West Bengal News Highlights :পহেলগাঁওয়ের জঙ্গি হামলার আঁচ কলকাতায়, পাকিস্তানের পতাকা পোড়ালেন শুভেন্দুরা

West Bengal News Update 24 April, 2025: রাজ্য তথা দেশের সব বড় খবরের দুরন্ত আপডেট পড়ুন। দিনভর কোথায় কী? এক ক্লিকে পেয়ে যান সব আপডেট।

West Bengal News Update 24 April, 2025: রাজ্য তথা দেশের সব বড় খবরের দুরন্ত আপডেট পড়ুন। দিনভর কোথায় কী? এক ক্লিকে পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Violence over Waqf Act in Murshidabad Suvendu blames Tmc,মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি, শুভেন্দু অধিকারী

News in Bengal Highlights : গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

West Bengal News Highlights :কলকাতায় পাকিস্তান বিরোধী স্লোগান BJP-র। বৃহস্পতিবার বিধানসভার গেটে দলের অন্যান্য বিধায়কদের সঙ্গে নিয়ে পাকিস্তানের পতাকা পুড়িয়েছেন শুভেন্দু অধিকারী। ঠিক সেই সময় পাকিস্তান বিরোধী স্লোগানও দিতে দেখা যায় শুভেন্দু অধিকারী-সহ অন্য বিধায়কদের। পহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে গর্জে উঠেছে সারা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নৃশংসা হামলার প্রতি ধিক্কার জানিয়ে দেশের শত্রুদের চরম বার্তা দিয়েছেন। 'ভারতের আত্মায় আঘাত করা হয়েছে, দোষীদের কল্পনাতীত শাস্তি দেওয়া হবে"। বৃহস্পতিবারই বিহারের মধুবনির সরকারি অনুষ্ঠানে হাজির হয়ে বলেছেন প্রধানমন্ত্রী। 

Advertisment

বৃহস্পতিবার বিহারের মধুবনির সরকারি অনুষ্ঠানে গিয়ে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলাকারীদের কড়া ভাষায় হুঙ্কার দিয়ে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, "হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরেই হয়নি। দেশের শত্রুরা ভারতের আত্মার ওপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে। ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেবে। কল্পনাতীত শাস্তি দেব।" এদিন মধুবনির ওই সরকারি অনুষ্ঠানের মঞ্চে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন মোদী। ওই অনুষ্ঠানে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোওয়ান। 

  • Apr 24, 2025 17:44 IST

    West Bengal News Live:২৫ হাজার বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত

    ডোমকলের গড়াইমারী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনের দুটি বাড়ি থেকে উদ্ধার প্রচুর পরিমাণে ফেনসিডিল। বৃহস্পতিবার দুপুরে গোপনে খবর পেয়ে এসডিপিও, বিডিও ও আইসি সহ পুলিশের দল এসে ফেনসিডিল উদ্ধার করে। প্রায় ২৫০০০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই ফেনসিডিলের আনুমানিক বাজারদর ২ কোটি টাকা।



  • Apr 24, 2025 15:18 IST

    West Bengal News Live:পিটিয়ে খুনে আটক ৩

    নিউটাউন গৌরাঙ্গনগরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগে আটক ৩। মৃত সংকেত চট্টোপাধ্যায় বেসরকারি সংস্থার কর্মী ছিলেন। তিনি বাগুইআটি জ্যাংড়া এলাকার বাসিন্দা। নিউ টাউনের গৌরাঙ্গনগর এলাকায় দেড় বছর ধরে ভাড়া থাকতেন তিনি। এক বান্ধবীর সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতেন যুবক। মৃতের পরিবার লিখিতভাবে অভিযোগ জানায় নিউটাউন থানায়।অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে তিনজনকে। 



  • Advertisment
  • Apr 24, 2025 15:07 IST

    West Bengal News Live:যুবকের দেহ উদ্ধার

    খাস কলকাতা শহরে বৃহস্পতিবার সাতসকালে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মানিকতলা থানা এলাকার হাডকো ফুট ওভারব্রিজে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বৃহস্পতিবার সকালে। স্থানীয়রাই ওযই যুবকের দেহ প্রতমে দেখতে পেয়েছিলেন। তাঁরাই পুলিশে খবর দিয়েছিলেন। দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকের দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয় আরজি কর হাসপাতালে। মৃত যুবকের নাম সঞ্জয় মিত্র। বছর পঁয়ত্রিশের ওই যুবকের বাড়ি উল্টোডাঙা এলাকায়। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ পুলিশের। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই যুবকের মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।



  • Apr 24, 2025 15:05 IST

    West Bengal News Live:পাকিস্তানের পতাকা পোড়ালেন শুভেন্দুরা

    খাস কলকাতা শহরে বৃহস্পতিবার সাতসকালে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মানিকতলা থানা এলাকার হাডকো ফুট ওভারব্রিজে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বৃহস্পতিবার সকালে। স্থানীয়রাই ওযই যুবকের দেহ প্রতমে দেখতে পেয়েছিলেন। তাঁরাই পুলিশে খবর দিয়েছিলেন। দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকের দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয় আরজি কর হাসপাতালে। মৃত যুবকের নাম সঞ্জয় মিত্র। বছর পঁয়ত্রিশের ওই যুবকের বাড়ি উল্টোডাঙা এলাকায়। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ পুলিশের। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই যুবকের মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।



  • Apr 24, 2025 13:54 IST

    West Bengal News Live:বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ উদ্ধার

    বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ পেয়ে বন দফতরের হাতে তুলে দিলেন এক ব্যক্তি। নাজিবুর রহমান গাজী নামে ঐ ব্যক্তির বাড়ি বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর পেটুয়াখালী গ্রামে। দিন দুয়েক আগে বাড়ির পুকুরের মাটি কাটাতে গিয়ে প্রায় ২ কেজি ৬০০ গ্রাম ওজনের বছর চারেকের কচ্ছপটি পান। সেটিই বুধবার দুপুরে তিনি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দফতরে এসে জমা দেন। সেখান থেকে মাতলা রেঞ্জ অফিসে পাঠানো হয় নাজীবুরকে। সেখানে থাকা অভয় পুকুরে ছেড়ে দেওয়া হয় কচ্ছপটিকে। 



  • Apr 24, 2025 13:28 IST

    West Bengal News Live:আজ সর্বদল বৈঠকে কেন্দ্র

    জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলার নেপথ্যেও পাকিস্তানের কলকাঠি নাড়ার অভিযোগ সামনে এসেছে। গতকালই পাকিস্তানকে জব্দ করতে প্রথম পদক্ষেপ করেছিল ভারত। বাতিল করা হয়েছে 'সিন্ধু জলবন্টন চুক্তি', দিল্লিতে পাকিস্তান দূতাবাস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, সেই সঙ্গে পাক নাগরিকদের সব রকমের ভিসা দেওয়াও বন্ধ করেছে ভারত। ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার সাম্প্রতিকতম পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডেকেছেন মোদী-শাহেরা। আজ সন্ধ্যেয় পাকিস্তানকে কোন পথে মোকাবিলা করা হবে, তা নিয়ে আলোচনা করতেই সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



  • Apr 24, 2025 12:15 IST

    West Bengal News Live:টানা ৩ দিন বন্ধ মেট্রো

    দুরন্ত গতিতে এগোচ্ছে কাজ। টু শিয়ালদা মধ্যে মেট্রো দৌড়ানো এখন সময়ের অপেক্ষা। শেষ মুহূর্তে সেই কাজ অর্থাৎ মাটির নিচের অংশের সুরঙ্গ দেখতে আসছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। সেই কারণেই কলকাতা মেট্রোলের গ্রীনলাইনে সম্পূর্ণ ট্রাফিক ব্লক থাকছে। মোটকথা টানা তিন দিন অর্থাৎ আগামী ২৬ এপ্রিল শনিবার থেকে আগামী ২৮ এপ্রিল সোমবার পর্যন্ত বন্ধ থাকছে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পরিষেবা।

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro: টানা ৩ দিন বন্ধ মেট্রো, দুর্ভোগ এড়াতে আগেভাগে বিশদে জানুন এই খবর !



  • Apr 24, 2025 11:21 IST

    West Bengal News Live:সাফ কথা দিলীপের

    শুভেন্দু অধিকারীর মতোই পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে রাফ & টাফ মেজাজে বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। 'প্রয়োজনে ফের পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক।' পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলা নিয়ে প্রতিক্রিয়া BJP নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এরই পাশাপাশি SSC-এর চাকরিহারাদের ধরনা-আন্দোলন নিয়ে আবারও দিলীপ ঘোষের নিশানায় রাজ্য সরকার।

    বিস্তারিত পড়ুন- pahalgam terror attack: 'গোটা দেশ কেন্দ্রের পাশে, প্রয়োজেন ফের পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক', সাফ কথা দিলীপের



  • Apr 24, 2025 10:36 IST

    West Bengal News Live:সল্টলেকে দুঃসাহসিক চুরি

    সল্টলেকে দুঃসাহসিক চুরি। GC ব্লকের  একটি অনাবাসী ভারতীয় বাড়িতে। সূত্রের খবর, মেন গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। সূত্রের খবর, গতকাল রাত দেড়টা থেকে দুটোর মধ্যে সল্টলেকের GC ব্লকের ওই বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, বাড়ির মালিক বিদেশে থাকেন। বাড়িটির একতলায় একটি অফিস রয়েছে । কেয়ারটেকার পরিবার নিয়ে ওই বাড়িতে থাকলেও তারা কাউকে ঢুকতে বা বেরোতে দেখেননি। সূত্রের খবর বাড়ি থেকে নগদ টাক- সহ বেশ কিছু মূল্যবান নথি চুরি হয়েছে। তদন্তে পুলিশ।ঘটনাস্থলে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।



  • Apr 24, 2025 10:27 IST

    West Bengal News Live:হুঙ্কার শুভেন্দুর

    কাশ্মীরের নারকীয় জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছেন। নিহত পর্যটকদের মধ্যে ৩ জন বাংলার। বুধবার রাতে শ্রীনগর থেকে বিশেষ বিমানে কলকাতায় ফিরেছে নিহত বিতান অধিকারী ও সমীর গুহর মরদেহ। বিতানের সাড়ে তিন বছরের বাচ্চাকে কোলে নিয়ে শুভেন্দু নিশানা করেছেন সেকুলার-পন্থীদের।

    বিস্তারিত পড়ুন- pahalgam terror attack:'যেমন ইজরায়েল গাজা শেষ করেছে, আমরাও করব, মোদীর বাচ্চা আমরা', হুঙ্কার শুভেন্দুর



  • Apr 24, 2025 10:26 IST

    West Bengal News Live:SSC-এর নামের তালিকা নিয়ে জট জারি

    জেলায়-জেলায় DI অফিসগুলিতে SSC-এর পাঠানো নামের তালিকা নিয়ে জট এখনও রয়ে গিয়েছে। জেলায় জেলায় ডিআই অফিসে 'অযোগ্য' হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকদের নামের তালিকা পাঠানো হয়েছে। ডিআই অফিসগুলিতে পাঠানো সেই সব নামের তালিকায় চাকরিহারাদের আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকেরই নাম নেই বলে অভিযোগ। যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা এবার এসএসসি-র দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে। কলকাতা শহরে আজ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ-আন্দোলন কোন পরিস্থিতিতে কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে।



  • Apr 24, 2025 08:57 IST

    West Bengal News Live:ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

    জ্বালাপোড়া গরম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভ্যাপসা গরমে এককথায় নাজেহাল দশা দক্ষিণবঙ্গের শহর থেকে জেলা। তবে এবার দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর শোনালো হাওয়া অফিস। ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েক দিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়েই রয়েছে আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Update today: ভ্যাপসা গরম থেকে মিলবে রেহাই, জোরালো ঝড়-বৃষ্টির পূর্বাভাস! জানুন টাটকা আপডেট



pahalgam terror attack West Bengal News Terrorist Attack modi amit shah