Advertisment

শুধু লেখাপড়াই নয়, ছাত্রীদের স্বনির্ভর করতেও অভূতপূর্ব উদ্যোগ বাংলার এই কলেজের

শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয়, একাধিক প্রথা বহির্ভূত পাঠক্রম ও স্বনিযুক্তিকরণ প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলার স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠান। কলেজের ৮৮ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর আন্তরিক প্রচেষ্টায় এই শিক্ষা প্রতিষ্ঠানের মুকুটে একাধিক পালক যুক্ত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Hiralal Majumdar Memorial College for Women is a unique initiative to make students self reliant, হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন

অনন্য উদ্যোগ বাংলার এই শিক্ষা প্রতিষ্ঠানের।

Hiralal Mazumdar Memorial College for Women: গোটা রাজ্যের মধ্যে মেয়েদের কলেজ হিসেবে সামনের সারিতে যে কয়েকটি কলেজের নাম উঠে আসে তার মধ্যে দক্ষিণেশ্বরের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন (Hiralal Mazumdar Memorial College for Women) অন্যতম। NAAC-এর তরফে A + স্বীকৃতি দেওয়া হয়েছে এই কলেজকে। কলেজের অধ্যক্ষা সোমা ঘোষের দাবি, তাঁদের কলেজ থেকে ৬০০ জনেরও বেশি ছাত্রীর কর্মসংস্থানও হয়েছে।

Advertisment

শুধুমাত্র প্রথাগত শিক্ষা নয়, একাধিক প্রথা বহির্ভূত পাঠক্রম ও স্বনিযুক্তিকরণ প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে দক্ষিণেশ্বর হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন। কলেজের ৮৮ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর আন্তরিক প্রচেষ্টায় এই শিক্ষা প্রতিষ্ঠানের মুকুটে একাধিক পালক যুক্ত হয়েছে।

এই কলেজে ২৭টি বিষয়ের পাশাপাশি আরও কিছু পাঠক্রম চালু করার কথা ভাবছে কর্তৃপক্ষ। এই কলেজ রাজ্যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এক অন্যতম মডেল হয়ে উঠে আসছে বলে মনে করেন অনেকে। ইতিমধ্যে সারা বাংলা অধ্যক্ষ পরিষদের ৩২তম বার্ষিক সাধারণ সভার ব্যবস্থাপক হিসেবে নিজেদের তুলে এনেছে এই কলেজ।

আরও পড়ুন- Ilish: ইলিশপ্রেমীরা এখবর এখনই পড়ুন! চলতি মরশুমে ইলিশ নিয়ে কী এমন উদ্বেগ মৎস্যজীবীদের?

আরও পড়ুন- Liquor Price: রাজ্যে মদের দাম আরও বাড়ছে! কোন ব্র্যান্ডে কত দাম-বৃদ্ধি? জানুন বিশদে

উল্লেখ্য, দক্ষিণেশ্বরের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন কার্যত একটি দৃষ্টান্ত তৈরি করেছে। NAAC এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে A+ গ্রেড দিয়েছে। এই কলেজটি এখন শ্রেষ্ঠত্বের জন্য এবং পড়ুয়াদের আরও উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। হুগলি, হাওড়া এবং উত্তর ২৪ পরগনা জেলার শহরতলি এবং গ্রামীণ এলাকাগুলি থেকে ছাত্রীরা এই কলেজে পড়াশোনা করতে আসেন।

NAAC WOMEN college
Advertisment