চলতি মাসেই ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচন। মেঘালয় বিধানসভা নির্বাচন সামলাতে পশ্চিমবঙ্গ থেকে ৫ কোম্পানি সশস্ত্র বাহিনী যাচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই ৫ কোম্পানী চেয়ে চিঠি পাঠিয়েছে রাজ্যকে। অন্যদিকে এবারই মেঘালয়ের নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। সরকার গড়বে বলেই দাবি তৃণমূলের।
আগামি ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচন। ফল ঘোষণা ২ মার্চ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ৪ মার্চের মধ্যে। গত বছর মেঘালয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বে একাধিক কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দেয়। ২০১৮ নির্বাচনে কংগ্রেস ২১ আসনে জয় পেয়েছিল মেঘালয়ে। তবে এক ঝটকায় ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় পাহাড়ি এই রাজ্যে প্রধান্ বিরোধী দল হয়ে যায় মমতার দল।
তারপর সেখানে দফায় দফায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক যোগে জনসভা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই রাজ্যে সরকার গড়বে বলে তৃণমূল দাবি করছে। এবার সেই রাজ্যের ভোটে পাহারা দিতে বাংলা থেকে ৫ কোম্পানি বাহিনী যাচ্ছে।
সূত্রের খবর, দুই কোম্পানী ইএফআর (পশ্চিম মেদিনীপুরের সালুয়ার), ব্যারাকপুর ব্রিগেড(আর্মড পুলিশ), ডাবগ্রাম ব্রিগেড(আর্মড পুলিশ) ও দুর্গাপুর ব্রিগেড (আর্মড পুলিশ) এক কোম্পানী করে মেঘালয়ে যাচ্ছে। ৫ কোম্পানীর প্রতিটিতে ৮০-১০০ জন ফোর্স থাকবে।
প্রতিটি বাহিনীতে একজন করে ডিএসপি পদমর্যাদার আধিকারিকসহ এসআই, এএসআই, কনস্টেবল, রাঁধুনি সহ দলে অন্য সদস্যরা থাকছেন। এই ৫ কোম্পানীর মাথায় থাকছে ট্যাক টিম। ২৬ জনের এই দলের নেতৃত্বে থাকবেন এক ডিসি মর্যাদার আধিকারিক।