/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/samaritan-school-mamata.jpg)
সামারিটার স্কুলের কৃতীত্বে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী।
রাজ্যের এক স্কুলের বিরাট সাফল্য। বিশ্বের সেরা দশ স্কুলের তালিকায় জায়গা পেল হাওড়া কদমতলার সামারিটান মিশন স্কুল। ব্রিটিশ গবেষণা সংস্থার বিচারে পড়ুয়াদের অনুপ্রেরণা এবং প্রতিকূলতা তুচ্ছ করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই স্কুল পৃথিবারী প্রথম দশের তালিকায় অন্যতম।
হাওড়া কদমতলার সামারিটান মিশন স্কুলের এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। শুক্রবার সকালে বিষয়টি নিজেই টুইট করে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, "জেনে খুশি হলাম যে হাওড়ার সামারিটান মিশন স্কুল সারা বিশ্বের সেরা দশটি অনুপ্রেরণামূলক স্কুলের মধ্যে রয়েছে। এটা প্রচার করুন। কিছু আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন সংস্থার সঙ্গে যুক্ত ব্রিটিশ গবেষণা সংস্থা 'টি ফর এডুকেশন' দ্বারা বিশ্বের সেরা স্কুল পুরস্কারের জন্য এই স্কুল বিবেচিত হয়েছে। সব প্রতিকূলতা কাটিয়ে ওঠার বিভাগে এই সাফল্যের জন্য সামারিটান মিশন স্কুলকে অভিনন্দন ও শুভেচ্ছা।"
Happy to know and share that Samaritan Mission School of Howrah is amongst ten top inspirational schools all over the world. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) June 10, 2022
পাশাপাশি, টুইটে এ দিন প্রকাশিত উচ্চমাধ্যমিকের কৃতীদেরও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানিয়েছেন অভিভাবক, শিক্ষক, শিক্ষিকাদেরও। মুখ্যমন্ত্রীর কথায়, 'আমাদের জেলার মেয়ে এবং ছেলেরা অনুকরণীয় পারফরম্যান্স দেখিয়েছে, অন্যদিকে শহরের শিক্ষার্থীরাও আমাদের গর্বিত করেছে।' মমতার পরামর্শ, যারা প্রত্যাশার চেয়ে কম পেয়েছে তাদের অবশ্যই ভবিষ্যতে আরও ভাল চেষ্টা করার সংকল্প নিতে হবে।
আরও পড়ুন-HS Results 2022 Live Updates: উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪%, মেধাতালিকার প্রথম দশে ২৭২
এবছর উচ্চমাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ৭ জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটা সোনি দেবী জৈন স্কুলের পড়ুয়া অদিশা দেবশর্মা। মেধাতালিকার প্রথম দশে রয়েছেন ২৭২ জন।
আরও পড়ুন-২০২৩ এর উচ্চমাধ্যমিকের নিয়মে বড় বদল, ঘোষণা সময়সূচীর