Advertisment

Premium: আয়-সম্পত্তিতে দাপুটে এই TMC প্রার্থীকে ঘোল খাওয়াবেন তাঁর স্ত্রী! তাঁদের পরিচয় জানেন?

Lok Sabha Polls 2024: নির্বাচনী হলফনামা অনুযায়ী এই তৃণমূল প্রার্থীর থেকে তাঁর স্ত্রীর রোজগারও যেমন বেশি তেমনই অস্থাবর সম্পত্তিও কয়েকগুণ বেশি। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন কয়েকজন প্রার্থীদের মধ্যে অন্যতম এই ব্যক্তি। প্রবল গরম উপেক্ষা করে নিজের নির্বাচনী ক্ষেত্র চষে বেড়াচ্ছেন এই প্রার্থী। তাঁর হয়ে এলাকায় সভা করে গিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Joyprakash Das এবং Nilotpal Sil
New Update
His wifes income and assets are several times higher than Tmc IPS Prasun Banerjee

Lok Sabha Election 2024: এবারের নির্বাচনে এই তৃণমূল প্রার্থীর নাম-পরিচয় জানলে চমকে যাবেন!

Lok Sabha Election 2024: এরাজ্যে ইতিমধ্যে ৬টি লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন। তার মধ্যে বেশ কয়েক জন প্রার্থী রীতিমতো ক্রোড়পতি। আগামী ৭ মে তৃতীয় দফার নির্বাচন মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। তীব্র গরমে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা যেমন চষে বেড়াচ্ছেন তেমনই কোটিপতি প্রার্থীরাও চাঁদি ফাঁটা রোদ উপেক্ষা করে জনগণের কাছে হাত জোড় করে ভোট ভিক্ষে করছেন।

Advertisment

IPS-এর চাকরি ছেড়ে এবার রাজনীতির ময়দানে নেমেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। ৫৪ বছর বয়সে রাজনীতির টানে VRS নিয়েছেন আইপিএস ক্যাডার থেকে। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মালদা উত্তর (Malda Uttar) লোকসভা কেন্দ্রে। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী BJP-র খগেন মুর্মু (Khagen Murmu)। তাঁর স্ত্রী মামন বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট 0ও কনসাল্টেন্ট।

প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী হলফনামা অনুযায়ী তাঁর থেকে তাঁর স্ত্রীর রোজগার যেমন বেশি তেমনই অস্থাবর সম্পত্তিও কয়েকগুণ বেশি। তবে তাঁদের দু'জনের সোনার গয়না রয়েছে খুব কমই। উত্তর দিনাজপুরের বালুরঘাটে (Balurghat) বাড়ি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। তিনি ভোটারও ওই কেন্দ্রেরই। ২০১৫ সালে দ্যা গ্লোবাল ওপেন ইউনিভার্সিটি থেকে Legum Magister অর্থাৎ মাস্টার অফ ল পাস করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।

হলফনামা অনুযায়ী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ২০২২-২৩ আর্থিক বছরে আয়কর অনুযায়ী আয় ২০,৬৭,৯২০ টাকা। তাঁর স্ত্রী মামন বন্দ্যোপাধ্যায়ের ওই আর্থিক বছরে আয় ২৫,৮০,৮৯০ টাকা। অস্থাবর সম্পত্তিতেও VRS নেওয়া স্বামী পিছিয়ে আছেন স্ত্রীর থেকে। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তি আছে ৫০,৫২,১৪১.১৬ টাকা। স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯৫,৭২,৯৫৯.৪৮ টাকা।

আরও পড়ুন- Premium: ‘যাদবপুরে লাল সুনামি আছড়ে পড়বেই’, কোন অঙ্কে বিরাট সম্ভাবনা দেখছেন প্রত্যয়ী সৃজন? 

স্বামীর থেকে বার্ষিক আয়ে যেমন স্ত্রী এগিয়ে তেমনই অস্থাবর সম্পত্তিও দ্বিগুণ। প্রাক্তন এই আইপিএস-এর মাত্র একটি সোনার চেইন ও সোনার আংটি রয়েছে। এই দুটির ওজন মাত্র ২০ গ্রাম। তাঁর স্ত্রীর মোট সোনার জুয়েলারি আছে ১৫৩ গ্রাম। ৩১ মার্চ প্রসূনের হাতে নগদ ছিল ৪৭ হাজার টাকা ও স্ত্রীর ৪৬ হাজার টাকা।

আরও পড়ুন- Kalighater Kaku: তৃতীয় দফার ভোটের আগেই বিরাট কিছু ঘটতে যাচ্ছে? হঠাৎ ‘কালীঘাটের কাকু’কে CBI জেরা

স্থাবর সম্পত্তি হিসেবে কৃষি জমি, অকৃষি জমি বা কমার্শিয়াল বিল্ডিং প্রসূন বন্দ্যোপাধ্যায় বা তাঁর স্ত্রীর নেই। হলফনামা অনুযায়ী নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ানে হিডকো-র (HIDCO) দেওয়া জমিতে একটি কোঅপারেটিভ সোসাইটি হাউজিং তৈরি করেছিল। সেখানে বিল্ট-আপ ১০০০ স্ক্যোয়ার ফুটের একটি ফ্ল্যাট রয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। যার বর্তমান মূল্য ৩৭ লক্ষ টাকা। এই ফ্ল্যাট ক্রয়ের সময় দাম ছিল ৩০ লক্ষ টাকা।

আরও পড়ুন- Mamata Banerjee: লোকসভা নির্বাচনের আবহে ফের চোট পেলেন মমতা, বাড়ছে উদ্বেগ!

অন্যদিকে নিউটাউন অ্যাকশন এরিয়া ২-তে তাঁর স্ত্রীর একটি ১১৫০ স্ক্যোয়ার ফিট বিল্ট-আপ এরিয়ার একটি ফ্ল্যাট আছে। তাঁর বর্তমান দাম ৩৯ লক্ষ টাকা। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক ঋণ আছে ৯,৯১,৮২৫টাকা। তাঁর স্ত্রীর ব্যাংক লোন রয়েছে ১৪,৮১,০৭২টাকা।

tmc IPS Prasun Banerjee Maldah loksabha election 2024
Advertisment