এরাজ্যেও কি ফের কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট পাকা হচ্ছে? জাতীয় রাজনীতির হালচাল দেখে রাজনৈতিক মহল মনে করছে এই জোট শুধু সময়ের অপেক্ষা। তার ওপর মুম্বইয়ে ইন্ডিয়া বৈঠকের আগে দিল্লি ছুটে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে একান্ত বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে রাহুল ও অভিষেকের এমন বৈঠক কি কখনও হয়েছে? এরই মধ্যে প্রশ্ন উঠছে তাহলে এরাজ্যে জোটের বাইরে থাকবে সিপিএম? এই সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে।
২০১৪ লোকসভা নির্বাচনে কংগ্রেস এরাজ্য থেকে ৪টি আসনে জয় পেয়েছিল। উত্তর মালদা, দক্ষিণ মালদা, বহরমপুর ও জঙ্গীপুর। পরবর্তীতে ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস জয় পায় ২টি আসনে। এই দুই নির্বাচনেই তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনও জোট ছিল না। বরং গত লোকসভা নির্বাচনে বামেরা সমর্থন করেছিল কংগ্রেসকে। ২০১১-তে তৃণমূল ও কংগ্রেস জোট এই রাজ্যে ক্ষমতায় আসার আগে ২০০৯ লোকসভা নির্বাচনে জোট বেধে কংগ্রেস পেয়েছিল ৬টি আসন। তখন সিপিএম তথা বামেরা ছিল বিরুদ্ধপক্ষ।
২০১৪ লোকসভা নির্বাচনে রায়গঞ্জ ও মুর্শিদাবাদ কেন্দ্রে জয়ী হয়েছিল সিপিএম প্রার্থীরা। তৃণমূল কংগ্রেস ২০১৪-তে ৩২টি আসনে জয় পেয়েছিল। ২০১৯-এ তৃণমূলের আসন কমে গিয়ে সংখ্যাটা দাঁড়ায় ২২-এ। অন্যদিকে ২০১৪-তে ২টি আসনে জয়ী বিজেপি ২০১৯ লোকসভায় পায় ১৮টি আসন। এবার কি নিজেদের শক্তি বাড়াতে পারেব তৃণমূল?
আরও পড়ুন- বিজেপিকে ধরাশায়ী করতে ‘মাস্টারপ্ল্যান’, ইন্ডিয়া জোটের বৈঠকের আগে আজ কী বললেন মমতা?
কোন অঙ্কে নির্বাচনে আসন রফা? সেই পথেই এগোচ্ছে ইন্ডিয়া জোট। জনৈক রাজ্য কংগ্রেস নেতার কথায়, মোদী বিরোধী জোটে কংগ্রেস হাইকমান্ড রাজ্য কংগ্রেসকে তৃণমূলের সঙ্গে জোট করতে নির্দেশ দিলে তা মানতে বাধ্য। সেক্ষেত্রে কৌস্তভ বাগচীরা প্রতিবাদ করলেও কোনও কাজে আসবে না। বরং যাঁরা এই সিদ্ধান্ত মানবে না তাঁরা দলে থেকেও বসে যাবে বা অন্য কোনও দলে যোগ দেবে।
কংগ্রেস ও রাহুলকে তৃণমূলের তুলোধনা করা এখন অতীত। মুম্বাইয়ে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলের সঙ্গে একান্তে বৈঠক করেছেন অভিষেক। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এরাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা বা জোট হলে ৪-৫টি আসন পেতে পারে কংগ্রেস। মালদা ও মুর্শিদাবাদেই তা সীমাবদ্ধ থাকবে। বাকি আসনে লড়াই করবে জোড়াফুল। সিপিএম তো আগে ঘোষণা করেছিল তাঁরা পৃথকভাবে বাংলায় লড়াই করবে। তাদের জোটে কংগ্রেস থাকতে পারে। শুক্রবার মুম্বাইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে একাধিক কমিটি বা সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে প্রস্তুত থাকছে থাকছে ইন্ডিয়া জোট।