scorecardresearch

Vande Bharat Express: ট্র্যাক কাঁপিয়ে ছুটল দেশের গর্বের ট্রেন, হাওড়া থেকে NJP পৌঁছবে মাত্র ৮ ঘণ্টায়

আগামী ৩০ ডিসেম্বর ট্রেনের ফিতে কাটবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

howrah puri vande bharat express may start service soon
বন্দে ভারত এক্সপ্রেস। ছবি: পার্থ পাল।

আর মাত্র হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। তার পরই কলকাতা থেকে উত্তরবঙ্গে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। সোমবার ট্রায়াল রানেই ট্র্যাক কাঁপিয়ে দিল অত্যাধুনিক এই ট্রেনটি। আগামী ৩০ ডিসেম্বর ট্রেনের ফিতে কাটবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে পূর্ব রেলের তরফে শুরু হল ট্রায়াল রান।

এদিন ভোর ৫.৫৫ মিনিটে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেন। ১৬ বগির এই ট্রেন চেন্নাইয়ে রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে।

মোট ১,১২৮ জন যাত্রী সওয়ার হতে পারবেন এই ট্রেনে। ঘণ্টায় ১৮০ কিমি বেগে চলতে পারে এই ট্রেন। এখন ১২০-১৩০ কিমি বেগে চলাচল করবে। হাওড়া থেকে এনজেপি পৌঁছতে সময় লাগবে মাত্র ৮ ঘণ্টা। এখনও পর্যন্ত ঠিক হয়েছে হাওড়ার পর মালদা টাউন স্টেশনে দাঁড়াবে, আর কোন কোন স্টেশনে দাঁড়াবে তা পরে জানা যাবে।

আরও পড়ুন বন্দে ভারত ট্রেনে বাজল ‘বন্দে মাতরম’! দ্বাদশ শ্রেণির পড়ুয়ার সুরে মজে নেটপাড়া, দেখুন ভিডিও

সকাল ৬টায় হাওড়া থেকে ছাড়ার পর নিউ জলপাইগুড়িতে পৌঁছবে দুপুর দেড়টা নাগাদ। তার পর এক ঘণ্টা থামার পর ফের এনজেপি থেকে দুপুর আড়াইটায় ছাড়বে আর হাওড়ায় পৌঁছবে রাত ১০টায়। এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখমাত্র একলব্য চক্রবর্তী।

বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে গেলে উত্তরবঙ্গ যেতে সময় আরও কম লাগবে। পাহাড়ে যাঁরা একদিনের মধ্যে যেতে চান তাঁদের জন্য এটা সুখবর। এদিন ট্রায়াল রানের সময় রামপুরহাট স্টেশনে দাঁড়ায় বন্দে ভারত ট্রেনটি। স্টেশনে ট্রেনটি দেখতে ভিড় জমে যায়। অনেকেই সেলফি তোলেন।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Howrah to njp vande bharat express trial run starts