Advertisment

পদ্ম ছেড়ে জোড়াফুলে হিরণ? ভিডিও পোস্ট করে সাড়াজাগানো ইঙ্গিত অভিনেতার!

পদ্ম ছেড়ে জোড়াফুলে প্রত্যাবর্তন হিরণের?

author-image
IE Bangla Web Desk
New Update
hiran chatterjee posted a video on twitter

জল্পনার মাঝেই টুইটারে পুরনো ভিডিও পোস্ট হিরণের।

পদ্ম ছেড়ে জোড়াফুলে প্রত্যাবর্তন হিরণের? জল্পনার মাঝেই টুইটারে একটি ভিডিও পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করলেন গেরুয়া দলের তারকা বিধায়ক। টুইটারে বিজেপির একটি সভায় তাঁর সংক্ষিপ্ত ভাষণের একটি ভিডিও পোস্ট করেছেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক। তাতেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন পদ্ম দলের এই তারকা নেতা।

Advertisment

শুক্রবারই তৃণমূলের কার্যালযে বসা হিরণের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। হিরণের পাশেই ওই ছবিতে বসে থাকতে দেখা যায় পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতিকেও। যদিও ওই ছবির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে ওই ছবিটি তোলপাড় ফেলে দেয় রাজ্য রাজনীতিতে। তবে কি শেষমেশ জোড়াফুলেই প্রত্যাবর্তন ঘটছে তারকা এই বিধায়কের? জল্পনা তুঙ্গে ওঠে। পশ্চিমে মেদিনীপুর জেলা রাজনীতির আঙিনা তো বটেই, রাজ্য রাজনীতিতেও জোর গুঞ্জন শুরু হয়ে যায়।

উল্লেখ্য, হিরণের সঙ্গে দিলীপ ঘোষের অম্লমধুর সম্পর্ক অনেকেরই জানা। মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ গোষের সঙ্গে একাধিক বিষয়ে হিরণের মতপার্থক্য নজর এড়ায়নি। যদিও প্রকাশ্যে এব্যাপারে দু'জনের কেউই মুখ খোলেননি। দিন কয়েক ধরেই হিরণের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। শুক্রবার তৃণমূল অফিসে বসা হিরণের একটি ছবি ভাইরাল হতেই সেই গুঞ্জন আরও জোরালো হয়।

আরও পড়ুন- ফুলের তোড়া হাতে দিয়ে মিষ্টি সুরে অবাক গান! দোকানির দারুণ কীর্তি ভাইরাল

তবে বিতর্ক বেড়ে যাওয়ার পর হিরণই তাতে জল ঢাললেন বলে মনে করা হচ্ছে। টুইটারে বিজেপির সভায় নিজের বক্তৃতার পুরনো একটি ভিডিও পোস্ট করেছেন খড়গপুরের বিজেপি বিধায়ক। সেই ভিডিও-য় তাঁকে বার বার 'জয় শ্রীরাম' বলতে শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে বারবার জয়ধ্বনি দিতেও শোনা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভিডিও পোস্ট করে তাঁকে নিয়ে তৈরি জল্পনায় জল ঢাললেন হিরণ নিজেই।

Hiran Chatterjee West Bengal bjp tmc
Advertisment