Heavy Rainfall: কোথাও দেখা গেল রাস্তা র জমা জলে স্নান করে প্রতীকী প্রতিবাদ জানানো হচ্ছে কোথাও আবার রাস্তার ওপর এক হাঁটু জলে কয়েকজন ব্যস্ত নিজেদের বাইক ধুতে আবার কোথাও কালভার্টের ওপর দিয়ে বয়ে যাওয়া বিপজ্জনক জলস্রোতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তোলা। চব্বিশ ঘন্টা ধরে টানা বৃষ্টিতে নাস্তানাবুদ হুগলি জেলা।
জেলার বিভিন্ন প্রান্ত বৃষ্টির জলে ভাসছে। বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরামবাগ মহকুমার খানাকুল এবং গোঘাট এর বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টির জেরে রূপনারায়ন নদের ওপর থাকা একটি বাঁশের সাঁকো ভেঙে জলের তোড়ে ভেসে যায়। ওই সাঁকো খানাকুলের গড়ের ঘাট আর পশ্চিম মেদিনীপুর এর ঘাটাল মহকুমার জোতকানু রামগড় এলাকার সংযোগ স্থল। প্রতিদিনই কয়েকশো লোক এপার ওপার যাতায়াত করতেন।
অন্যদিকে গোঘাটের বদনগঞ্জ আরামবাগ রোড কার্যত জলের তলায় চলে যাওয়ায় সড়ক সেখানে সম্পূর্ণ বন্ধ। কামারপুকুর-জয়রামবাটি রাস্তা বন্ধ। মূলত সেখানকার আমোদর নদী উপচে পরে ভেসে গেছে রাস্তা এবং কয়েকটি গ্রাম জলমগ্ন। এদিন পুলিশ থেকে কার্যত ব্যারিকেড করে ওই রাস্তা বন্ধ করে দিয়েছে। পাশাপাশি আমন ধান বসানোর কাজ বন্ধ হয়ে গেছে। এখন আমন ধান বসানোর মরশুম। যেসব জমিতে ওই ধান পূর্বেই রোয়া হয়ে গেছিল সেই জমির উপর হাঁটু জল দাঁড়িয়ে যাওয়ায় সেই ধান ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন - < Himachal Pradesh Earthquake: কম্পন-ধস-বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মৃত্যুর সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে >
জেলার সদর সহর চুঁচুড়ার বিভিন্ন ওয়ার্ড এর মানুষজন জলবন্দি। কোথাও এক হাঁটু কোথাও কোমর সমান জল। নিকাশি ব্যবস্থা র অবস্থা খুব খারাপ হওয়ায় দিকে দিকে জল জমেছে। বড় বড় নালাগুলি ঠিক মতো পরিষ্কার না হওয়ায় জল বের হতে পারছে না। নালাগুলির ওপর অবৈধ দোকানের ভিড়।