scorecardresearch

বড় খবর

লরির পিছনে ধাক্কা ম্যাটাডোরের, গাড়িতেই পিষে মৃত্যু ২ খালাসির

দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজট হয়।

লরির পিছনে ধাক্কা ম্যাটাডোরের, গাড়িতেই পিষে মৃত্যু ২ খালাসির
জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা।

নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা ম্যাটাডোরের। ভয়াবহ এই দুর্ঘটনায় গাড়িতে পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু দুই খালাসির। দুর্ঘটনার জেরে গুরুতর জখম হয়েছেন ম্যাটাডোরের চালক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি। সোমবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দ্রুত গতিতে ডোমজুড়ের ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে আসছিল একটি ম্যাটাডোর। স্থানীয়রা জানিয়েছেন, ম্যাটাডোরটির গতিবেগ অত্যন্ত বেশি ছিল। সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দ্রুত গতিতে গিয়ে ওই ম্যাটাডোরটি একটি লরির পিছনে গিয়ে ধাক্কা দেয়। দুর্ঘটনার জেরে ম্যাটাডোরের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার মুহূর্তে বিকট একটি শব্দও হয়। এদিন সকালে ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয়রা। খবর দেওয়া পুলিশকেও। দ্রুত ঘটনাস্থলে এসে যায় ডোমজুড় থানার পুলিশ। যদিও দুর্ঘনাগ্রস্ত ম্যাটাডোরটি থেকে চালক-খালাসিদের উদ্ধার করতে হিমশিম দশা হয় পুলিশের।

আরও পড়ুন- আরও বেড়েছে দূরত্ব? দলের চিন্তন শিবিরের বিস্তারিত সূচি জানেনই না দিলীপ

শেষমেশ গ্যাস কার্টার দিয়ে কাটা হয় ম্যাটাডোরের সামনের অংশ। গাড়ি থেকে মৃত অবস্থায় দুই খালাসির রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। গুরুতর জখম অবস্থায় ম্যাটাডোরের চালককে উদ্ধার করে পুলিশ। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়।

যদিও এদিন লরিটির খোঁজ মেলেনি। দুর্ঘটনার পরেই দ্রুত সেটি এলাকা ছেড়ে বেরিয়ে যায়। স্থানীয়দের দাবি, ম্যাটাডোরটি দ্রুত গতিতে যাওয়ায় বিপত্তি ঘটেছে। এদিন দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজট হয়। যদিও দ্রুত ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত ম্যাটাডোরটি সরিয়ে নিয়ে যায় পুলিশ। দুর্ঘটনার বেশ কিছু সময় পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Howrah domjur road accident