Hindu professor survived Pahalgam terror attack after reciting Kalima: ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সময় অসম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বরাতজোরে প্রাণে বেঁচেছেন। 'দ্য হিন্দু'র একটি প্রতিবেদন অনুযায়ী, তিনি একজন জঙ্গির বন্দুকের নলের দিকে তাকিয়ে ইসলাম ধর্মের কলমা জোরে জোরে প়ডতে শুরু করেন। শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান দেবাশিস ভট্টাচার্য তার স্ত্রী এবং ছেলের সাথে দীর্ঘ প্রতীক্ষিত পারিবারিক ছুটি কাটাতে উপত্যকায় গিয়েছিলেন।
ইসলাম ধর্মের ওই পংক্তিটি পাঠ করার পর বন্দুকধারী ওই জঙ্গি তাকে প্রাণে মারেনি। বৈসরানে ছুটির মুহূর্ত উপভোগের সময়ে হঠাৎই গুলির শব্দ শুনে পারেন দেবাশিস ভট্টাচার্য। প্রথমে তিনি ভেবেছিলেন বনরক্ষীরা পশুদের ভয় দেখাচ্ছে, কিন্তু শব্দ দ্রুত বিশৃঙ্খলায় পরিণত হয়। দ্য হিন্দুর উদ্ধৃতি অনুযায়ী দেবাশিস ভট্টাচার্য বলেন, "আমরা আরও গুলির শব্দ শুনতে পেলাম এবং আমাদের চারপাশে মৃতদেহ পড়ে থাকতে দেখলাম। আমরা যখন দৌড়ে গিয়ে একটি গাছের আড়ালে লুকিয়েছিলাম, তখন আমার পাশেই একজনকে গুলি করা হয়েছিল।"
ওই প্রতিবেদন অনুযায়ী অসমের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্যের মাথায় এক জঙ্গি এসে বন্দুক তাক করেছিল, তখন তিনি দেখতে পান যে আশেপাশের অন্যরা লা ইলাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ তিলাওয়াত করছে। এটি এমন একটি বাক্য যা ইসলামী বিশ্বাসকে সমর্থন করে। দেবাশিসবাবুর কথায়, "আমিও শব্দগুলি বিড়বিড় করতে শুরু করলাম। বন্দুকধারী আমাকে আরও জোরে পুনরাবৃত্তি করতে বলল। আমি কাঁপছিলাম, কিন্তু আমি কাঁপছিলাম।" এরপরেই ওই জঙ্গি ঘুরে দাঁড়ায় এবং সেখান থেকে চলে যায়. প্রাণে বেঁচে যান দেবাশিস ভট্টাচার্য।
আরও পড়ুন- West Bengal News Live:'ভারতের আত্মায় আঘাত, কল্পনাতীত শাস্তি দেব', পহেলগাঁওয়ে হামলায় রণংদেহি মেজাজে হুঙ্কার মোদীর
উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলায় মোট ২৬ জন প্রাণ হারিয়েছে। লস্কর-ই-তৈয়বার পাকিস্তান-ভিত্তিক প্রক্সি গ্রুপ, রেজিস্ট্যান্স ফ্রন্ট, এই নৃশংস হামলার দায় স্বীকার করেছে। ইতিমধ্যেই সন্দেভাজন হামলাকারীদের স্কেচ প্রকাশ করা হয়েছে। জঙ্গিদের খোঁজে উপত্যকাজুড়ে চিরুনি তল্লাশি চলছে। উপত্যকার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং চলছে। হামলাকারীদের ব্যাপারে তথ্য দিলে ২০ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন- Travel: নৈঃস্বর্গিক নিস্তব্ধতার অপার অনুভূতি মিলবে, ঝটিকা সফরে ঘুরে আসুন মন্ত্রমুগ্ধকর এই তল্লাট থেকে