Malda News: বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ইতিহাস এবং অংক পরীক্ষার দিন হবিবপুরের একটি পরীক্ষাকেন্দ্রে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল একাংশ পরীক্ষার্থীদের বিরুদ্ধে। এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী উচ্চ বিদ্যামন্দিরে। টুকলি করতে দেওয়ার দাবি জানিয়ে এদিন পরীক্ষা শুরু কিছুক্ষণ আগেই একাংশ পরীক্ষার্থীরা তাণ্ডব চালিয়ে ক্লাসরুমের বেশ কয়েকটি সিলিং ফ্যান ভাঙচুর করে বলে অভিযোগ। উল্টে ফেলা হয় সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের কয়েকটি টেবিল এবং বেঞ্চ। পরে ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট স্কুলের কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী উচ্চ বিদ্যামন্দিরে সংশ্লিষ্ট ব্লকের আইহো হাইস্কুল, তিলাসন হাইস্কুল এবং মানিকোড়া হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল। এদিন ছিল ইতিহাস এবং অংক পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরুর আগেই নকল করতে দেওয়ার দাবি জানিয়ে একাংশ পরীক্ষার্থীরা ওই স্কুলের কয়েকটি ক্লাসঘরের সিলিং ফ্যান ভাঙচুর করে বলে অভিযোগ। পুরো বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ।
বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী উচ্চ বিদ্যামন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ পাণ্ডে জানিয়েছেন, টুকলি করতে দেওয়ার দাবি জানিয়ে একাংশ পরীক্ষার্থীরা এদিন ক্লাসঘরের কয়েকটি সিলিং ফ্যান ভাঙচুর করেছে। অন্যায়ভাবে পরীক্ষার্থীদের কয়েকজন এদিন তাণ্ডব চালায়। সংশ্লিষ্ট একটি স্কুলের কয়েকজন পরীক্ষার্থীকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। পুরো বিষয়টি জেলা শিক্ষা দফতরের পাশাপাশি সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
আরও পড়ুন রান্না করতে করতে অকালমৃত্যু, মায়ের দেহ বাড়িতে রেখে উচ্চ মাধ্যমিক দিল 'সাহসী' ছেলে
এদিকে যে স্কুলের একাংশ পরীক্ষার্থীদের বিরুদ্ধে এমন তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে, সেই স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র অবশ্য জানিয়েছেন, 'পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা এরকম কোনও ঘটনাই ঘটায়নি বলে জানিয়েছে। তবে ওই স্কুল কর্তৃপক্ষ আগে থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে উপস্থিত থাকা উচিত ছিল। তাহলে পরিষ্কার করে বিষয়টি জানা যেত। পাশাপাশি এরকম ঘটনা ঘটত না।'
উচ্চ মাধ্যমিকের যুগ্ম আহ্বায়ক অমল ঘোষ জানিয়েছেন, ‘বিষয়টি শুনেছি। এব্যাপারে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’