এবার দলের অস্বস্তি বাড়ালেন তৃণমূল সাসংদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। মদন মিত্রকে পাশে নিয়ে তাঁর ঢালাও প্রশংসা সাংসদের। 'মদন মন্ত্রিসভায় নেই দেখে অবাক হয়েছি।' দলের অস্বস্তি বাড়িয়ে মন্তব্য হাওড়ার সাংসদের। 'তৃণমূল জমানার সেরা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র', কোনও রাখঢাক না রেখেই সাফ কথা প্রসূনের।
এবার মদন মিত্রের ভূয়সী প্রশংসা করতে গিয়ে উল্টে দলের বিড়ম্বনাই বাড়ালেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা ভোটের পর তৈরি রাজ্য মন্ত্রিসভায় রাখা হয়নি মদন মিত্রকে। এরপর চলতি বছরে মন্ত্রিসভার সম্প্রসারণেও শিকে ছেঁড়েনি মদনের। এনিয়ে অবশ্য প্রকাশ্যে আক্ষেপ করতে দেখা যায়নি মদন মিত্রকে। তবে এবার মদন মিত্রের হয়ে ব্যাট ধরতে গিয়ে বেলাগাম প্রসূন বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- ‘চারটে বোমা মেরে এলেই সব ফাঁকা হয়ে যাবে’, নাম না করে শুভেন্দুকে বেনজির হুমকি মদনের
প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ''তৃণমূল জমানার সেরা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। মদন মন্ত্রিসভায় নেই দেখে অবাক হচ্ছি। আমি আর কাউকেই ক্রীড়ামন্ত্রী হিসেবে মানি না। এতে যদি কেউ আমার উপর রাগ করেন তাতে কিছু যায় আসে না।'' স্বাভাবিকভাবেই খোদ শাসকদলের সাংসদের মুখে এমন মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। প্রকাশ্যে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন- বাংলার মফস্বলের পথকুকুর গবেষক শিক্ষক বিশ্বে সমাদৃত, অনাদর দেশের মাটিতে
বরাবরই অন্য রাজীনিতকদের চেয়ে একটু ভিন্ন মদন মিত্র। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সরব থাকেন এই তৃণমূল নেতা। যদিও তাঁর সোশ্যাল তৎপরতায় এর আগেই লাগাম পরিয়েছে দল। মদনের বেশ কিছু মন্তব্য উল্টে দলকেই বিড়ম্বনায় ফেলে দিয়েছিল। তারপরই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে মদন মিত্রকে সতর্ক করে দেওয়া হয়। ইদানিং অবশ্য সোশ্যাল মিডিয়ায় সরব থাকলেও দলের অস্বস্তি বাড়ে এমন মন্তব্য থেকে দূরেই থেকেছেন মদন। তবে এবার ফের একবার তাঁকে নিয়েই ফের চর্চা তৃণমূলে।