Ganesh Chaturthi 2025: গণেশ চতুর্থীতে বাড়িতে এভাবে বসান গণেশের মূর্তি! হাতে নাতে মিলবে ফল

Ganesh Chaturthi 2025: ২৭শে আগস্ট গণেশ চতুর্থী। ১০ দিন ধরে চলবে উৎসব। এখন বাংলাতেও বাড়িতে বাড়িতে ভক্তরা গণপতি বাপ্পার আরাধোনায় মেতে ওঠেন।

Ganesh Chaturthi 2025: ২৭শে আগস্ট গণেশ চতুর্থী। ১০ দিন ধরে চলবে উৎসব। এখন বাংলাতেও বাড়িতে বাড়িতে ভক্তরা গণপতি বাপ্পার আরাধোনায় মেতে ওঠেন।

author-image
IE Bangla Web Desk
New Update
গণেশ চতুর্থী ২০২৫, গণেশ মূর্তি, বাড়িতে গণেশ মূর্তি, গণপতি বাপ্পা, মূর্তি কেনার নির্দেশিকা, ঈশান কোণ, বক্রতুণ্ড গণেশ, উৎসব প্রস্তুতি, মাটির মূর্তি, হোম পূজা

গণেশ চতুর্থীতে বাড়িতে এভাবে বসান গণেশের মূর্তি! হাতে নাতে মিলবে ফল

Ganesh Chaturthi 2025: ২৭শে আগস্ট গণেশ চতুর্থী। ১০ দিন ধরে চলবে উৎসব। এখন বাংলাতেও বাড়িতে  বাড়িতে ভক্তরা গণপতি বাপ্পার আরাধোনায় মেতে ওঠেন। বাড়িতে গণেশ মূর্তি প্রতিষ্ঠার আগে বেশ কিছু বিষয় বিশেষভাবে মাথায় রাখা উচিত। 

Advertisment

পূর্ব–উত্তর কোণ বা ঈশান কোণে গণেশের মূর্তি স্থাপন করা সবচেয়ে শুভ বলে মানা হয়। মূর্তিটি উত্তর বা পূর্ব দিকে মুখ করা উচিত। এর কারণ, উত্তর দিককে ভগবান শিবের দিক হিসেবে ধরা হয় এবং গণেশ হলেন শিবের পুত্র।

আরও পড়ুন- এই ৪ রাশির ওপর সর্বদা থাকে গণেশের কৃপা, আপনি কি সেই দলে?

গণেশ মূর্তির শুঁড় বাঁ দিকে বাঁকা থাকা উচিত। ডান দিকে বাঁকানো শুঁড়যুক্ত গণেশকে "সিদ্ধপীঠ" বলা হয় এবং এর পূজা কিছুটা কঠিন মনে করা হয়। মূর্তিটি পিতল, ব্রোঞ্জ, পাথরের হলে তা বিশেষ শুভ বলে মনে করা হয়। মূর্তির সঙ্গে বাহন (ইঁদুর) এবং মোদক থাকা আবশ্যক। 

Advertisment

বাড়ির আকার এবং মন্দিরের অবস্থান অনুযায়ী মূর্তির আকার বেছে নেবেন। ছোট বাড়ি বা অ্যাপার্টমেন্টে ৩–৬ ইঞ্চির মূর্তিও যথেষ্ট, আর বড় বাড়িতে ১২ ইঞ্চির বেশি মূর্তিও রাখা যেতে পারে।

আরও পড়ুন-চুল অকালে পেকেছে, সর্বত্র লজ্জায় পড়ছেন! এটা ব্যবহার করে ফল জানান

যারা মাটির তৈরি মূর্তি কিনে পুজো দিতে চাইছেন তারা সাদা, লাল, হলুদ, সিঁদুর, সবুজ বা সোনালী রঙের মূর্তি নির্বাচন করুন তবে প্লাস্টার অফ প্যারিসের মূর্তি কেনা এড়িয়ে চলাই উত্তম। এই নিয়মগুলি মেনে চলুন। গণেশ চতুর্থীর উৎসব হবে সমৃদ্ধ ও মনোহর।

Ganesh Chaturthi