New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/26/GtnsqD8a2RTad3k9JnGV.jpg)
একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের
একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের
Barasat Accident : ভরদুপুরে বারাসাতে 'হিট অ্যান্ড রান'। একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের। কনটেনারের ধাক্কায় বাইকে আগুন। পালাতে গিয়ে একের পর এক বাইকে ধাক্কা। হেলাবট তলা মোড়ের কাছে কন্টেনারে আগুন। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চালককে গ্রেফতার করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।
ঠিক যেন হিন্দি সিনেমার দৃশ্য! ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে ছুটে চলেছে অনলাইন ডেলিভারি সংস্থার একটি কন্টেনার। যশোর রোড ধরে একের পর এক ঝুঁকিপুর্ণ দুর্ঘটনার সম্মুখীন হতে হতে ছূটে চলে প্রকাণ্ড কন্টেনারটি। অল্পের জন্য প্রাণে বাঁচেন আশে পাশের বেশ কয়েকজন। এরপরই প্রবল বেগে ছুটে গিয়ে একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের। মুহূর্তে আগুন ধরে যায় বাইক দুটিতে।
স্থানীয়দের দাবি রাস্তায় থাকা ট্রাফিক পুলিশকে তোয়াক্কা না করেই দ্রুত গতিতে ছুটে চলে ওই কন্টেনারটি। তবে শেষ রক্ষা হল না। ১১ নম্বর রেলগেট পেরিয়ে, কলোনিমোর পেরিয়ে হেলাবটতলার কাছে পুলিশের হাতে ধরা পরে গাড়িটি। পালাতে গিয়েও পুলিশের হাতে ধরা পড়ে যায় কন্টেনারের চালক। অন্যদিকে দুই বাইক চালকও আহত বলে জানা যায়। এখন প্রশ্ন ওই গাড়িতে কী এমন ছিলো, যে কারণে এইভাবে ঝুঁকি নিয়ে কন্টেনারটি ঝড়ের বেগে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল। গোটা ঘটনা খতিয়ে দেখেছে বারাসত জেলা পুলিশ। যেভাবে কন্টেনারটি চালাচ্ছিলেন চালক তাতে একাধিক প্রাণহানি ঘটতে পারত বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের।