Hooghly News: সাতসকালে আঁতকে ওঠার মতো দৃশ্য! BJP-র যুবনেতার এমন পরিণতিতে শিউরে ওঠেন প্রতিবেশীরাও

Hooghly Incident: শনিবার সকালে এমন হাড়হিম দৃশ্য দেখে রীতিমতো হকচকিয়ে গিয়েছিলেন এলাকাবাসী। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে পুলিশে খবর দেওয়া হয়।

Hooghly Incident: শনিবার সকালে এমন হাড়হিম দৃশ্য দেখে রীতিমতো হকচকিয়ে গিয়েছিলেন এলাকাবাসী। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে পুলিশে খবর দেওয়া হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Hooghly Goghat BJP youth leader death,  Bakibulla Sheikh BJP youth leader Goghat body found  ,Hooghly BJP youth wing leader suicide Goghat,  BJP youth leader hanging Goghat Hooghly,  Political murder conspiracy Hooghly Goghat BJP leader,হুগলি গোঘাট বিজেপি যুবনেতা মৃত্যু  ,গোঘাট বিজেপি যুবনেতা বাকিবুল্লা শেখ দেহ উদ্ধার,  হুগলি গোঘাট বিজেপি যুবনেতা আত্মহত্যা সংযোগ  ,জেলার বিজেপি যুবনেতা দেহ গলায় ফাঁস গোঘাট,  হুগলি গোঘাট রাজনীতি মৃত্যু ঘটনা

Goghat Police Station: গোঘাট থানা।

শনিবার সাতসকালে আঁতকে ওঠার মতো দৃশ্য দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা পাড়ায়। দুই হাতা বাঁধা অবস্থায় একটি বাড়ির বারান্দা থেকে BJP-র যুবনেতার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। হুগলির গোঘাটের এই ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খুনের অভিযোগ তুলেছে পরিবার। 

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোঘাটের সানবাঁধি এলাকায় বাড়ি বিজেপির সংখ্যালঘু সেলের মণ্ডল সভাপতি বাকিবুল্লা শেখের। শনিবার সকালে বাড়ির বারান্দা থেকে বিজেপির যুব নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে ৩৫ বছরের যুবকের দেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এদিকে, বিজেপি নেতার পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বাকিবুল্লাকে খুন করা হয়েছে। বিজেপির সক্রিয় কর্মী ছিলেন ওই যুবক। তবে কে বা কারা এই খুনের পিছনে যুক্ত থাকতে পারে বা কারা অভিযুক্ত সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি। পুলিশের তরফেও এই ব্যাপারে কিছু জানানো হয়নি। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিবারে রসদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবস পালন, বিশাখাপত্তনমে যোগাভ্যাসে মোদী

এদিকে, দলের যুবনেতার এমন রহস্যমৃত্যুতে উদ্বেগে বিজেপি নেতৃত্ব। বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা। এদিন বাকিবুল্লার মৃত্যুর খবর পেয়েই তাঁর বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতারা। 

আরও পড়ুন- human trafficker:সূত্রের খবরে অতর্কিতে সাঁড়াশি অভিযান, দুরন্ত হানায় বড়সড় গ্রেফতারি

Murder BJP Leader Goghat