West Bengal News highlights: একশো মুসলিম পরিবারের মধ্যে ৫০ হিন্দু পরিবার আদৌ সুরক্ষিত? যোগীর প্রশ্নে তুমুল বিতর্ক

West Bengal News Update 26 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

West Bengal News Update 26 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
yogi on mamata on mahakumbha

একশো মুসলিম পরিবারের মধ্যে ৫০ হিন্দু পরিবার আদৌ সুরক্ষিত? যোগী আদিত্যনাথের প্রশ্নে তুমুল চর্চা

Latest West Bengal News Update: ১০০ হিন্দু পরিবারের মধ্যে একজন মুসলিম পরিবার সুরক্ষিত। কিন্তু ১০০ মুসলিম পরিবারের মধ্যে ৫০ হিন্দু পরিবার কী সুরক্ষিত থাকতে পারবেন? প্রশ্ন তুললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এপ্রসঙ্গে তিনি বাংলাদেশ, পাকিস্তানের পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। মমতার 'মৃত্যুকুম্ভ' মন্তব্যকে চাঁচাছোলা আক্রমণ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। 'বাংলা থেকে দিনে ৫০ হাজার থেকে এক লক্ষ পুণ্যার্থী মহাকুম্ভে এসেছেন। এত বিপূল সংখ্যক মানুষকে মহাকুম্ভে আসতে দেখে ভয় পেয়েছেন মমতা।  মহাকুম্ভকে অপমান মানে ভারতের অপমান'। মমতার মৃত্যুকুম্ভ মন্তব্য নিয়ে চাঁচাছোলা মন্তব্য যোগী আদিত্যনাথের। বিপূল ভিড় দেখে ভয় পেয়েছে রাজ্য সরকার মন্তব্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর। 

Advertisment

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্য BJP বিধায়করা। বারইপুরে সেই কর্মসূচিতে শুভেন্দু-সাহ বিজেপির অন্য বিধায়কদের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। কালো পতাকা দেখানোর নাম করে কেউ কেউ গাড়ির সামনে উঠে পড়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছিল। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। পুলিশকে বৃহস্পতিবারের মধ্যে এ ব্যাপারে নতুন করে রিপোর্ট জমা দিতে বলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বারুইপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিতেই পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি। এরই পাশাপাশি শুভেন্দু অধিকারীর আইনজীবীকেও যাবতীয় ফুটেজ পুলিশের হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের। তৃণমূলের শিক্ষক নেতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থার বেঞ্চ। বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, ওই ব্যক্তি দুর্নীতি করে শিক্ষকতার চাকরি পেয়েছেন। তাই তাঁকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেওয়া হল বলে তিনি বুধবার জানিয়েছেন। আজ থেকেই সেই নির্দেশ কার্যকর বলেও জানান বিচারপতি। উল্লেখ্য, শেখ সিরাজুল নামে তৃণমূলের এই শিক্ষক নেতার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। বিষয়টি কলকাতা হাইকোর্টের গোচরে এনেছিলেন এক আইনজীবী। এমন গুরুতর অভিযোগ সংক্রান্ত মামলা পুঙ্খানুপুঙ্খভাবে শোনার পর বিচারপতি রাজাশেখর মান্থা অবিলম্বে ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন। 

শিয়ালদার নাকের ডগায় বেলেঘাটায় বীভৎস অগ্নিকাণ্ড, চূড়ান্ত চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনও জানা যায়নি। ঘিঞ্জি এলাকায় ভয়াবহ আগুন। বেলেঘাটার বরফ কলের কাছে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। কী কারণে আগুন তা এখনও জানা যায়নি। আগুন আশেপাশের দোকানেও ছড়িয়ে পড়েছে বলেই খবর। সরিয়ে নেওয়া হয়েছে আশেপাশের বাসিন্দা ও দোকানিদের। অগ্নিকান্ডের ঘটনা হতাহতের কোন খবর নেই। 

Advertisment

 ওবিসি সংরক্ষণকে নিয়ে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। তিনি এদিন সংবাদ সম্মেলনে তৃণমূলকে দূষে বলেন, "আইন ব্যবস্থা মানে না রাজ্য সরকার। পরিকল্পনা করে ওবিসি সংরক্ষণ মামলা পিছনোর চেষ্টা করছে মমতা'। ওবিসি সংরক্ষণ নিয়ে তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতার। শুভেন্দু এদিন বলেন, "বাংলায় কোন কর্ম সংস্থান নেই। ২০২৬ সালে তৃণমূল বিসর্জন হতে চলেছে। তৃণমূলের বিসর্জনের আগে বাংলায় আর কোন চাকরি হবে না। বড় আন্দোলনের পথে চাকরি প্রার্থীরা। বাংলায় হুহু করে রোহিঙ্গারা ঢুকছে আধার, ভোটার পাচ্ছে। মেরুকরণের রাজনীতি করছে তৃণমূল"। চাকরিপ্রার্থীদের সমর্থনের আশ্বাসও দিয়েছেন শুভেন্দু অধিকারী।  

  • Mar 26, 2025 19:35 IST

    West Bengal News Live: আসল কেন্দ্রীয় বাহিনী নিয়ে নকল আয়কর অভিযান

    আসল কেন্দ্রীয় বাহিনী নিয়ে নকল আয়কর অভিযান। ধৃতদের মধ্যে এক মহিলা CISF জওয়ান আরজি করে পোস্টিং ছিলবলেই পুলিশ সূত্রে খবর। পূর্ব পরিচিতিকে কাজে লাগিয়ে ভুয়ো আইটি অভিযান চালানো হয় চিনার পার্কের একটি ফ্ল্যাটে। ফারাক্কা সহ একাধিক স্থান থেকে গ্রেফতার করা হয়েছে মোট আট জনকে। যার মধ্যে চার জন CISF কনস্টেবল, একজন CISF ইন্সপেক্টর।



  • Mar 26, 2025 19:15 IST

    West Bengal News Live: হাইকোর্টের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে বারুইপুরে শুভেন্দু অধিকারীর সভার তোড়জোড়!


    বারুইপুরে বিজেপির মিছিল ও জনসভার দিনে ১৯ মার্চ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দু'টি পৃথক পথসভার আয়োজন করা হয়েছিল। আর সেই পথসভার মধ্যে দিয়েই শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে কালো পতাকা হাতে নিয়ে প্রবল বিক্ষোভ দেখানো হয়েছিল। যে কারণে শুভেন্দু অধিকারী সেদিন সেই দলীয় কর্মসূচির স্থগিত করে দিয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন ২৭ মার্চ বারুইপুর এসপি অফিসের সামনে প্রতিবাদ সভার আয়োজন করবেন। যদিও সেই সভা করার অনুমতি দেয়নি বারুইপুর জেলা পুলিশ। শেষমেষ বিষয়টি গড়ায় হাইকোর্টে। আদালতের শর্ত সাপেক্ষে সভার অনুমতি দেয়। আদালতের সেই নির্দেশ পাওয়ার সাথে সাথেই বুধবার আসরে নেমে পড়ে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোতদার। বুধবার জেলার অন্যান্য নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে তিনি চলে আসেন বারুইপুর মহকুমা শাসকের দপ্তরের উল্টোদিকে নির্দিষ্ট সভাস্থলে। এদিন সভাস্থল ঘুরে দেখেন এবং ঘোষণা করেন যে ২৭ তারিখ বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী আদালতে নির্দেশে সেখানে  সভা করবেন। যদিও শুভেন্দু অধিকারী সভাকে ঘিরে আর বিরোধীতার পথে হাঁটেনি শাসক দল তৃণমূল। তৃণমূলের ব্লক সভাপতি তথা বারুইপুর পুরসভার উপ পুরপ্রধান গৌতম দাস জানিয়েছেন শুভেন্দু অধিকারী সভা প্রশাসনের বিরুদ্ধে। তাই এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আর কোন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেনা। যে কোন রাজনৈতিক দল তার অধিকার আছে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করা।



  • Mar 26, 2025 19:10 IST

    West Bengal News Live: ১০০ মুসলিম পরিবারের মধ্যে ৫০ হিন্দু পরিবার সুরক্ষিত? প্রশ্ন তুললেন যোগী

    ১০০ হিন্দু পরিবারের মধ্যে একজন মুসলিম পরিবার সুরক্ষিত। কিন্তু ১০০ মুসলিম পরিবারের মধ্যে ৫০ হিন্দু পরিবার কী সুরক্ষিত থাকতে পারবে? প্রশ্ন তুললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। এপ্রসঙ্গে তিনি বাংলাদেশ, পাকিস্তানের পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। 

    মমতার 'মৃত্যুকুম্ভ' মন্তব্যকে চাঁচাছোলা আক্রমণ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। 'বাংলা থেকে দিনে ৫০ হাজার থেকে এক লক্ষ পুণ্যার্থী মহাকুম্ভে এসেছেন। এত বিপূল সংখ্যক মানুষকে মহাকুম্ভে আসতে দেখে ভয় পেয়েছেন মমতা।  মহাকুম্ভকে অপমান মানে ভারতের অপমান'। মমতার মৃত্যুকুম্ভ মন্তব্য নিয়ে চাঁচাছোলা মন্তব্য যোগী আদিত্যনাথের। বিপূল ভিড় দেখে ভয় পেয়েছে রাজ্য সরকার মন্তব্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর। 



  • Mar 26, 2025 18:25 IST

    West Bengal News Live: ইউনূসের চিন সফর, ভারতের কাছে কতটা চিন্তার?

    প্রধান মোহাম্মদ ইউনূস বুধবার থেকে চার দিনের চিন সফর করবেন। এই সময়ে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন। সেদেশেরসংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই উচ্চ-পর্যায়ের বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। দ্য হিন্দু'র এক প্রতিবেদন অনুসারে ইউনূস প্রথমে ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও এবিষয়ে ভারতের কাছ থেকে কোনও সাড়া পান নি তিনি।  জানা গিয়েছে ইউনূসের ভারত সফরের বিষয়ে একটি অনুরোধ পাঠানো হয়েছিল কিন্তু ভারত সরকারের তরফ থেকে কোনও সাড়া দেওয়া হয়নি। 



  • Mar 26, 2025 17:08 IST

    West Bengal News Live: শুভেন্দুদের 'হেনস্থা', পুলিশকে কী নির্দেশ হাইকোর্টের?

    সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্য বিজেপি বিধায়করা। বারইপুরে সেই কর্মসূচিতে শুভেন্দু-সহ বিজেপির অন্য বিধায়কদের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। কালো পতাকা দেখানোর নাম করে কেউ কেউ গাড়ির সামনে হামলে পড়েন বলে অভিযোগ উঠেছিল। এক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। পুলিশকে বৃহস্পতিবরের মধ্যে এ ব্যাপারে নতুন করে রিপোর্ট জমা দিতে বলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বারুইপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিতেই পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে আদালত।



  • Mar 26, 2025 16:39 IST

    West Bengal News Live: শিয়ালদার নাকের ডগায় বীভৎস অগ্নিকাণ্ড, চূড়ান্ত চাঞ্চল্য গোটা এলাকায়

    ঘিঞ্জি এলাকায় ভয়াবহ আগুন। বেলেঘাটার বরফ কলের কাছে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। কী কারণে আগুন তা এখনও জানা যায়নি। আগুন আশেপাশের দোকানেও ছড়িয়ে পড়েছে বলেই খবর। সরিয়ে নেওয়া হয়েছে আশেপাশের বাসিন্দা ও দোকানিদের। অগ্নিকান্ডের ঘটনা হতাহতের কোন খবর নেই। 



  • Mar 26, 2025 16:36 IST

    West Bengal News Live: ভরদুপুরে বারাসাতে হিট অ্যান্ড রানে

    ভরদুপুরে বারাসাতে হিট অ্যান্ড রানের ঘটনা। একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের। কনটেনারের ধাক্কায় বাইকে আগুন। পালাতে গিয়ে একের পর এক বাইকে ধাক্কা। হেলাবট তলা মোড়ের কাছে কন্টেনারে আগুন। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চালককে গ্রেফতার করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।



  • Mar 26, 2025 16:21 IST

    West Bengal News Live: মহিলার আধপোড়া দেহ উদ্ধার

    রোমহর্ষক ঘটনা উত্তর ২৪ পরগনার আমডাঙায়। বুধবার সকালে আমডাঙার হরিশ্চন্দ্রপুরে জমিতে চাষ করতে গিয়েছিলেন স্থানীয় কৃষকরা। তখনই জমিতে আধপোড়া অবস্থায় এক মহিলার মৃতদেহ দেখতে পান তাঁরা। মুহূর্তে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। তদন্তের জন্য পুলিশ কুকুর নিয়ে যাওয়া হয়েছে। ওই মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ স্থানীয়দের। নিহাতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা।



  • Mar 26, 2025 16:20 IST

    West Bengal News Live: দিলীপ-উবাচ!

    গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন বঙ্গ BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার কৃষ্ণনগরে 'চায়ে পে চর্চা'য় যোগ দিয়েছিলেন প্রাক্তন সাংসদ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি নিজের ক্ষমতায় রাজনীতি করি। কর্মীদের নিয়ে রাজনীতি করি।" তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর দিলীপ ঘোষকে সমর্থন করেছিলেন। সে প্রসঙ্গে বলতে গিয়ে এদিন বিজেপি নেতা বলেন, "আমায় কে কীভাবে সমর্থন করল তাতে কিছু যায় আসে না। কর্মীদের নিয়েই থাকব, কর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতি করি। হুমায়ুন কবীরের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এখনও রয়েছে।"

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'সেদিন কয়েকটা পুতনাকে তাড়া করেছিলাম', খড়্গপুরের ঘটনা নিয়ে ফের বিস্ফোরক দিলীপ



  • Mar 26, 2025 16:13 IST

    West Bengal News Live: ২০২৬ সালে তৃণমূল বিসর্জন, ওবিসি সংরক্ষণ নিয়ে মমতাকে দুষে গর্জে উঠলেন শুভেন্দু

    ওবিসি সংরক্ষণকে নিয়ে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। তিনি এদিন সংবাদ সম্মেলনে তৃণমূলকে দূষে বলেন, "আইন ব্যবস্থা মানে না রাজ্য সরকার। পরিকল্পনা করে ওবিসি সংরক্ষণ মামলা পিছনোর চেষ্টা করছে মমতা'। ওবিসি সংরক্ষণ নিয়ে তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতার। শুভেন্দু এদিন বলেন, "বাংলায় কোন কর্ম সংস্থান নেই। ২০২৬ সালে তৃণমূল বিসর্জন হতে চলেছে। তৃণমূলের বিসর্জনের আগে বাংলায় আর কোন চাকরি হবে না। বড় আন্দোলনের পথে চাকরি প্রার্থীরা। বাংলায় হুহু করে রোহিঙ্গারা ঢুকছে আধার, ভোটার পাচ্ছে। মেরুকরণের রাজনীতি করছে তৃণমূল"। চাকরিপ্রার্থীদের সমর্থনের আশ্বাসও দিয়েছেন শুভেন্দু অধিকারী।  



  • Mar 26, 2025 15:09 IST

    West Bengal News Live: একযোগে বারুণী মেলা পরিচালনায় মমতাবালা-শান্তনুর সংগঠন

    এবার ঠাকুরনগরের বারুণী মেলা একযোগে পরিচালনা করছে মমতা ঠাকুর ও শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘ। মমতাবালা ঠাকুরের সংগঠন মেলা পরিচালনার অনুমতি পেয়েছেন। এই বিষয়ে বুধবার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, "মেলা একযোগে করা প্রসঙ্গ নয়, আমরা না থাকলেও এই মেলা পরিচালনা হবে। ভক্তরা পূণ্যস্নান করতে আসবেন। আমরা ভক্তদের কী পরিষেবা দিতে পারছি সেটাই মূল বিষয়। আমি আমাকেও ধন্যবাদ জানাব। কারণ, আমার ভিতর চিত্তনিষ্ঠ হয়েছে। আমরা মিলেমিশে এক হচ্ছি।"



  • Mar 26, 2025 14:46 IST

    West Bengal News Live:বাংলায় বিনিয়োগের আবেদন মমতার

    বিদেশ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনে বঙ্গ শিল্প সম্মেলনে উপস্থিত হয়ে বাংলায় বিনিয়োগের আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিল্পপতিদের উদ্দেশ্যে তাঁর বার্তা, "আপনারা বাংলায় বিনিয়োগ করলে লাভবান হবেন। ক্ষতির মুখ দেখতে হবে না। বাংলার আর্থিক স্বচ্ছলতা ভালো। সেই কারণে এখানে মানসিক স্বাস্থ্য খুব উন্নত, কোনও টেনশন নেই।" শিল্পপতিদের বিনিয়োগ বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেছেন, "আমরা ৬টি ইকনমিক করিডর তৈরি করছি। ইন্ডাস্ট্রিয়াল করিডরও হচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা উত্তোলন শিল্প তৈরি হচ্ছে বীরভূমে। জায়গার নাম দেউচা পাচামি। এখানেও বিনিয়োগ করা যেতে পারে।"



  • Mar 26, 2025 12:45 IST

    West Bengal News Live:বাংলার ফুটবলের ভবিষ্যত তৈরির কর্মযজ্ঞে সামিল ম্যাঞ্চেস্টার সিটি

    বাংলার ফুটবলের উন্নয়নে এ এক স্বপ্নের চুক্তি! শহর কলকাতায় এবার ফুটবল স্কুল খুলবে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিলেত সফরের মাঝেই বিশ্ব ফুটবলের এই তারকা ক্লাবের সঙ্গে সমঝোতাপত্র অর্থাৎ মউ স্বাক্ষর করে ফেলেছে বাংলার টেকনো ইন্ডিয়া গ্রুপ (Techno India Group)।

    বিস্তারিত পড়ুন- মমতার লন্ডন সফরে স্বপ্নের চুক্তি! বাংলার ফুটবলের ভবিষ্যত তৈরির কর্মযজ্ঞে সামিল ম্যাঞ্চেস্টার সিটি



  • Mar 26, 2025 11:59 IST

    West Bengal News Live:পার্থর 'জামাই'য়ের বিরুদ্ধে সাক্ষী দিলেন 'বেয়াই'

    প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তথা 'রাজসাক্ষী' হয়ে যাওয়া কল্যাণময় ভট্টাচার্যের বিরুদ্ধে সাক্ষী দিলেন তাঁর মামা। ওই ব্যক্তি আবার সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের বেয়াই। কৃষ্ণচন্দ্র অধিকারী নামে ওই ব্যক্তি দাবি করেছেন, তাঁর ভাগ্নে অর্থাৎ পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য সমস্ত সংস্থার অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলি দেখাশোনা করতেন। ভাগ্নের কথায় সরল বিশ্বাসে তিনি সংস্থার সমস্ত কাগজপত্র আগেভাগে খুঁটিয়ে না পড়েই তাতে সই করে দিতেন বলে দাবি করেছেন ওই ব্যক্তি। উল্লেখ্য, ED-র এই মামলায় 'রাজসাক্ষী' হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এরপরই তাঁকে অভিযুক্তের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।



  • Mar 26, 2025 11:37 IST

    West Bengal News Live:দলের গোষ্ঠীদ্বন্দ্বে মদতের অভিযোগ সুজিতের বিরুদ্ধে

    এবার দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে দলের গোষ্ঠীদ্বন্দ্বে মদতের অভিযোগ তুললেন তৃণমূলেরই একাংশ। বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের প্রবল রোষের মুখে সুজিত বসু। সুজিত বসুকে বিজেপির 'দালাল' বলেও তোপ দেগেছেন দলের বিক্ষুব্ধ নেতারা।



  • Mar 26, 2025 11:11 IST

    West Bengal News Live:খাস কলকাতায় বিরাট প্রতারণার পর্দাফাঁস!

    আবারও বড়সড় দুর্নীতির পর্দাফাঁস। খাস কলকাতায় কল সেন্টারের আড়ালে চলছিল এই বড়সড় প্রতারণার চক্রটি। তবে শেষ রক্ষা হয়নি। নির্দিষ্ট সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে চলে অতর্কিতে অভিযান। সেই অভিযানেই কালো কারবারের পর্দা ফাঁস হয়েছে। বড়সড় এই প্রতারণা চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণে নগদ টাকাও।

    বিস্তারিত পড়ুন- Cyber Crime:খাস কলকাতায় বিরাট প্রতারণার পর্দাফাঁস! কাঁড়ি-কাঁড়ি টাকা বাজেয়াপ্ত, ধৃত ৩



  • Mar 26, 2025 10:39 IST

    West Bengal News Live:বাংলায় লগ্নির আবেদন মুখ্যমন্ত্রীর

    বিদেশ সফরে গিয়ে এবার রাজ্যে বিনিয়োগের আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্রিটিশ শিল্পপতিদের সঙ্গে শিল্প সম্মেলনে বাংলায় লগ্নির বার্তা মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালুরও দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী এরাজ্যে ব্যবসা করা শিল্পপতিরাও। তাঁরাও বাংলায় ব্যবসার ক্ষেত্রে নিজেদের সন্তুষ্টির একাধিক কারণ ব্যাখ্যা করেছেন বিদেশের শিল্পপতিদের সামনে। 

    বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: কলকাতা-লন্ডন বিমান চালুতে ছাড়ের প্রতিশ্রুতি, বিদেশি শিল্পপতিদের বাংলায় লগ্নির আবেদন মুখ্যমন্ত্রীর



  • Mar 26, 2025 10:36 IST

    West Bengal News Live: কয়েক কোটি টাকার মাদক বাজেয়াপ্ত, ধৃত ১

    না তিনি পুষ্পা সিনেমার 'সেখাওয়াত' নন, তিনি বাস্তবের 'দাবাং', তাই গল্পটা উলটো। ঠিক যেন পুষ্পা সিনেমার কাহিনী, পুষ্পা পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুধের কন্টেনারবোঝাই গাড়িতে লাল চন্দন পাচার করে সফল হলেও একই কায়দায় নিষিদ্ধ মাদক পাচারকারীরা ছোট কন্টেনার গাড়িতে মাছের ক্যারেটের আড়ালে নিষিদ্ধ মাদক পাচারের করে ছক কষেছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেই পাচারই রুখে দিল ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(জোনাল) মিতুন কুমার দে ও মগরাহাট থানার পুলিশ। 

    বিস্তারিত পড়ুন- South 24 Parganas News: একেবারে ফিল্মি কায়দায় হানা, কয়েক কোটি টাকার মাদক বাজেয়াপ্ত, পুলিশের জালে ১



  • Mar 26, 2025 09:47 IST

    West Bengal News Live:বাংলাদেশের ভোট নিয়ে বড় ঘোষণা ইউনূসের

    চিন সফরে রওনা দেওয়ার আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাংলাদেশের নির্বাচনের দিনক্ষণ নিয়ে বড় ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউনূস জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন করা হবে। তিনি আরও বলেছেন, "বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দারুণ উৎসাহ ও উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি।"



  • Mar 26, 2025 08:42 IST

    West Bengal News Live: মার্চেই ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

    বৃষ্টির পালা চুকিয়ে এবার চড়তে শুরু করেছে পারদ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে চলতি মার্চেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ খানিকটা বেড়ে যেতে পারে তাপমাত্রা। যার জেরে গরমের অনুভূতিও আরও বাড়বে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: এবার চড়বে পারদ, মার্চেই কোন কোন জেলায় ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা?



CM Mamata banerjee news of west bengal news in west bengal Bengali News Today Bangladesh