়িকা। তাঁর নাম মনীষা রায়। বাগুইআটির ওই ফ্ল্যাটে একাই থাকছিলেন তিনি। সোমবার বেশ রাত পর্যন্ত ওই ফ্ল্যাটে জন্মদিনের অনুষ্ঠান হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। সেই অনুষ্ঠানে তরুণীর বেশ কিছু বন্ধবান্ধব হাজির ছিলেন বলেও জেনেছে পুলিশ। তরুণীর বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।
কলকাতার যাদুঘরে বোমাতঙ্ক। হুমকি ইমেলকে কেন্দ্র করে তৈরি হয় চূড়ান্ত চাঞ্চল্য। ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড ও কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি। ইমেলে কলকাতা জাদুঘরকে উড়িয়ে দেওয়ার হুমকি। সেই হুমকি ইমেলের ভিত্তিতেই তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি গোটা ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
হিন্দুত্ব ইস্যুতে চড়ছে পারদ, রামনবমীতে ২ হাজারের বেশি মিছিল, রাজ্য জুড়ে মেগা প্ল্যানিং পুলিশ-প্রশাসনের
মায়ানমারে মৃতের সংখ্যা ২ হাজার পার! সাহায্যে মোদীর কাছে বিশেষ অনুরোধ শত্রুঘ্ন সিনহার
চিন সফরে গিয়ে ভারতকে কোণঠাসা করার চেষ্টা মহম্মদ ইউনূসের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান টেনে আনলেন ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্য তথা সেভেন সিস্টার্স-এর প্রসঙ্গ। ইউনূসের কথায়, ভারতের সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত। তাই ভারত মহাসাগরের নাগাল পেতে হলে চিনের ভরসা বাংলাদেশই। ফের ভারত বিরোধী মন্তব্যে বিতর্ক উসকে দিলেন ইউনূস।
Chief Adviser Professor Muhammad Yunus joined a high-level roundtable discussion on sustainable infrastructure and energy at The Presidential Hotel in Beijing on Friday.
Posted by Chief Adviser GOB on Friday, March 28, 2025
ফের বাজি কাড়ল প্রাণ, মমতার বিরুদ্ধে হুঙ্কার শুভেন্দুর, 'মৃত্যুর খেলা' শেষের দাবিতে সরব সুকান্ত
বিকট শব্দে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত একাধিক, বুক ফাটা কান্না, হাহাকার....
-
Apr 01, 2025 20:45 IST
West Bengal News Live:ফের খুন ভাটপাড়ায়
যত কাণ্ড যেন সেই ভাটপাড়াতেই! এবার সামান্য বচসা থেকে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, নিহত যুবক অভিযুক্তেরই আত্মীয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এবার ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম মহম্মদ হামিদ। তাকে খুনের অভিযোগ উঠেছে তারই এক আত্মীয়ের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
-
Apr 01, 2025 20:00 IST
West Bengal News Live:শুভেন্দু সম্পর্কে বিরাট ভবিষ্যদ্বাণী হুমায়ুনের
ফের চর্চায় মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। এবার ডাকাবুকো তৃণমূল বিধায়ক হাতে তুলে নিয়েছিলেন ভগবত গীতা (Bhagavad Gita)। গীতা হাতে বড়সড় ভবিষ্যদ্বাণীও করে ফেলেছেন হুমায়ুন। ফের একবার শুভেন্দু অধিকারীকেই (Suvendu Adhikari) নিশানা হুমায়ুনের। হঠাৎ গীতা হাতে তুলে নেওয়ার প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেছেন, "আমি কট্টর মুসলমান। তবুও আমি গীতা রেখেছি। এর কারণ হল, আমার কিছু জানার আছে। এই সব লোকেদের (শুভেন্দু অধিকারী ও BJP )-র কথার উত্তর দিতে হবে।"
বিস্তারিত পড়ুন- Humayun Kabir: তৃণমূলের হুমায়ুনের হাতে 'ভগবদ গীতা', শুভেন্দুকে নিয়ে শোনালেন 'বড় কথা'!
-
Apr 01, 2025 19:04 IST
West Bengal News Live:শুভেন্দুর ঘনিষ্ঠ BJP বিধায়ক কি এবার তৃণমূলে?
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। জেলায়-জেলায় ঘুরে দলের সংগঠন শক্তিশালী করার কাজে জোরদার তৎপরতা চালাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষরা (Dilip Ghosh)। এই আবহে এবার BJP-রই এক বিধায়ক দলের সমস্ত পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর পোস্টে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের প্রসঙ্গও রয়েছে।
বিস্তারিত পড়ুন- BJP: 'এই পরিবেশে দলের কোনও দায়িত্বে থাকছি না, অব্যাহতি নিলাম', BJP বিধায়কের পোস্টে তোলপাড়
-
Apr 01, 2025 18:31 IST
West Bengal News Live:শাহকে চিঠি সুকান্তর
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাটে ভয়াবহ বিস্ফোরণে এবার NIA তদন্ত দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মারাত্মক ওই বিস্ফোরণে একই পরিবারের ৮ সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনার নেপথ্যে বড়সড় কোনও নাশকতার ছক ছিল কিনা তার উদঘাটনে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি করেছেন সুকান্ত মজুমদার। ঢোলাহাটে বিস্ফোরণে এনআইএ তদন্ত দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার।
-
Apr 01, 2025 18:21 IST
West Bengal News Live:আবারও বড়সড় অস্বস্তিতে অর্জুন সিং
আবারও বড়সড় অস্বস্তিতে BJP নেতা অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গেরুয়া দলের এই নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ব্যারাকপুর মহকুমা আদালত। গত ২৬ মার্চ জগদ্দলে গুলি-কাণ্ডে অর্জুনকে অভিযুক্ত করেছে পুলিশ। সেদিন জগদ্দলের মেঘনা মোড় এলাকায় সেই গন্ডগোলে এক যুবক গুলিবিদ্ধও হয়েছিলেন।
বিস্তারিত পড়ুন- Arjun Singh: আবারও বড়সড় অস্বস্তিতে অর্জুন সিং, BJP নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
-
Apr 01, 2025 17:13 IST
West Bengal News Live: 'আক্রান্ত' সন্ন্যাসী
এবার এ রাজ্যে আক্রান্ত হলেন এক হিন্দু সন্ন্যাসী। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সন্ন্যাসী হিরন্ময় গোস্বামী মহারাজের (Hiranmay Maharaj) উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সোশ্যাল মিডিয়ায় ওই সন্ন্যাসীর ওপর হামলার বিষয়টি সামনে এনেছেন। এই ঘটনা প্রকাশ্যে আনার পর ফের একবার মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। "বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গেও সনাতন ধর্মের মানুষের ধর্মাচরণের স্বাধীনতার অধিকার দিনকে দিন সংকুচিত হচ্ছে।" এক্স হ্যান্ডলে পোস্ট করে সোচ্চার হয়েছেন শুভেন্দু অধিকারী।
বিস্তারিত পড়ুন-Monk Attacked: ঘাটালে আক্রান্ত সন্ন্যাসী হিরন্ময় মহারাজ, চুল-দাড়ি-জটা কেটে মারধর দুষ্কৃতীদের
-
Apr 01, 2025 16:23 IST
West Bengal News Live: জেলায়-জেলায় কাঁপানো ঝড়-বৃষ্টি কখন থেকে?
সবকিছু ঠিকঠাক চললে আগামিকাল অর্থাৎ বুধবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদল হবে। বুধ ও বৃহস্পতিবার রাজ্যের উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে শুধু বৃষ্টিই নয়, একাধিক জেলায় আগামীকাল ও আগামী পরশু বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তারই জেরে দাবদাব থেকে বেশ খানিকটা স্বস্তি মিলতে পারে।
বিস্তারিত পড়ুন- West Bengal News Live:কলকাতায় তরুণীর রহস্যমৃত্যু, ফ্ল্যাট থেকে মিলল দেহ, আত্মহত্যা না খুন? তদন্তে পুলিশ
-
Apr 01, 2025 14:52 IST
West Bengal News Live: বাগুইআটিতে যুবতীর রহস্যমৃত্যু
বাগুইআটিতে যুবতীর রহস্যমৃত্যু। পুলিশ আজ সকালে দরজা ভেঙে তার দেহ উদ্ধার করে। গতকাল রাতে ওই ফ্ল্যাটেই চলছিল জন্মদিনের পার্টি। গতরাতে ওই যুবতীর সঙ্গে ফ্ল্যাটে ছিলেন ওড়িশা থেকে আসা তার বন্ধু। অভিজাত আবাসনের তিন তলার ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর ওই যুবতী পেশায় বার ডান্স্যার। কী কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ।
-
Apr 01, 2025 14:32 IST
West Bengal News Live: অপ্টোমেটিস্ট্রের দেহ উদ্ধার
রাস্তার পাশে মদ দোকানের পেছনের মাঠ থেকে উদ্ধার অপ্টোমেটিস্ট্রের দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ডায়মন্ড হারবার পুরসভার ১ নং ওয়ার্ডে। মৃত ব্যক্তি অভ্রদীপ হালদার ডায়মন্ড হারবার থানার ভগবানপুরের বাসিন্দা। তিনি পেশায় একজন অপ্টোমেটিস্ট্র। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার পুরসভার এক নম্বর ওয়ার্ডের পাকা রাস্তার পাশেই মদ দোকানের পেছনে মাঠে দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর দেওয়া হয় থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। পরিবারের লোকজন জানিয়েছেন, গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন অভ্রদীপ। যুবকের রহস্যমৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
-
Apr 01, 2025 14:32 IST
West Bengal News Live: নিউটাউনে টোটোচালক খুনে চাঞ্চল্যকর মোড়!
নিউটাউনে টোটোচালক খুনের ঘটনায় পরিবারের অভিযোগ ছিল, নিহতের প্রেমিকা ও তাঁর স্বামীর বিরুদ্ধে। তেমন অভিযোগ পেতেই পুলিশও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেছে। তবে গোটা তদন্তে গতিপথ পাল্টে যায় ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরেই। পুলিশ সূত্রে খবর রাস্তার একটি সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিশ। সেখানে দেখা যায় দুই নাবালক ওই টোটো করে যাচ্ছে। এর পরেই ওই নাবালকদের খোঁজ শুরু হয়। সোমবার সকালে তাদের খোঁজ পায় পুলিশ। তাদের আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদে ধৃতরা ওই টোটোচালককে খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।
বিস্তারিত পড়ুন- Newtown: নিউটাউনে টোটোচালক খুনে চাঞ্চল্যকর মোড়! নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল জানেন?
-
Apr 01, 2025 13:46 IST
West Bengal News Live: 'মুখ্যমন্ত্রীর অসম্মানে মুখে কুলুপ কেন?' কল্যাণ, দেবাংশুর পর এবার সরব শোভন-মদন
কেলগ কাণ্ডে মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ, কেন পথে নামল না তৃণমূল ছাত্র পরিষদ? কল্যাণের পর এবার মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে এমন আক্রমণ সত্ত্বেও কেন পথে নামল না দলের ছাত্র সংগঠন, প্রশ্ন তুলেছেন দলের বর্ষীয়ান নেতা। পাশাপাশি কেলগ কান্ডে মুখ খুলেছেন মদন মিত্র। কামারহাটির বিধায়ক বলেন, 'কেন কেলগ কাণ্ডের প্রতিবাদ হল না নেতৃত্ব ভেবে দেখবেন', শাসক বিধায়ক বলেন, ' আমি কোন দায়িত্বে নেই, দলের মন্তব্যের সঙ্গে আছি। যে সাংসদ বিধায়ক যাই বলে থাকুন তা তাদের ব্যক্তিগত মন্তব্য'।
-
Apr 01, 2025 13:34 IST
West Bengal News Live: কলকাতা যাদুঘরে বোমাতঙ্ক
কলকাতা যাদুঘরে বোমাতঙ্ক। হুমকি ইমেলকে কেন্দ্র করে তৈরি হয় চূড়ান্ত চাঞ্চল্য। ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড ও কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি। ইমেলে কলকাতা জাদুঘরকে উড়িয়ে দেওয়ার হুমকি। সেই হুমকি ইমেলের ভিত্তিতেই তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি গোটা ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
-
Apr 01, 2025 13:11 IST
West Bengal News Live: বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু হল কমপক্ষে ১০ জনের
বাংলার পর এবার গুজরাট। বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু হল কমপক্ষে ১০ জনের।
গুজরাটের বনসকাঁথায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে শহরের কাছে অবস্থিত কারখানার কিছু অংশ ধসে পড়লে বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েন এবং পরে একের পর এক বিস্ফোরণ ঘটে।
বনসকাঁথায় জেলাশাসক মিহির প্যাটেল বলেন, "আজ সকালে আমরা দিসার শিল্পাঞ্চলে একটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলেই ১০ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও একাধিক শ্রমিক। তাদের বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কারখানার ছাদ উড়ে যায়"।
-
Apr 01, 2025 12:19 IST
West Bengal News Live: মোথাবাড়ি যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু
হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় গর্জে উঠেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগে বারে বারে সরব হয়েছেন তিনি। রামনবমীর আগে হিন্দুত্ব ইস্যু মাথা চাড়া দিয়ে উঠেছে। এর মাঝেই মোথাবাড়ি যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু। মামলা দায়েরের অনুমতি। এক বিধায়ক ও নিরাপত্তারক্ষী নিয়ে যাওয়ার আবেদন বিরোধী দলনেতার।
-
Apr 01, 2025 12:12 IST
West Bengal News Live: সল্টলেকে ভয়াবহ অগ্নিকান্ড
সল্টলেকে ভয়াবহ অগ্নিকান্ড। মনিপাল হাসপাতালের বেসমেন্টে আগুন । ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। ঝাঁঝালো গন্ধে ঢেকে গিয়েছে গোটা এলাকা। প্রবল গন্ধে অসুস্থ হয়ে পড়েছেন এক দমকলকর্মী।
-
Apr 01, 2025 10:29 IST
West Bengal News Live: অফিস টাইমের ব্যস্ত সময়ে কলকাতায় তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ
অভিষিক্তার কাছে পথদুর্ঘটনা, প্রিন্স আনোয়ার শাহ কানেক্টারে তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। আহত হয়েছেন ২ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অ্যাপ ক্যাবের চালক মদ্যপ অবস্থায় ছিল। যে কারণেই ঘটে গিয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনা। অফিস টাইমে যানযটে চরম ভোগান্তি। -
Apr 01, 2025 10:13 IST
West Bengal News Live: মাসের প্রথমেই কলকাতায় কমল রান্নার গ্যাসের দাম
মাসের প্রথমেই কলকাতায় কমল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় ৪১ টাকা কমল দাম। বিশ্ববাজারে জ্বালানীর দামের উপর ভিত্তি করে এই দাম পরিবর্তিত হয় প্রতি মাসে। রাজ্য়ে অনুসারে দাম হয় ভিন্ন। দাম কমার পর কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ১৯১৩ টাকা থেকে কমে হল ১৮৭২ টাকা। দিল্লিতে এই দাম ১৭৬২ টাকা। মুম্বইতে এই দাম ১৭১৪টাকা। চেন্নাইতে এই দাম কমে দাঁড়িয়েছে ১৯২৪টাকা।
-
Apr 01, 2025 10:02 IST
West Bengal News Live: পাথর প্রতিমা কাণ্ডে NIA তদন্তের দাবি
পাথর প্রতিমা কাণ্ডে NIA তদন্তের দাবি তুলে দিলীপ ঘোষ বলেন, "আমরা দাবি করছি NIA হোক। কারণ এই সরকার চায়না NIA হোক। ওরা চায় এই ধরনের ঘটনা ঘটুক। মানুষের মনে আতঙ্ক তৈরি হোক। ভোটের আগে এরকম ভয়ের পরিবেশ তৈরি হোক। কেউ যেন আতঙ্কে বাড়ি থেকে না বেরোয়। জায়গায় জায়গায় দাঙ্গা বাঁধানো হচ্ছে। রাজ্যে শান্তিতে থাকার দিন শেষ হয়ে গেছে। আমরা কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ চাইছি।
-
Apr 01, 2025 08:44 IST
West Bengal News Live: ভারতকে খাটো করার চেষ্টা ইউনূসের
চিন সফরে গিয়ে ভারতকে কোণঠাসা করার চেষ্টা মহম্মদ ইউনূসের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান টেনে আনলেন ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্য তথা সেভেন সিস্টার্স-এর প্রসঙ্গ। ইউনূসের কথায়, ভারতের সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত। তাই ভারত মহাসাগরের নাগাল পেতে হলে চিনের ভরসা বাংলাদেশই।
-
Apr 01, 2025 08:43 IST
West Bengal News Live: পাথর প্রতিমা বাজি কারখানায় বিস্ফোরণে মৃত বেড়ে আট
রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। আর তারই জেরেই মৃত্যু হল একই পরিবারের আটজনের। শেষ পাওয়া খবর অনুসারে হাসপাতালে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মহিলার আজ সকালে মৃত্যু হয়েছে। এদিকে আজ বিস্ফোরণ স্থলে যাচ্ছে ফরেন্সিক টিমের সদস্যরা।
-
Apr 01, 2025 08:42 IST
West Bengal News Live: হিন্দুদের অস্তিত্বের সংকট, গর্জে উঠলেন শুভেন্দু
'২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পরেও যদি তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় থাকে, তাহলে একদিন বাংলার হিন্দুরা অস্তিত্বের সংকটের মুখোমুখি হবে'। মালদার মোথাবাড়ি ঘটনায় এভাবেই তৃণমূলকে নিশানা শুভেন্দুর। বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আরও বলেন যে, বাংলাদেশে আমরা যে ধরণের ঘটনা দেখেছি, তাতে বাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে'।